Honor Smartphones: ভারতে লঞ্চ হয়েছে Honor ম্যাজিক ৬ প্রো ৫জি ফোন, কেনার ক্ষেত্রে পাবেন ইএমআই- এর সুবিধা
Honor Magic 6 Pro 5G: এই ফোনে একটি ৫৬০০ এমএএইচ ব্যাটারি রয়েছে। এছাড়াও পাওয়া যাবে ওয়্যারড এবং ওয়্যারলেস চার্জিং সাপোর্ট। জানা গিয়েছে, এই ফোন একটি ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস।
Honor Smartphones: ভারতে লঞ্চ হয়েছে Honor ম্যাজিক ৬ প্রো ফোন (Honor Magic 6 Pro 5G Phone)। এই ফ্ল্যাগশিপ ফোনে (Flagship Phone) রয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসর। এছাড়াও রয়ছে ৬.৮ ইঞ্চির LTPO ডিসপ্লে। এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ পাবেন ইউজাররা। সেখানে ১৮০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেনসর রয়েছে। এছাড়াও এই ফোনের ডিসপ্লের উপর রয়েছে ৫০ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর। Honor ম্যাজিক ৬ প্রো ফোনে একটি ৫৬০০ এমএএইচ ব্যাটারি রয়েছে। এছাড়াও পাওয়া যাবে ওয়্যারড এবং ওয়্যারলেস চার্জিং সাপোর্ট। জানা গিয়েছে, এই ফোন একটি ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস।
ভারতে Honor ম্যাজিক ৬ প্রো ফোনের দাম, কবে থেকে বিক্রি শুরু হবে, কী কী অফার রয়েছে
এই ফোন একটিই ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে। ১২ জিবি র্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ যুক্ত মডেলের দাম ৮৯,৯৯৯ টাকা। কালো এবং সবুজ রঙে লঞ্চ হয়েছে এই ফোন। আগামী ১৫ অগস্ট থেকে এই ফোনের বিক্রি শুরু হবে। কেনা যাবে ই-কমার্স সংস্থা অ্যামাজন ইন্ডিয়ার ওয়েবসাইট থেকে। যেহেতু Honor সংস্থার এই ৫জি ফোনের দাম বেশ বেশি তাই যাঁরা কিনতে চান তাঁদের জন্য রয়েছে নো-কস্ট ইএমআই- এর ব্যবস্থা। ১২ মাসের জন্য ইএমআই পরিষেবার মাধ্যমে ফোন কিনতে পারবেন আপনি। প্রতি মাসে কিস্তি দিতে হবে ৭৫০০ টাকা। HonorTech সংস্থা জানিয়েছে, আগামী ১৮০ দিন তাদের নতুন ফোনের দাম একটুও কমবে না।
Honor ম্যাজিক ৬ প্রো ফোনে কী কী ফিচার রয়েছে দেখে নিন একঝলকে
- ডুয়াল সিমের (ন্যানো) সাপোর্ট রয়েছে এই ফোনে। অ্যান্ড্রয়েড ১৪ বেসড MagicOS 8.0 ইন্টারফেসের সাহায্যে পরিচালিত হবে Honor ম্যাজিক ৬ প্রো ৫জি ফোন।
- এই ফোনে ৬.৮ ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত ডিসপ্লে রয়েছে। এছাড়াও রয়েছে একটি স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসর।
- ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে Honor ম্যাজিক ৬ প্রো ৫জি ফোনে। সেখানে ১০৮ মেগাপিক্সেলের মেন সেনসর, ৫০ মেগাপিক্সেলের সেকেন্ডারি সেনসর এবং ৫০ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা রয়েছে। ফোনের ডিসপ্লের উপর রয়েছে ৫০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর যা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যুক্ত।
- Honor ম্যাজিক ৬ প্রো ৫জি ফোনে একটি ৫৬০০ এমএএইচ ব্যাটারি এবং ৮০ ওয়াটের ওয়্যারড চার্জিং ও ৬৬ ওয়াটের ওয়্যারলেস চার্জিং ফিচারের সাপোর্ট রয়েছে। এই ফোনে ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে যার সাহায্যে শূন্য থেকে ১০০ শতাংশ চার্জ হবে মাত্র ৪০ মিনিটে।
আরও পড়ুন- ভারতে হাজির ওপ্পো-র নতুন ৫জি ফোন, কেনা যাবে ১৫ হাজার টাকার কমে, কী কী ফিচার রয়েছে?
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।