(Source: ECI/ABP News/ABP Majha)
Tech Update: আপনার নামে মোবাইল সিম তুলছে অন্য কেউ ! কীভাবে ধরবেন প্রতারকদের ?
টেলি কমিউনিকেশন দফতরের নিয়ম অনুসারে কোনও ব্যক্তি তাঁর পরিচয়পত্রের মাধ্যমে সর্বোচ্চ ৯টি মোবাইলের সিম তুলতে পারেন। গ্রাহকের অজান্তেই তাঁর পরিচয়পত্র দিয়ে সিম তুললে সহজেই ধরা যাবে এই পদক্ষেপে।
নয়াদিল্লি: প্রতারণার ফাঁদ পাতা ভুবনে নিত্যদিন শিকার হচ্ছেন কেউ না কেউ। গ্রাহকের অজান্তেই তাঁর পরিচয় ব্যবহার করছেন প্রতারকরা। আপনার নামে মোবাইলের সিম তুলছেন অন্য কেউ ! এই প্রতারকদের ধরতে এবার সক্রিয় হয়েছে সরকার। কিছু সহজ পদক্ষেপেই ধরতে পারবেন এই জালিয়াতদের।
কীভাবে আপনার নামের সব মোবাইল নম্বর দেখতে পাবেন ?
১ আপনার পরিচয়ে অন্য কেউ মোবাইলের সিম তুলেছেন কিনা দেখতে প্রথমে https://www.tafcop.dgtelecom.gov.in-এ যান।
২ এখানে আপনার মোবাইল নম্বর দিয়ে ওটিপির জন্য আবেদন করুন।
৩ যে ওটিপি আপনার কাছে এসেছে তা পাওয়ামাত্র 'ভ্যলিডেট' অপশনে ক্লিক করুন।
৪ আপনার পরিচয়পত্র বা আইডি দিয়ে যে মোবাইল নম্বরগুলো নেওয়া হয়েছে, তা এখানে দেখাবে।
৫ যে মোবাইল নম্বরগুলো আপনার নামে নেওয়া নয়, সেগুলো বাদ দিয়ে রিপোর্ট অপশনে ক্লিক করুন।
৬ এখানে গ্রাহককে টেলি কমিউনিকেশন ডিপার্টমেন্ট থেকে একটা টিকিট আইডি ইস্যু করা হবে।
৭ আপনি যে নম্বরগুলো রাখতে চান তার ওপর কোনও অ্যাকশন নেওয়া হবে না।
বর্তমানে কেবল তেলেঙ্গানা ও অন্ধ্রপ্রদেশের মোবাইল গ্রাহকদের জন্যই এই সুবিধা দেওয়া হচ্ছে। টেলি কমিউনিকেশন দফতরের নিয়ম অনুসারে কোনও ব্যক্তি তাঁর পরিচয়পত্রের মাধ্যমে সর্বোচ্চ ৯টি মোবাইলের সিম তুলতে পারেন। একজনের পরিচয়ে ৯-এর বেশি মোবাইল সিম তোলার ওপর দাড়ি টানতে চাইছে সরকার। টেলি কমিউনিকেশনের অফিশিয়াল পোর্টালের মাধ্যমে এই কাজ করা হচ্ছে।
দেশের সাম্প্রতিক পরিস্থিতি বলেছ, পরিচয় জাল করে প্রতারণার ফাঁদ নতুন নয়। বর্তমানে এই চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে ব্যাঙ্ক ও সরকার। বার বার গ্রাহকদের অনলাইন লেনদেনের বিষয়ে সতর্ক করা হচ্ছে। বিভিন্ন ট্যুইটের মাধ্যমে গ্রাহকদের সচেতন করছে ব্যাঙ্কগুলি। নিজের আধার কার্ড, প্যান কার্ড বা অন্য পরিচয়পত্র অহেতুক অপরিচিত ব্যক্তিদের দেখাতে বারন করা হচ্ছে।
অনেক ক্ষেত্রেই গ্রাহকদের এই পরিচয়পত্র্কে কাজে লাগিয়ে বড়সড় নাশকতার ছক কষতে পারে জঙ্গিরা। সেক্ষেত্রে মোবাইলের সিম তোলার জন্য ব্যবহার করা হতে পারে গ্রাহকের পরিচয়পত্র। আপনার অজান্তেই পরিচয়পত্র ব্যবহার করতে পারে জঙ্গিরা। সে জন্য আগে থেকেই সতর্ক হোন। নিজে সতর্ক হওয়ার পাশাপাশি পরিবার, পরিচিতদেরও এই বিষয়ে সজাগ করে তুলুন।