![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
iPhone Price Cut: আইফোন ১৫ লঞ্চের পরেই ভারতে দাম কমল আইফোন ১৩ এবং ১৪- র, এখন কত কমে কিনতে পারবেন?
Apple iPhone: আইফোন ১৫ সিরিজের চারটি ফোন আইফোন ১৫, আইফোন ১৫ প্লাস, আইফোন ১৫ প্রো এবং আইফোন ১৫ প্রো ম্যাক্স। এই চারটি নতুন আইফোন লঞ্চের পর দাম কমেছে আইফোন ১৩, আইফোন ১৪ এবং আইফোন ১৪ প্লাস- এই ফোনগুলির।
![iPhone Price Cut: আইফোন ১৫ লঞ্চের পরেই ভারতে দাম কমল আইফোন ১৩ এবং ১৪- র, এখন কত কমে কিনতে পারবেন? iPhone 14, iPhone 14 Plus, and iPhone 13 Price in India Dropped After iPhone 15 Series Launch Here is the New Price Know in Details iPhone Price Cut: আইফোন ১৫ লঞ্চের পরেই ভারতে দাম কমল আইফোন ১৩ এবং ১৪- র, এখন কত কমে কিনতে পারবেন?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/13/8978e9b061cfbb4c80bb384851eb39fe1694601122851485_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
iPhone Price Cut: সবে ভারতে লঞ্চ হয়েছে আইফোন ১৫ সিরিজ (iPhone 15 Series)। তার পরেই দাম কমেছে আগের আইফোন সিরিজের কয়েকটি ফোনের। অ্যাপেলের ওয়ান্ডারলাস্ট (Apple Wonderlust) ইভেন্টে লঞ্চ হয়েছে আইফোন ১৫ সিরিজের চারটি ফোন আইফোন ১৫, আইফোন ১৫ প্লাস, আইফোন ১৫ প্রো এবং আইফোন ১৫ প্রো ম্যাক্স। এই চারটি নতুন আইফোন লঞ্চের পর দাম কমেছে আইফোন ১৩, আইফোন ১৪ এবং আইফোন ১৪ প্লাস- এই তিনটি মডেলের।
আইফোন ১৫ সিরিজ লঞ্চের পর ভারতে আইফোন ১৩, আইফোন ১৪ এবং আইফোন ১৪ প্লাস ফোনের দাম
লঞ্চের সময় আইফোন ১৪ ফোনের ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ছিল ৭৯,৯০০ টাকা। সেখান থেকে কমে এখন দাম হয়েছে ৬৯,৯০০ টাকা। আইফোন ১৪ প্লাস ভারতে লঞ্চ হয়েছিল ৮৯,৯০০ টাকায়। তবে এখন অ্যাপেলের ওয়েবসাইট এই মোডেলের দাম ৭৯,৯০০ টাকা। এই দুই ফোন কেনা যাবে নীল, মিডনাইট পার্পল, স্টারলাইট এবং রেড (প্রোডাক্ট)- এই চারটি রঙে। আইফোন ১৪ সিরিজের ফোন কেনার জন্য পুরনো ফোন এক্সচেঞ্জ করলে ৬৭,৮০০ টাকা পর্যন্ত ছাড় পাওয়ার সম্ভাবনা রয়েছে।
আইফোন ১৩ লঞ্চের সময় দাম ৭৯,৯০০ টাকা। এখন তা কমে হয়েছে ৫৯,৯০০ টাকা। গত বছর এই ফোনের দাম কমিয়ে ৬৯,৯০০ টাকা করেছিল অ্যাপেল কর্তৃপক্ষ। নীল, মিডনাইট, স্টারলাইট এবং (প্রোডাক্ট) রেড- এই চারটি রঙে কেনা যাবে আইফোন ১৩।
আইফোন ১৫ সিরিজ
আইফোন ১৫ প্রো এবং আইফোন ১৫ প্রো ম্যাক্স- এই দুই ফোনে রয়েছে অ্যাপেলের এ১৭ বায়োনিক চিপসেট। অন্যদিকে, অ্যাপেলের এ১৬ বায়োনিক চিপসেট রয়েছে আইফোন ১৫ এবং আইফোন ১৫ প্লাস ফোনে। এছাড়াও রয়েছে ডায়নামিক আইল্যান্ড ফিচার এবং ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেনসর। আর রয়েছে টাইপ-সি ইউএসবি পোর্ট। আইফোন ১৫ প্রো এবং আইফোন ১৫ প্রো ম্যাক্স- এই দুই ফোনে রয়েছে অ্যাপেলের এ১৭ বায়োনিক চিপসেট। এছাড়াও এই দুই ফোনে রয়েছে প্রোগ্রামেবল অ্যাকশন বাটন। এই ফিচার অ্যাপেল ওয়াচ আলট্রার মধ্যেও রয়েছে। আইফোন ১৫ প্রো এবং আইফোন ১৫ প্রো ম্যাক্স- এই দুই ফোনে রয়েছে ইউএসবি টাইপ-সি চার্জিং পোর্ট। 'প্রো ম্যাক্স' মডেলে রয়েছে একটি পেরিস্কোপ ক্যামেরা যার সাহায্যে জুম ফিচার আরও ভালভাবে পাওয়া যাবে।
নতুন অ্যাপেল ওয়াচ
অ্যাপেলের ওয়ান্ডারলাস্ট ইভেন্টে লঞ্চ হয়েছে অ্যাপেল ওয়াচ সিরিজ ৯ এবং অ্যাপেল ওয়াচ আলট্রা ২। WatchOS 10 সাপোর্ট রয়েছে অ্যাপেলের নতুন দুই স্মার্টওয়াচে।
আরও পড়ুন- ভারতেই সর্বাধিক মূল্য iPhone 15-র, দুবাই গিয়ে কিনে আনলেও কম পড়বে দাম
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)