Infinix Phone: ভারতে হাজির ইনফিনিক্সের নতুন ৫জি ফোন, দাম ২০ হাজারের কম, ফিচার রয়েছে নজরকাড়া
5G Phone: এই ফোনের ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৯,৪৯৯ টাকা। এছাড়াও এই ফোনের ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ মডেলের দাম ২০,৯৯৯ টাকা।

Infinix Phone: ইনফিনিক্স জিটি ৩০ ৫জি প্লাস ফোন ভারতে লঞ্চ হয়েছে সম্প্রতি। এই ফোনে মিডিয়াটেক ডিমেনসিটি ৭৪০০ চিপসেট রয়েছে। এছাড়াও রয়েছে ৫৫০০ এমএএইচ ব্যাটারি সাপোর্ট এবং বাইপাস চার্জিং ফিচার। এই ফোনে রয়েছে Cyber Mecha Design 2.0 এবং ফোনের পিছনের অংশে এলইডি লাইটিং ডিজাইন রয়েছে। GT Shoulder Triggers ডিজাইনও রয়েছে এই ফোনে। এই ফিচার লাগে গেমিংয়ের জন্য। এর পাশাপাশি রয়েছে আরও অনেক কাস্টোমাইজেবল ফাংশন। ৬৪ মেগাপিক্সেলের সোনি সংস্থার প্রাইমারি সেনসর রয়েছে এই ফোনে। আর ফোনের ডিসপ্লের উপর ১৩ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর রয়েছে।
ভারতে ইনফিনিক্স জিটি ৩০ ৫জি প্লাস ফোনের দাম কত, কোথা থেকে কেনা যাবে, কবে শুধু হচ্ছে বিক্রি, কী কী রঙে কেনা যাবে
এই ফোনের ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৯,৪৯৯ টাকা। এছাড়াও এই ফোনের ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ মডেলের দাম ২০,৯৯৯ টাকা। ১৪ অগস্ট থেকে বিক্রি শুরু হবে এই ফোনের। কেনা যাবে ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট থেকে। ব্লেড হোয়াইট, সাইবার গ্রিন, পালস ব্লু- এই তিন রঙে লঞ্চ হয়েছে ইনফিনিক্সের নতুন ৫জি প্লাস ফোন।
ইনফিনিক্সের এই ফোনে কী কী ফিচার রয়েছে একনজরে দেখে নিন
- এই ফোনে ৬.৭৮ ইঞ্চির ডিসপ্লে রয়েছে যার রিফ্রেশ রেট ১৪৪ হার্টজ। এর উপরে রয়েছে Corning Gorilla Glass 7i প্রোটেকশন লেয়ার।
- অ্যান্ড্রয়েড ১৫- র সাপোর্ট পাওয়া যাবে এই ফোনে। Infinix AI ফিচারগুলির সাপোর্ট রয়েছে এই ৫জি ফোনে। রয়েছে গুগলের সার্কেল টু সার্চ ফিচারের সাপোর্টও। Folax AI Voice Assistant, AI Note, AI Gallery, AI Writing Assistant- এই ফিচারগুলির সাপোর্টও রয়েছে ইনফিনিক্সের নতুন ফোনে।
- ডুয়াল রেয়ার ক্যামেরা রয়েছে এই ফোনে। সেখানে ৬৪ মেগাপিক্সেলের মেন সেনসরের সঙ্গে ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড শুটার রয়েছে। ফোনের স্ক্রিনের উপর ১৩ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর রয়েছে। Mecha Light LED ইউনিট রয়েছে এই ফোনের ব্যাক প্যানেলে। এটি কাস্টোমাইজেবল। এখানে ১০ ধরনেরও বেশি লাইটিং প্যাটার্ন পাওয়া যাবে।
- ইনফিনিক্স জিটি ৩০ ৫জি প্লাস ফোনে ৫৫০০ এমএএইচ ব্যাটারির সঙ্গে ৪৫ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। এর সঙ্গে রয়েছে বাইপাস চার্জিং এবং ১০ ওয়াটের রিভার্স ওয়্যারড চার্জিং সাপোর্ট। ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেনসর রয়েছে এই ফোনে। এটি একটি ডাস্ট অ্যান্ড স্প্ল্যাশ রেজিসট্যান্ট ডিভাইস। ইউএসবি টাইপ-সি পোর্টের সাহায্যে চার্জ দেওয়া যাবে।






















