Infinix Smartphone: ইনফিনিক্স স্মার্ট ৭ এইচডি ফোন কবে লঞ্চ হতে চলেছে ভারতে? কী কী ফিচার থাকবে?
Infinix Smart 7 HD: বাজেট সেগমেন্টের এই ফোন ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ নিয়ে লঞ্চ হতে পারে ভারতে।
Infinix Smartphone: ভারতে আসছে ইনফিনিক্স সংস্থার নতুন স্মার্টফোন (Infinix New Smartphone)। চলতি মাসের শেষের দিকে এই ফোন লঞ্চ হবে দেশে। জানা গিয়েছে, আগামী ২৮ এপ্রিল ভারতে লঞ্চ হতে চলেছে ইনফিনিক্স স্মার্ট ৭ এইচডি (InfinixSmart 7 HD) ফোন। ফেব্রুয়ারি মাসে লঞ্চ হয়েছিল ইনফিনিক্স স্মার্ট ৭। সেই ফোনের লাইট ভার্সান আসতে চলেছে এবার। এই ফোনের দাম কমই হবে বলে অনুমান করা হচ্ছে। ইনফিনিক্স স্মার্ট ৭ এইচডি ফোনে থাকতে পারে ৬.৬ ইঞ্চির একটি IPS LCD এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত ডিসপ্লে। এই ফোনে একটি ৬০০০ এমএএইচ ব্যাটারি থাকতে পারে। বাজেট সেগমেন্টের এই ফোন ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ নিয়ে লঞ্চ হতে পারে ভারতে।
Vivo X90 Series: ভারতে লঞ্চ হতে চলেছে ভিভো এক্স৯০ সিরিজ। এই স্মার্টফোন সিরিজে ভিভো এক্স৯০ (Vivo X90) এবং ভিভো এক্স৯০ প্রো (Vivo X90 Pro)- এই দুই ফোন লঞ্চ হতে চলেছে। আগামী ২৬ এপ্রিল এই দুই ফ্ল্যাগশিপ প্রিমিয়াম ফোন আসতে চলেছে ভারতে। শোনা গিয়েছে, ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট থেকে ভিভো এক্স৯০ সিরিজের এই দুই ফোন কেনা যাবে। গতবছর অর্থাৎ ২০২২ সালে চিনে এই দুই ফোন লঞ্চ হয়েছে। ভিভো এক্স৯০ সিরিজের আরও একটি মডেল রয়েছে, ভিভো এক্স৯০ প্লাস (Vivo X90 Plus)। চিনে এবং গ্লোবাল মার্কেটে এই ফোন খুব তাড়াতাড়ি লঞ্চের সম্ভাবনা রয়েছে।
Realme 11 Series: রিয়েলমি ১১ সিরিজের (Realme 11 Series) স্মার্টফোন খুব তাড়াতাড়ি ভারতে লঞ্চ হতে চলেছে। তবে এই সিরিজের স্মার্টফোন কবে ভারতে লঞ্চ হবে তা স্পষ্ট নয়। সম্প্রতি ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (বিআইএস)- এর ওয়েবসাইটে দুটো রিয়েলমি ফোনের নাম দেখা গিয়েছে। একটি হল রিয়েলমি ১১ প্রো (Realme 11 Pro)। অন্যটি বেস মডেল রিয়েলমি ১১ (Realme 11) স্মার্টফোন। এর থেকেই অনুমান করা হচ্ছে রিয়েলমি ১১ সিরিজ ভারতে লঞ্চ হতে আর বেশি দেরি নেই। রিয়েলমি ১০ সিরিজ গতবছর ডিসেম্বরে লঞ্চ হয়েছিল। তার সাকসেসর হিসেবে রিয়েলমি ১১ সিরিজ লঞ্চ হতে চলেছে।
Samsung Galaxy M14 5G: ভারতে লঞ্চ হয়েছে স্যামসাং গ্যালাক্সি এম১৪ ৫জি ফোন। এই ফোনের ৪ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৩,৪৯০ টাকা। অন্যদিকে ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৪,৯৯০ টাকা। নীল, গাঢ় নীল এবং রুপোলি রঙে লঞ্চ হয়েছে স্যামসাংয়ের এই ফোন। ২১ এপ্রিল থেকে স্যামসাং গ্যালাক্সি এম১৪ ৫জি ফোনের বিক্রি শুরু হবে। স্যামসাংয়ের অফিশিয়াল ওয়েবসাইট ছাড়াও অ্যামাজন থেকে এই ফোন কেনা যাবে।
আরও পড়ুন- ভিতরেই গাছ, কর্মীরা জানেন ২০টিরও বেশি ভাষা, কী এমন আছে মুম্বই অ্যাপল স্টোরে ?