iQoo 12 5G: আইকিউওও সংস্থার নতুন ফোন ভারতে আসছে ডিসেম্বরে, কী কী ফিচার-স্পেসিফিকেশন থাকার সম্ভাবনা রয়েছে?
iQoo Smartphones: শোনা যাচ্ছে, ভারতে লঞ্চ হতে চলা আইকিউওও ১২ ৫জি- এই ভ্যানিলা মডেলে কোয়ালকমের লেটেস্ট স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ চিপসেট থাকতে পারে।
iQoo 12 5G: আইকিউওও ১২ সিরিজ (iQoo 12 Series) গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়েছে গত ৭ নভেম্বর। এই স্মার্টফোন সিরিজে রয়েছে আইকিউওও ১২ (iQoo 12 5G) এবং আইকিউওও ১২ প্রো- দু'টি মডেল। এর মধ্যে বেস মডেল অর্থাৎ আইকিউওও ১২ ফোনটি ভারতে লঞ্চ হতে চলেছে আগামী ১২ ডিসেম্বর। প্রো মডেল দেশে লঞ্চ হবে কিনা সেই প্রসঙ্গে কিছু জানা যায়নি এখনও। ভারতে লঞ্চ হতে চলা আইকিউওও ১২ ফোনে কী কী ফিচার থাকতে পারে তার কিছু আভাস পাওয়া গিয়েছে। ই-কমার্স সংস্থা অ্যামাজন এবং আইকিউওও সংস্থার অফিশিয়াল স্টোর থেকে এই ফোন কেনা যাবে বলে শোনা গিয়েছে। আইকিউওও ১১ ৫জি মডেলের সাকসেসর হিসেবে ভারতে আসছে আইকিউওও ১২ ৫জি ফোন। অ্যান্ড্রয়েড ১৪ আউট অফ দ্য বক্সের সাপোর্ট থাকতে পারে এই ফোনে।
- শোনা যাচ্ছে, আইকিউওও ১২ এই ভ্যানিলা মডেলে কোয়ালকমের লেটেস্ট স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ চিপসেট থাকতে পারে।
- এই ফোনের ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিটে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসর থাকার সম্ভাবনা রয়েছে।
- আইকিউওও ১২ ৫জি ফোনে অ্যান্ড্রয়েড ১৪ বেসড Funtouch OS 14- র সাপোর্ট থাকতে পারে।
একনজরে দেখে নেওয়া যাক চিনে লঞ্চ হওয়া আইকিউওও ১২ ৫জি ফোনে কী কী ফিচার এবং স্পেসিফিকেশন রয়েছে
- এই ফোনে একটি ৬.৭৮ ইঞ্চির BOE OLED প্যানেল রয়েছে যেখানে ১.৫কে রেজোলিউশন পাওয়া যাবে এবং রিফ্রেশ রেট ১৪৪ হার্টজ।
- আইকিউওও ১২ ফোনে একটি ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি OmniVision OV50H সেনসর রয়েছে। এর সঙ্গে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন ফিচারের সাপোর্ট রয়েছে। এছাড়াও ৫০ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যুক্ত ক্যামেরা সেনসর, ৬৪ মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফটো শুটার (৩ এক্স অপটিকাল জুম এবং ১০০ এক্স ডিজিটাল জুম যুক্ত) রয়েছে। অন্যদিকে ফোনের ডিসপ্লের উপর ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর রয়েছে।
- এই ফোন একটি ডাস্ট অ্যান্ড স্প্ল্যাশ রেজিসট্যান্ট ডিভাইস। এছাড়াও ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ১২০ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে আইকিউওও ১২ ৫জি ফোনে। এর পাশাপাশি ওয়াই-ফাই ৭ এবং ব্লুটুথ ৫.৪ সাপোর্ট রয়েছে। ইউজারদের নিরাপত্তার জন্য রয়েছে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেনসর।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।