(Source: ECI/ABP News/ABP Majha)
Infinix Note 12i (2022): এ মাসেই ভারতে আসছে ইনফিনিক্সের নতুন ফোন, কী কী ফিচার থাকতে পারে?
Infinix: ফ্লিপকার্ট থেকে কেনা যাবে ইনফিনিক্স নোট ১২আই (২০২২) ফোন। সাদা এবং নীল- এই দুই রঙে ইনফিনিক্স নোট ১২আই (২০২২) ফোন লঞ্চ হতে পারে।
Infinix Smartphone: ইনফিনিক্সের নতুন ফোন লঞ্চ হতে চলেছে ভারতে। জানা গিয়েছে, ইনফিনিক্স নোট ১২আই (২০২২) (Infinix Note 12i 2022) লঞ্চ হতে চলেছে আগামী ২৫ জানুয়ারি। ফ্লিপকার্টের (Flipkart) মাইক্রোসাইটের মাধ্যমে এই ফোন লঞ্চের কথা প্রকাশ করা হয়েছে। ইতিমধ্যেই ইনফিনিক্স নোট ১২আই (২০২২) ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে। শোনা গিয়েছে, এই ফোনে একটি ৬.৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস AMOLED ডিসপ্লে থাকতে পারে যার রিফ্রেশ রেট ৬০ হার্টজ। এই ফোনে ৪ জিবি র্যাম থাকতে পারে। এই র্যামের পরিমাণ আরও ৩ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব। সাদা এবং নীল- এই দুই রঙে ইনফিনিক্স নোট ১২আই (২০২২) ফোন লঞ্চ হতে পারে।
ইনফিনিক্স নোট ১২আর ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন
- এই ফোনে থাকতে পারে মিডিয়াটেক হেলিও জি৮৫ প্রসেসর। XOS 12- এর সাহায্যে পরিচালিত হতে পারে ফোন। এছাড়াও অ্যান্ড্রয়েড ১২- র সাপোর্ট থাকতে পারে এই ফোনে।
- ইনফিনিক্সের আসন্ন ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। সেখানে একটি ৫০ মেগাপিক্সেলসের প্রাইমারি সেনসর থাকতে পারে। তার সঙ্গে একটি ২ মেগাপিক্সেলের ডেপথ সেনসর থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়াও রয়েছে একটি QVGA AI লেন্স এবং LED ফ্ল্যাশ। ফোনের ডিসপ্লের উপর রয়েছে ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর।
- এই ফোনে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৩৩ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। ইউএসবি টাইপ- সি পোর্টের সাহায্যে এই ফোনে চার্জ দেওয়া সম্ভব।
OnePlus Phone: ওয়ানপ্লাস সংস্থা নতুন বছরে ভারতে নতুন একটি ফোন লঞ্চ করতে চলেছে। আগামী ৭ ফেব্রুয়ারি ভারতে লঞ্চ হতে চলেছে ওয়ানপ্লাস ১১ (OnePlus 11)। এই ফোন চিনে আগেই লঞ্চ হয়েছে। প্রায় একই মডেল এবার ভারতেও আসতে চলেছে। এছাড়াও ওয়ানপ্লাস ১১আর (OnePlus 11R) ফোন নিয়ে কাজ শুরু করেছে কর্তৃপক্ষ। এই ফোনের সম্ভাব্য দাম ফাঁসও হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ওয়ানপ্লাস ১১আর হল ওয়ানপ্লাস ১০আর ফোনের সাকসেসর মডেল। এখনও ভারতে ওয়ানপ্লাস ১১আর ফোন লঞ্চের দিনক্ষণ নির্দিষ্ট ভাবে জানা যায়নি। তবে অনুমান করা হচ্ছে, যা ভাবা হয়েছে তার থেকে আগেই এই ফোন আসবে ভারতের বাজারে।
আরও পড়ুন- ভারতে লঞ্চের আগেই ফাঁস ওয়ানপ্লাস আর১১ ফোনের দাম, জেনে নিন এই ফোনের সম্ভাব্য দাম কত?