WhatsApp Threats: গোপন তথ্য হাতাতে পারে হ্যাকাররা, WhatsAap নিয়ে সতর্ক করল CERT
কদিন আগের কথা। হোয়াটসঅ্যাপের পলিসি আপডেট নিয়ে জটিলতা সৃষ্টি হয় নেট দুনিয়ায়। অনেকেই আশঙ্কা করেন, হোয়াটসঅ্যাপের মাধ্যমে তাদের ব্যক্তিগত তথ্য ফাঁস হতে পারে।
![WhatsApp Threats: গোপন তথ্য হাতাতে পারে হ্যাকাররা, WhatsAap নিয়ে সতর্ক করল CERT India's Cyber Agency Issues High Security Warning For WhatsApp Threats in India WhatsApp Threats: গোপন তথ্য হাতাতে পারে হ্যাকাররা, WhatsAap নিয়ে সতর্ক করল CERT](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/04/17/ecea336023486b6189760bc7a7410db9_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
হোয়াটসঅ্যাপ মেসেজিং অ্যাপে বড়সড় খামতি বের করল দেশের সাইবার সিকিউরিটি এজেন্সি। বড় ক্ষতির আশঙ্কায় হোয়াটসঅ্যাপ ইউজারদের সতর্কবার্তা পাঠিয়েছে টিম। যেখানে হ্যাকার হানা থেকে বাঁচতে উপায় বাতলেছে ইন্ডিয়ান্ কম্পিউটার এমারজেন্সি রেসপন্স টিম (CERT)। যা শুনে ঘুম ছুটেছে ইউজারদের।
কদিন আগের কথা। হোয়াটসঅ্যাপের পলিসি আপডেট নিয়ে জটিলতা সৃষ্টি হয় নেট দুনিয়ায়। অনেকেই আশঙ্কা করেন, হোয়াটসঅ্যাপের মাধ্যমে তাদের ব্যক্তিগত তথ্য ফাঁস হতে পারে। পরিস্থিতি এমন হয়, এ প্রসঙ্গে বিবৃতি দিতে বাধ্য হয় হোয়াটসঅ্যাপ। এবার নতুন করে জনপ্রিয় অ্যাপ নিয়ে শুরু তোলপাড়।
দেশের সাইবার নিরাপত্তার দায়িত্বে থাকা সংস্থা জানিয়েছে হোয়াটসঅ্যাপ ও হোয়াটসঅ্যাপ বিজনেসের মধ্যে কিছু ত্রুটি পাওয়া গেছে। যা মারাত্মক ক্ষতি করতে পারে উইজারদের। হ্যাকার হানার জেরে গোপন তথ্য হারাতে পারেন অ্যাপের ব্যবহারকারীরা। অ্যান্ড্র্য়েড ও আইওএস-এ হোয়াটসঅয়াপের পুরোনো ভার্সনের জেরেই হতে পারে এই ক্ষতি।
সব থেকে বড় বিষয় এই সতর্কবার্তা দিয়েছে খোদ CERT-এর মতো দল। দেশের সাইবার নিরাপত্তায় 'ন্যাশনাল টেকনোলজি আর্ম' হিসাবে তকমা দেওয়া এই টিমকে। সাইবার হানার বিষয়ে এরা বিশেষজ্ঞ বলেই চিহ্ণিত। CERT-এর তরফে বলা হয়েছে, হোয়াটসঅ্যাপের নিরাপত্তায় কিছু ফাঁকফোকর রয়েছে। যার জেরে বহু দূরের কোনও ব্যক্তি আপনার সিস্টেমে ঢুকে পড়তে পারে। হ্যাকার হানার জেরে সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ তথ্য হাতছাড়া হতে পারে ইউজারের।
এ বিষয়ে বিস্তারিত বিবরণ দিতে গিয়ে CERT জানিয়েছে , ক্যাসে কনফিগারেশন ইস্যুর জন্যই অ্যাপে এই ধরনের দুর্বলতা পাওয়া যায়। তাহলে সমস্যার সমাধান কী ? বিশেষজ্ঞরা বলছে, সাইবার ক্রিমিনালদের হাত থেকে বাঁচতে সব সময় লেটেস্ট হোয়াটসঅ্যাপ ভার্সন ব্যবহার করতে হবে। গুগল প্লে স্টোর বা আইওএস অ্যাপ স্টোরে গিয়ে নামাতে হবে আপডেটেড সফটওয়্যার।
বিশ্বব্যাপী ইনস্ট্যান্ট মেসেজিং-এর দুনিয়ায় অন্যতম বড় নাম হোয়াটসঅ্যাপ। সহজ ইন্টারফেস হওয়ার কারণে এই মেসেজিং অ্যাপটিকে পছন্দ করে নেটদুনিয়া। তাই সেখানে কোনও ধরনের ত্রুটি তৈরি হলে কপালে ভাঁজ পড়ে কোম্পানি থেকে ইউজার দুজনেরই।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)