Smartwatch: স্মার্টওয়াচে SOS Call Button ! ভারতে প্রথমবার লঞ্চ হতে পারে এমন ডিভাইস, সৌজন্যে Honor
Honor Choice Watch: ভারতে Honor X9b ফোনের সঙ্গে লঞ্চ হতে পারে Honor Choice Watch, সংস্থার নিজস্ব হেলথ অ্যাপ যুক্ত থাকতে পারে এই ওয়ারেবল ডিভাইসে।
Smartwatch: ভারতে লঞ্চ হতে চলেছে Honor X9b ফোন। এর সঙ্গে লঞ্চ হতে পারে Honor Choice Watch। তবে এই প্রসঙ্গে নিশিচত ভাবে কিছু জানা যায়নি এখনও। HonorTech- এর সিইও মাধব শেঠ নতুন স্মার্টওয়াচের (Smartwatch) টিজার প্রকাশ করলেও লঞ্চ প্রসঙ্গে কিছু ঘোষণা করেননি। প্রসঙ্গত উল্লেখ্য, আগামী ১৫ ফেব্রুয়ারি ভারতে লঞ্চ হবে Honor X9b ফোন। এবার দেখে নেওয়া যাক Honor Choice Watch সম্পর্কে কী কী তথ্য পাওয়া গিয়েছে এখনও পর্যন্ত।
এসওএস কলিং বাটন এবং হেলথ অ্যাপ
টিপস্টার মুকুল শর্মা এক্স মাধ্যমে দাবি করেছেন, Honor Choice Watch ভারতে লঞ্চ হবে Honor X9b ফোনের সঙ্গেই, অর্থাৎ ১৫ ফেব্রুয়ারি। এই টিপস্টার আরও দাবি করেছেন যে Honor Choice Watch, এই ওয়ারেবল মডেলে থাকতে চলেছে একটি ডেডিকেটেড SOS কল বাটন। এই প্রথম ভারতে এ জাতীয় কোনও স্মার্টওয়াচ লঞ্চ হতে চলেছে বলেও জানিয়েছেন ওই টিপস্টার। এছাড়াও শোনা যাচ্ছে, Honor Choice Watch স্মার্টওয়াচে থাকতে পারে Honor Heath অ্যাপ।
জানুয়ারি মাসে Honor Choice Watch- এর আনবক্সিং শেয়ার করেছিলেন সংস্থার প্রধান। সেই ভিডিওতে দেখা গিয়েছিল সাদা রঙের একটি ঘড়ি। তার থেকে অনুমান হয়তো সাদা রঙে ভারতে লঞ্চ হতে পারে Honor Choice Watch। বলা হচ্ছে, এই স্মার্টফোন Honor Choice Haylou Watch- এর রিমডেল ভার্সান হিসেবে লঞ্চ হতে পারে। Haylou Watch- এর মতো ফিচার এবং স্পেসিফিকেশন থাকারও সম্ভাবনা রয়েছে Honor Choice Watch মডেলে। প্রসঙ্গত উল্লেখ্য, Honor Choice Haylou Watch নির্দিষ্ট কিছু দেশে লঞ্চ হয়েছিল। তবে Honor Choice Watch কোথায় কোথায় লঞ্চ হবে তা এখনও জানা যায়নি।
Honor Choice Haylou Watch- এর মালয়েশিয়ায় লঞ্চ হওয়া মডেলে কী কী ফিচার রয়েছে, একনজরে দেখে নেওয়া যাক
- ১.৯৫ ইঞ্চির AMOLED ডিসপ্লে রয়েছে এই স্মার্টওয়াচে। এই ডিসপ্লের রিফ্রেশ রেট ৬০ হার্টজ। এই স্মার্টওয়াচে রয়েছে 5ATM রেটিং।
- এই স্মার্টওয়াচে ম্যাগনেটিক চার্জিং সাপোর্ট রয়েছে। এছাড়াও রয়েছে ৩০০ এমএএইচ ব্যাটারি। একবার পুরো চার্জ দিলে ১২ দিন পর্যন্ত স্মার্টওয়াচ চালু থাকবে বলে দাবি সংস্থার।
- কালো এবং সাদা রঙে দেখা গিয়েছে এই স্মার্টওয়াচ। Honor Choice Watch- টিজারে যে সমস্ত ফিচার দেখা গিয়েছে সেটাই রয়েছে এই স্মার্টওয়াচেও।
ভারতে Honor X9b ফোনের সঙ্গে Honor Choice Earbuds X5- ও লঞ্চ হবে বলে শোনা গিয়েছে। এটি একটি ট্রু ওয়্যারলেস স্টিরিও ইয়ারবাডস হতে পারে। সাদা রঙে Honor Choice Earbuds X5 লঞ্চের সম্ভাবনা রয়েছে।