Yellow iPhone: উজ্জ্বল হলুদ রঙে লঞ্চ হল আইফোন, কোন কোন মডেলে হাজির নতুন রঙের ভ্যারিয়েন্ট?
iPhone: লঞ্চের পর আইফোন ১৪ এবং আইফোন ১৪ প্লাস পাওয়া যাচ্ছিল ব্লু, মিডনাইট, পার্পল, স্টারলাইট এবং প্রোডাক্ট রেড- এই সমস্ত রঙের শেডে। এবার সেই তালিকায় যুক্ত হয়েছে হলুদ রঙের ভ্যারিয়েন্ট।
iPhone 14 Series: নতুন রঙে আইফোন ১৪ (iPhone 14) এবং আইফোন ১৪ প্লাস (iPhone 14 Plus) লঞ্চ হতে চলেছে একথা আগেই শোনা গিয়েছিল। অবশেষে নতুন রঙের ভ্যারিয়েন্টে আইফোন ১৪ এবং আইফোন ১৪ প্লাস লঞ্চ হয়েছে। হলুদ রঙে এখন পাওয়া যাচ্ছে এই দুই আইফোন মডেল। এছাড়াও থাকছে আগের পাঁচটি রঙের ভ্যারীয়েন্ট। আইফোন ১৪ সিরিজের অন্য দুই মডেল আইফোন ১৪ প্রো এবং আইফোন ১৪ প্রো ম্যাক্স- নতুন রঙের ভ্যারিয়েন্টে লঞ্চ হয়নি। গতবছর সেপ্টেম্বর মাসে লঞ্চ হয়েছিল আইফোন ১৪ সিরিজ।
আইফোন ১৪ ও আইফোন ১৪ প্লাস ফোনের হলুদ রঙের ভ্যারিয়েন্টের দাম
লঞ্চের পর আইফোন ১৪ এবং আইফোন ১৪ প্লাস পাওয়া যাচ্ছিল ব্লু, মিডনাইট, পার্পল, স্টারলাইট এবং প্রোডাক্ট রেড- এই সমস্ত রঙের শেডে। এবার সেই তালিকায় যুক্ত হয়েছে হলুদ রঙের ভ্যারিয়েন্ট। ১২৮ জিবি, ২৫৬ জিবি এবং ৫১২ জিবি স্টোরেজ নিয়েই লঞ্চ হয়েছে এই দুই আইফোন মডেল। ভারতে আইফোন ১৪- র বেস মডেলের দাম শুরু হচ্ছে ৭৯,৯০০ টাকা থেকে। অন্যদিকে আইফোন ১৪ প্লাস ফোনের বেস মডেলের দাম শুরু হচ্ছে ৮৯,৯০০ টাকা থেকে।
আইফোন ১৪ ও আইফোন ১৪ প্লাসের গুরুত্বপূর্ণ কিছু ফিচার
আইফোন ১৪ ফোনে রয়েছে ৬.১ ইঞ্চির সুপার রেটিনা XDR OLED ডিসপ্লে। আইফোন ১৪ প্লাস মডেলে রয়েছে ৬.৭ ইঞ্চির সুপার রেটিনা XDR OLED ডিসপ্লে। এছাড়া এই দুই আইফোনেই রয়েছে অ্যাপেলের এ১৫ বায়োনিক চিপসেট। ১২৮ জিবি, ২৫৬ জিবি এবং ৫১২ জিবি- এই তিনটি স্টোরেজ ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে আইফোন ১৪। ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে এই ফোনে। সেখানে রয়েছে ১২ মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স সহ ক্যামেরা সেনসর। এছাড়াও রয়েছে ১২ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেনসর (১২০ ডিগ্রি ফিল্ড ভিউ)। ফোনের ডিসপ্লের উপর রয়েছে ১২ মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা সেনসর। এই দুই আইফোন ডাস্ট এবং ওয়াটার রেজিসট্যাট ডিভাইস।
ওপ্পো ফোল্ডেবল ফোন
ওপ্পো সংস্থা তার ফোল্ডেবল স্মার্টফোন ইতিমধ্যেই গ্লোবাল মার্কেটে লঞ্চ করেছে। জানা গিয়েছে, এবার ভারতে লঞ্চ হতে চলেছে ওপ্পো ফাইন্ড এন২ ফ্লিপ (Oppo Find N2 Flip) ফোন। গত মাসেই গ্লোবাল মার্কেটে এই ফোন লঞ্চ হয়েছে। এবার মার্চ মাস অর্থাৎ চলতি মাসেই ভারতে লঞ্চ হতে চলেছে ওপ্পো ফাইন্ড এন২ ফ্লিপ। তবে এখনও ওপ্পো সংস্থা নির্দিষ্ট কোনও দিনক্ষণ ঘোষণা করেনি। এর পাশাপাশি জানানো হয়েছে আগামী ১৩ মার্চ ভারতে ওপ্পো ফাইন্ড এন২ ফ্লিপ ফোনের দাম প্রকাশ্যে আনবে সংস্থা।
আরও পড়ুন- ভাল লাগছে না পুরনো ছবি, অনলাইনে ভোটার আইডিতে আপডেট করবেন এইভাবে