Infinix Smart 9 HD Phone: ভারতে কবে লঞ্চ হতে চলেছে ইনফিনিক্স স্মার্ট ৯ এইচডি ফোন, কেমন হবে ডিজাইন? কী কী ফিচার থাকতে পারে?
Infinix Smartphone: ভারতে ইনফিনিক্স স্মার্ট ৯ এইচডি ফোন লঞ্চ হবে জানুয়ারি মাসের শেষদিকে। এই ফোনে থাকতে পারে ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট।

Infinix Smart 9 HD Phone: ভারতে খুব তাড়াতাড়ি লঞ্চ হতে চলেছে ইনফিনিক্স স্মার্ট ৯ এইচডি ফোন। অবশেষে প্রকাশ্যে এসেছে দিনক্ষণ। ইনফিনিক্স স্মার্ট ৮ এইচডি ফোনের সাকসেসর হিসেবে ভারতে লঞ্চ হতে চলেছে ইনফিনিক্স স্মার্ট ৯ এইচডি ফোন। আনুষ্ঠানিক লঞ্চের আগে ইনফিনিক্সের আগামী ফোনের ডিজাইন, রং এবং বেশ কিছু ফিচার সম্পর্কে আভাস পাওয়া গিয়েছে। লঞ্চের পর এই ফোন অনলাইনে কেনা যাবে ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট থেকে।
কবে লঞ্চ হতে চলেছে ইনফিনিস স্মার্ট ৯ এইচডি ফোন
জানা গিয়েছে, আগামী ২৮ জানুয়ারি দুপুর ১২টায় এই ফোন ভারতে লঞ্চ হবে। এটি একটি ডাস্ট অ্যান্ড স্প্ল্যাশ রেজিসট্যান্ট ডিভাইস হতে চলেছে। ইনফিনিক্স স্মার্ট ৮ এইচডি ফোনকে 'মোস্ট ডিউরেবল ফোন ইন দ্য সেগমেন্ট' বলা হচ্ছে। ২ লক্ষ ৫০ হাজার বার ড্রপ-টেস্ট করা হয়েছে এই ফোনের।
ইনফিনিক্স স্মার্ট ৯ এইচডি ফোনের ডিজাইন সম্পর্কে আগেই ধারণা পাওয়া গিয়েছে। এই ফোনের ব্যাক প্যানেলে থাকতে চলেছে চৌকো আকৃতির রেয়ার ক্যামেরা মডিউল। এই ক্যামেরা মডিউলের চার কোণের অংশ সামান্য গোলাকার। দুটো ক্যামেরা সেনসর থাকবে এই ক্যামেরা মডিউলে। অর্থাৎ ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট থাকতে চলেছে ইনফিনিক্স স্মার্ট ৯ এইচডি ফোন। এছাড়াও থাকবে পিল শেপের এলইডি ফ্ল্যাশ ইউনিট। কোরাল গোল্ড, মেটালিক ব্ল্যাক এবং মিনিট গ্রিন- অন্তত এই তিনটি রঙে ভারতে লঞ্চ হতে চলেছে ইনফিনিক্স স্মার্ট ৯ এইচডি ফোন।
ইনফিনিক্স স্মার্ট ৯ এইচডি ফোনে কী কী ফিচার থাকতে চলেছে দেখে নিন একনজরে
- ৬.৭ ইঞ্চির এইচডি প্লাস স্ক্রিন থাকতে পারে এই ফোনে যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ হতে পারে।
- ডুয়াল স্পিকার থাকতে পারে এই ফোনে, যেখানে DTS Audio সাপোর্ট থাকবে।
- এই ফোনের ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিটে ১৩ মেগাপিক্সেলের মেন সেনসর থাকতে চলেছে।
- এছাড়াও ফোনের ডিসপ্লের উপর থাকতে পারে ৮ মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা সেনসর।
- ইনফিনিক্স স্মার্ট ৯ এইচডি ফোনে ডুয়াল এলইডি ফ্ল্যাশ থাকতে চলেছে বলে জানা গিয়েছে।
- এই ফোনে একটি অক্টা-কোর মিডিয়াটেক হেলিও জি৫০ চিপসেট থাকবে বলে শোনা গিয়েছে।
- ৩ জিবি ফিজিক্যাল র্যামের পাশাপাশি ৩ জিবি ভার্চুয়াল র্যাম এক্সটেনশন ফিচারও থাকতে পারে।
- ৫০০০ এমএএইচ ব্যাটারি থাকতে পারে ইনফিনিক্স স্মার্ট ৯ এইচডি ফোনে। ইউএসবি টাইপ-সি চার্জিং ফিচারের সাপোর্টও থাকবে বলে শোনা গিয়েছে।
- ইনফিনিক্সের আসন্ন ফোনে ১৪.৫ ঘন্টা পর্যন্ত ভিডিও প্লেব্যাক এবং ৮.৬ ঘণ্টা পর্যং গেমিং সাপোর্ট পাওয়া যাবে বলে জানা গিয়েছে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
