Apple iPhone: আইফোন ১৭ সিরিজ লঞ্চ হতেই দাম কমল আইফোন ১৬ ও আইফোন ১৬ প্লাসের, কত টাকার কেনা যাবে?
iPhone 16 and iPhone 16 Plus: ৯ সেপ্টেম্বর মঙ্গলবার অ্যাপেলের 'Awe Dropping' ইভেন্টে লঞ্চ হয়েছে আইফোন ১৭ সিরিজ। আইফোন ১৭, আইফোন ১৭ প্রো, আইফোন ১৭ প্রো ম্যাক্স এবং ব্র্যান্ড-নিউ আইফোন এয়ার লঞ্চ হয়েছে।

Apple iPhone: আইফোন ১৭ সিরিজ লঞ্চ হয়েছে ভারতে। আর তার পরেই দাম কমেছে আইফোন ১৬ সিরিজের দু'টি মডেলের। আইফোন ১৬ এবং আইফোন ১৬ প্লাস মডেলের দাম অনেকটাই কমেছে আইফোন ১৭ সিরিজ লঞ্চের পর। দেখে নেওয়া যাক আইফোন ১৬ সিরিজের এই দুই ফোনের দাম আইফোন ১৭ সিরিজ লঞ্চের পর কতটা কমেছে।
আইফোন ১৬- র দাম কতটা কমেছে
আইফোন ১৬ মডেলের ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম কমে হয়েছে ৬৯,৯০০ টাকা। অন্যদিকে, আইফোন ১৬ প্লাস মডেলের ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম কমেছে। আর এই দুই ফোনেরই ৫১২ জিবি স্টোরেজ মডেলের দাম কমেছে আইফোন ১৭ সিরিজ লঞ্চের পর।
আইফোন ১৬ প্লাসের দাম কতটা কমেছে
আইফোন ১৬ প্লাস মডেলের ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম এখন কমে হয়েছে ৭৯,৯০০ টাকা। এই ফোনের ২৫৬ জিবি স্টোরেজ মডেলের দাম ৮৯,৯০০ টাকা। এই দুই ফোন কালো, গোলাপি, টিল, আলট্রা মেরিন এবং সাদা রঙে কেনা যাবে। অ্যাপেল অনলাইন স্টোর থেকে এখন কেনা যাবে এই ফোনগুলি।
লঞ্চের সময় কত দাম ছিল আইফোন ১৬ এবং আইফোন ১৬ প্লাস - এই দুই ফোনের
২০২৪ সালে অর্থাৎ গত বছর সেপ্টেম্বর মাসে আইফোন ১৬ সিরিজ লঞ্চ হয়েছিল। সেই সময় আইফোন ১৬- র ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম ছিল ৭৯,৯০০ টাকা। ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ছিল ৮৯,৯০০ টাকা। আর ৫১২ জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম ছিল ১,০৯,৯০০ টাকা।
আইফোন ১৬ প্লাস ভারতে লঞ্চ হয়েছিল ৮৯,৯০০ টাকায়। ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ছিল এটি। এছাড়াও এই ফোন লঞ্চ হয়েছিল ২৫৬ জিবি এবং ৫১২ জিবি স্টোরেজ নিয়ে। এই দুই মডেলের দাম যথাক্রমে ৯৯,৯০০ টাকা এবং ১,১৯,৯০০ টাকা।
আইফোন ১৭ সিরিজ
৯ সেপ্টেম্বর মঙ্গলবার অ্যাপেলের 'Awe Dropping' ইভেন্টে লঞ্চ হয়েছে আইফোন ১৭ সিরিজ। আইফোন ১৭, আইফোন ১৭ প্রো, আইফোন ১৭ প্রো ম্যাক্স এবং ব্র্যান্ড-নিউ আইফোন এয়ার লঞ্চ হয়েছে ভারতে। প্রি-অর্ডার শুরু হতে চলেছে শুক্রবার ১২ সেপ্টেম্বর থেকে। আর স্টোরে এই ফোনগুলি উপলব্ধ হবে ১৯ সেপ্টেম্বর থেকে। প্রি-অর্ডার শুরু হলেই আগ্রহীরা অ্যাপেল স্টোর ইন্ডিয়ার অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রি-অর্ডার করতে পারবেন। ১২ সেপ্টেম্বর বিকেল ৫টা ৩০ মিনিট থেকে ভারতে আইফোন ১৭ সিরিজের ফোনগুলির প্রি-অর্ডার শুরু হতে চলেছে বলে জানা গিয়েছে।






















