iPhone 16 Series: আগামী মাসে শুরু হতে পারে আইফোন ১৬ সিরিজের উৎপাদন, কেমন ব্যাটারি থাকতে পারে 'প্রো ম্যাক্স' মডেলে?
Apple iPhone: এর আগে আইফোন ১২, আইফোন ১৩, আইফোন ১৪ এবং আইফোন ১৫ সিরিজের নির্মাণ ভারতে শুরু হয়েছে। তবে আইফোন ১৬ সিরিজ প্রসঙ্গে এ জাতীয় কোনও তথ্য জানা যায়নি।
iPhone 16 Series: আইফোন ১৬ সিরিজ (iPhone 16 Series) নিয়ে অনেকদিন ধরেই চলছে আলোচনা। অনুমান, এবছর অর্থাৎ ২০২৪ সালেও অন্যান্য বছরের মতোই সেপ্টেম্বর মাসে অ্যাপেল কর্তৃপক্ষ তাদের নতুন আইফোন সিরিজ অর্থাৎ আইফোন ১৬ সিরিজ (Apple iPhones) লঞ্চ করবে। ইতিমধ্যেই আইফোন ১৬ সিরিজ সম্পর্কে একাধিক সম্ভাব্য তথ্য প্রকাশ্যে এসেছে। তার মধ্যে রয়েছে একটি নতুন তথ্য। শোনা গিয়েছে, আগামী মাস অর্থাৎ জুন মাস থেকে আইফোন ১৬ সিরিজের উৎপাদন শুর হবে। এক্স মাধ্যমে এই আভাস দিয়েছেন প্রযুক্তি অ্যানালিস্ট Ross Young। এক্স মাধ্যমের ওই পোস্টে এই আভাসও দেওয়া হয়েছে যে আইফোন ১৬ সিরিজের হাই-এন্ড মডেলগুলির তুলনায় সাধারণ মডেল বেশি পরিমাণে তৈরি করা হবে। গতবছর অগস্ট মাসে আইফোন ১৫ সিরিজের নির্মাণ শুরু হয়েছিল। সেই তুলনায় আইফোন ১৬ সিরিজের নির্মাণ জুন মাসে শুরু হলে অনেক আগেই হবে। তবে এই তথ্য কতটা বাস্তবসম্মত তা জানা যায়নি। কারণ অ্যাপেল কর্তৃপক্ষ আনুষ্ঠানিক ভাবে এই প্রসঙ্গে কিছুই ঘোষণা করেনি এখনও। কার্যত মুখে কুলুপ এঁটেছে তারা। প্রসঙ্গত উল্লেখ্য, এর আগে অ্যাপেলের রেকর্ড রয়েছে নতুন আইফোন সিরিজের নির্মাণ মূলত জুলাই মাস শুরু করে তারা। এবছর কী হতে চলেছে তা বলবে সময়।
ভারতে কি তৈরি হবে আইফোন ১৬ সিরিজের ফোন?
এর আগে আইফোন ১২, আইফোন ১৩, আইফোন ১৪ এবং আইফোন ১৫ সিরিজের নির্মাণ ভারতে শুরু হয়েছে। তবে আইফোন ১৬ সিরিজ প্রসঙ্গে এ জাতীয় কোনও তথ্য জানা যায়নি।
আইফোন ১৬ প্রো ম্যাক্স
আইফোন ১৬ সিরিজের এই মডেল নিয়েই আলোচনা হচ্ছে সবচেয়ে বেশি। সম্প্রতি শোনা গিয়েছে, এতদিন অ্যাপেলের সমস্ত আইফোনে যে ধরনের ব্যাটারি ফিচার দেখা গিয়েছে সেগুলিকে ছাপিয়ে যাবে আইফোন ১৬ প্রো ম্যাক্স মডেলের ব্যাটারি ফিচার। আধুনিক, উন্নত এবং শক্তিশালী ব্যাটারি থাকবে আইফোন ১৬ প্রো ম্যাক্স মডেলে। আন্তর্জাতিক মিং চি কুয়ো এই আভাস দিয়েছেন। এর থেকে বোঝা যাচ্ছে যে আইফোন ১৬ প্রো ম্যাক্স মডেলে আগের তুলনায় অনেক উন্নত ও বড় সাইজের ব্যাটারি থাকবে যা বেশি পরিমাণ চার্জ বেশিক্ষণ ধরে সঞ্চয় করে রাখতে পারবে। তার ফলে একবার পুরো চার্জ দিলে ফোন চালু থাকবে দীর্ঘক্ষণ।
আরও পড়ুন- নেকব্যান্ড স্টাইলের নতুন ব্লুটুথ ইয়ারফোন ভারতে লঞ্চ করতে চলেছে রিয়েলমি, কত দামে কেনা যাবে?
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।