Content Creator: কনটেন্ট ক্রিয়েটরদের জন্য বড় সুখবর ! এবার সরকার দেবে টাকা; তৈরি হয়েছে কয়েকশো কোটির ফান্ড
Content Creators Economy: কনটেন্ট ক্রিয়েটরদের অর্থনীতির জন্য এই তহবিল তৈরি করা হচ্ছে। এর মাধ্যমে নির্মাতারা সরকারের কাছ থেকেও আর্থিক সাহায্য পেতে পারেন।

Big News for Content Creators: দেশে কয়েক লক্ষ কনটেন্ট ক্রিয়েটর রয়েছেন। বিভিন্ন প্ল্যাটফর্মের জন্য তারা কনটেন্ট বানান। এবারে দেশের সমস্ত কনটেন্ট ক্রিয়েটরদের জন্য কয়েকশো কোটি টাকার তহবিল গড়ে তুলতে চলেছে কেন্দ্র সরকার। মাত্র কয়েকদিন আগেই কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছিলেন যে সরকার কনটেন্ট ক্রিয়েটরদের অর্থনীতিতে (Content Creator Economy) ১ বিলিয়ন ডলারের তহবিল তৈরি করবে। মূলত এই ফান্ড পাবলিক প্রাইভেট পার্টনারশিপ বা পিপিপি মোডে কাজ করবে। কী কী সুবিধে পাবেন ক্রিয়েটররা ?
এইভাবে সহায়তা করা হবে কনটেন্ট ক্রিয়েটরদের
একটি অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, কনটেন্ট ক্রিয়েটরদের অর্থনীতির জন্য এই তহবিল তৈরি করা হচ্ছে। এর মাধ্যমে নির্মাতারা সরকারের কাছ থেকেও আর্থিক সাহায্য পেতে পারেন অনেক সহজে, এমনকী এই আর্থিক সহায়তায় তারা নিজেদের দক্ষতা বাড়াতে সমর্থ হবে।
এছাড়াও এই টাকা দিয়ে ক্রিয়েটররা নিজেদের প্রোডাকশন লেভেলও অনেক উন্নত করতে পারবে এবং নিজেদের আন্তর্জাতিক বাজারে পরিচিত করতে পারবে। কনটেন্ট ক্রিয়েটর্স এবং সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ভারতে একটা বড় অর্থনীতি, ইন্ডাস্ট্রি গড়ে তুলতে চলেছে ক্রমশ। এর মাধ্যমে বিপুল সংখ্যক কর্মসংস্থানেরও সম্ভাবনা রয়েছে।
গত বছর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছিলেন ভারতের ৫ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে এগোনোর চেষ্টায় নয়া শক্তি নিয়ে আসবে ক্রিয়েটর ইকোনমি। তার কথায় ক্রিয়েটর ইকোনমি ভারতের সংস্কৃতি এবং ঐতিহ্যগত জ্ঞানকে বিশ্বে ছড়িয়ে দিতে চলেছে। অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন যে কেন্দ্র সরকারের পক্ষ থেকে ৩৯১ কোটি টাকার তহবিল পাশ হয়ে গিয়েছে যা দিয়ে মুম্বইতে গড়ে তোলা হবে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ক্রিয়েটিভ টেকনোলজিস।
গত বৃহস্পতিবার এস জয়শঙ্কর, দেবেন্দ্র ফড়নবীশের সঙ্গে একটি অনুষ্ঠানে অশ্বিনী বৈষ্ণব জানান যে আগামী ১ থেকে ৪ মে পর্যন্ত ওয়ার্ল্ড অডিয়ো ভিজুয়াল অ্যান্ড এন্টারটেইনমেন্ট সামিট (WAVES) আয়োজিত হবে মুম্বইতে। এই সামিটে অংশ নেবে ১০০টি দেশ যা অনুষ্ঠিত হবে জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে।
বিগত ৪ মার্চ গুগলের ভিডিয়ো স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউব জানিয়েছে যে আগামী ১৯ মার্চ ২০২৫ থেকে এই প্ল্যাটফর্মের বর্তমান নিয়মবিধিগুলি এবার থেকে আরো কঠোর হতে চলেছে। বেশ কিছু নিয়ম বদলে যাবে, কিছু নতুন নিয়মবিধি মেনে চলতে হবে। ফলে এবার থেকে ক্রিয়েটরদের থাকতে হবে সতর্ক।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
