Honor 200 Series: ভারতে লঞ্চ হতে চলেছে Honor ২০০ সিরিজের ফোন, কোন কোন মডেল আসতে চলেছে? কী কী ফিচার থাকতে পারে?
Honor Smartphones: চিনে আগেই লঞ্চ হয়েছে Honor ২০০ এবং Honor ২০০ প্রো ফোন। এবার ভারতে লঞ্চ হতে চলেছে Honor ২০০ সিরিজের এই দুই ফোন।
Honor 200 Series: ভারতে লঞ্চ হতে চলেছে Honor ২০০ সিরিজের ফোন। চিনে ইতিমধ্যেই লঞ্চ হয়েছে Honor ২০০ এবং Honor ২০০ প্রো- এই দুই ফোন। এই দুই ফোনের ডিজাইন প্রায় একই। মিল রয়েছে ফিচার এবং স্পেসিফিকেশনের নিরিখেও। সম্প্রতি এইচ টেক সংস্থার সিইও মাধব শেঠ আভাস দিয়েছেন যে ভারতেও লঞ্চ হবে Honor ২০০ সিরিজের ফোন। ভারতে Honor ২০০ এবং Honor ২০০ প্রো- এই দুই ফোনের ৫জি ভ্যারিয়েন্ট লঞ্চ হতে চলেছে। এক্স মাধ্যমে এই আভাস দিয়েছেন মাধব শেঠ। এক্স মাধ্যমে মাধব শেঠ জানিয়েছেন Honor ২০০ সিরিজের ফোন ভারতে লঞ্চ হবে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তি যুক্ত ক্যামেরা সেনসর থাকবে এই স্মার্টফোন সিরিজের ফোনে। এখনও Honor ২০০ সিরিজের ফোনগুলি লঞ্চের নির্দিষ্ট দিনক্ষণ জানা যায়নি। তবে অনুমান, Honor ২০০ এবং Honor ২০০ প্রো- এই দুই ফোন সম্ভবত জুন মাসে ভারতে লঞ্চ হবে।
চিনে লঞ্চ হওয়া Honor ২০০ সিরিজের ফোনে রয়েছে ৫২০০ এমএএইচ ব্যাটারি এবং ১০০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট, ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ, ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর এবং একটি OLED ডিসপ্লে যেখানে এইচডি প্লাস রেজোলিউশন পাওয়া যাবে। অনুমান, ভারতে লঞ্চ হতে চলা Honor ২০০ সিরিজের ফোনগুলিতেও এই ফিচারগুলি থাকবে।
ভারতে Honor ২০০ সিরিজের ফোনের দাম কেমন হতে পারে
চিনে Honor ২০০ ফোনের ১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ যুক্ত ভ্যারিয়েন্টের দাম ছিল লঞ্চের সময় ভারতীয় মুদ্রায় প্রায় ৩০ হাজার টাকা। এটিই বেস মডেল। অন্যদিকে Honor ২০০ প্রো ফোনের বেস মডেল যেটিও ১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ যুক্ত, তার দাম ছিল ভারতীয় মুদ্রায় প্রায় ৪০ হাজার টাকা। ভারতেও Honor ২০০ সিরিজের ফোনগুলির দাম এর আশপাশেই থাকবে বলে অনুমান করা হচ্ছে।
Honor ২০০ এবং Honor ২০০ প্রো - Honor ২০০ সিরিজের এই দুই ফোনে কী কী ফিচার থাকার সম্ভাবনা রয়েছে দেখে নেওয়া যাক
- এই দুই ফোনই অ্যান্ড্রয়েড ১৪ বেসড MagicOS 8.0- এর সাহায্যে পরিচালিত হতে পারে। এই দুই ফোনে চুল এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত ডিসপ্লে থাকতে পারে।
- Honor ২০০ প্রো ফোনে ৬.৭৮ ইঞ্চির ডিসপ্লে থাকতে পারে। এই ফোনে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮এস জেন৩ চিপসেট থাকার কথা রয়েছে।
- Honor ২০০ ফোনে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭ জেন৩ প্রসেসর থাকতে পারে। এই ফোনে ৬.৭ ইঞ্চির ডিসপ্লে থাকার সম্ভাবনা রয়েছে।
- Honor ২০০ সিরিজের দুটো ফোনেই ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। সেখানে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসর এবং ৫০ মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা ও ১২ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ম্যাক্রো ক্যামেরা থাকতে পারে। এছাড়াও ৫০ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর থাকার কথা রয়েছে এই দুই ফোনে।
- Honor ২০০ এবং Honor ২০০ প্রো ফোনে ৫২০০ এমএএইচ ব্যাটারি এবং ১০০ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে। এছাড়াও এই দুই ফোনে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকার কথা রয়েছে। Honor ২০০ প্রো ফোনে ৬৬ ওয়াটের ওয়্যারলেস ফাস্ট চার্জিং সাপোর্টও থাকতে পারে।
আরও পড়ুন- নতুন রঙে ভারতে আসছে ওয়ানপ্লাস ১২ ফোন, কী কী ফিচার থাকবে ?
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।