iPhone 15 Offers: আইফোন ১৫ কিনলে ৬৯০০ টাকার ইয়ারবাডস পাবেন বিনামূল্যে ! কোথায় রয়েছে এমন অফার ?
iPhone 15: আইফোন ১৬ সিরিজ ভারতে এবছর লঞ্চ হয়েছে। সেই সময়েই দাম কমেছে আইফোন ১৫ সিরিজের। এবার আইফোন ১৫- র সঙ্গে জুড়ল নতুন অফার।
iPhone 15 Offers: ভারতে অ্যাপেল সংস্থার দিওয়ালি সেল (Apple Diwali Sale) ইতিমধ্যেই শুরু হয়েছে। অ্যাপেল স্টোরে (Apple Store) পাওয়া যাবে অফার। আইফোন ১৫ (iPhone 15) এবং আইফোন ১৫ প্লাস ফোন (iPhone 15 Plus) কিনলে এই ফেস্টিভ অফার উপলক্ষ্যে একটি ৬৯০০ টাকা দামের ইয়ারবাডস একদম বিনামূল্যে পাবেন ইউজাররা। Beats Solo Buds- এই ইয়ারবাডসটি বিনামূল্যে পাওয়া যাবে। ৩ অক্টোবর, অর্থাৎ আজ বৃহস্পতিবার এই সেল শুরু হয়েছে। আগামীকাল অর্থাৎ ৪ অক্টোবর এই সেল শুরু হয়ে যাবে। অ্যাপেলের অফিশিয়াল স্টোর এবং ওয়েবসাইটে এই অফার পাওয়া যাবে। তবে এই ছাড়ের ক্ষেত্রে ব্যাঙ্ক ডিসকাউন্ট নেই। তবে অন্যান্য সুযোগ সুবিধা যেমন ১২ মাস পর্যন্ত নো-কস্ট ইএমআই এবং এক্সচেঞ্জ অফারের পরিষেবা দাবি করতে পারবেন ক্রেতারা। যে ইয়ারবাডসটি ফ্রি-তে পাওয়া যাবে সেটি বিশেষ ভাবে ডিজাইন করেছেন শিল্পী Aaquib Wani।
আইফোন ১৫- র ভারতে দাম শুরু হচ্ছে ৬৯,৯০০ টাকা থেকে। কোনও ব্যাঙ্কের কার্ডে ছাড় নেই এই আইফোনের দামে। কেন নেই তাও স্পষ্ট ভাবে জানা যায়নি। অনুমান, আইফোন ১৬ সিরিজ সম্প্রতি লঞ্চের পর যেহেতু আইফোন ১৫ সিরিজের দাম প্রায় ১০ হাজার টাকা কমেছে তাই হয়তো আর আলাদা করে ব্যাঙ্ক ডিসকাউন্ট দেওয়া হয়নি। অন্যদিকে দিওয়ালি সেলেও যে আইফোন ১৫ কম দামে কেনা যাবে বা অতিরিক্ত কিছু অফার পাওয়া যাবে তা কিন্তু নয়। শুধু ক্রেতারা ফ্রি-তে ৬৯০০ টাকার একটি ইয়ারবাডস পেয়ে যাবেন।
ক্রেতারা ভাবতে পারেন ফ্রি-তে পাওয়া ইয়ারবাডস আদৌ গুণমানে কেমন হবে। এক্ষেত্রে চিন্তার কিছু নেই। কারণ Beats সংস্থা সম্প্রতিই ভারতে প্রত্যাবর্তন করেছে। এই সংস্থাও অ্যাপেল কর্তৃপক্ষের দ্বারাই অধিকৃত। অ্যাপেল সংস্থা Beats ব্র্যান্ডের আওতায় সম্প্রতি তিনটি প্রোডাক্ট লঞ্চ করেছে। এর মধ্যে রয়েছে Beats Solo 4 অন-ইয়ার হেডফোন, Beats Pill ব্লুটুথ স্পিকার। আইফোন ১৫- র সঙ্গে দিওয়ালি ফেস্টিভ সেল উপলক্ষ্যে অ্যাপেল স্টোর এবং অ্যাপেলের ওয়েবসাইটে বিনামূল্যে পাওয়া যাবে এই Beats Solo 4 অন-ইয়ার হেডফোন যার দাম ৬৯০০ টাকা। অনুমান, ৪ অক্টোবর অ্যাপেলের এই স্পেশ্যাল সেল শেষ হলে ভারতে বাজারে হয়তো বিক্রি শুরু হবে Beats Solo 4 অন-ইয়ার হেডফোনের।
আরও পড়ুন- আসছে একই ফোনের ৪জি ও ৫জি মডেল, কেমন ফিচার থাকতে চলেছে স্যামসাং গ্যালাক্সির নতুন ফোনে
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।