iQoo 12: ভারতে লঞ্চ হয়েছে আইকিউওও ১২, এই প্রথম দেশে লঞ্চ হওয়ার কোনও ফোনে রয়েছে সবচেয়ে শক্তিশালী প্রসেসর
iQoo Smartphone: আইকিউওও ১২ লঞ্চ হয়েছে ভারতে। এই ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ১২০ ওয়াটের ফ্ল্যাশ চার্জিং সাপোর্ট রয়েছে।
iQoo 12: ভারতে লঞ্চ হয়েছে ভিভো সংস্থার সাব-ব্র্যান্ড আইকিউওও (iQoo Smartphones) কোম্পানির নতুন ফোন আইকিউওও ১২ (iQoo 12)। ভারতে লঞ্চ হওয়া এটিই প্রথম ফোন যেখানে রয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসর। এছাড়াও আইকিউওও ১২ ফোনে রয়েছে ৬.৭৮ ইঞ্চির LTPO AMOLED স্ক্রিন যার রিফ্রেশ রেট ১৪৪ হার্টজ। এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। সেখাএ ৬৪ মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা সেনসর রয়েছে। আইকিউওও ১২ ফোনে রয়েছে একটি ৬০১০ বর্গ মিলিমিটারের ভেপাল কুলিং চেম্বার। আগের মডেলের তুলনায় এই কুলিং চেম্বার প্রায় ৪০ শতাংশ বড়। আইকিউওও ১২ ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ১২০ ওয়াটের ফ্ল্যাশ চার্জিং সাপোর্ট রয়েছে।
আইকিউওও ১২ ফোনের দাম
ভারতে এই ফোনের ১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৫২,৯৯৯ টাকা। এছাড়াও ১৬ জিবি র্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৫৭,৯৯৯ টাকা। এইচডিএফসি কিংবা আইসিআইসিআই ব্যাঙ্কের কার্ডে ফোন কিনলে ক্রেতারা আইকিউওও ১২ পাবে ৪৯,৯৯৯ টাকায়। অ্যামাজন থেকে এই ফোন কেনা যাবে। যেসব ক্রেতার প্রায়োরিটি পাস রয়েছে তাঁরা ১৩ ডিসেম্বর থেকে কিনতে পারবেন। বাকিদের জন্য ১৪ ডিসেম্বর থেকে আইকিউওও ১২ ফোনের বিক্রি শুরু হবে ই-কমার্স সংস্থা অ্যামাজনে। আইকিউওও ১২ ফোনের আলফা ভ্যারিয়েন্টে রয়েছে একটি রেয়ার প্যানেল যা তৈরি করা হয়েছে AG Glass দিয়ে। অন্যদিকে রয়েছে লেজেন্ড মডেল এবং যেখানে ফোনের ব্যাক প্যানেলে রয়েছে সাদা রঙের পোর্সেলিনের ইনামেল গ্লাস ম্যাটেরিয়াল।
আইকিউওও ১২ ফোনের বিভিন্ন ফিচার এবং স্পেসিফিকেশন
- এই ফোনের ডুয়াম সিমের (ন্যানো) সাপোর্ট রয়েছে। ফোন পরিচালিত হবে অ্যান্ড্রয়েড ১৪ বেসড Funtouch OS 14 out-of-the-box- এর সাহায্যে। এই ফোনে একটি quad-HD LTPO AMOLED ডিসপ্লে রয়েছে।
- এই ফোনের ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, ৫০ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা (১২০ ডিগ্রি ফিল্ড ভিউ), ৬৪ মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা (৩এক্স অপটিকাল জুম, ১০০এক্স হাইব্রিড জুম) রয়েছে। ফোএর ডিসপ্লের উপরে রয়েছে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর।
- এই ফোন একটি ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস। অর্থাৎ ধুলো এবং জলে ফোন নষ্ট হওয়ার সম্ভাবনা কম। ওয়াই-ফাই ৭, ব্লুটুথ ৫.৪- এর সাপোর্ট রয়েছে আইকিউওও ১২ ফোনে। ইউএসবি ২.০ টাইপ-সি পোর্টের সাহায্যে এই ফোনে চার্জ দেওয়া সম্ভব। ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে আইকিউওও ১২ ফোনে যার সাহয্যে ইউজারের বায়োমেট্রিক অথেনটিফিকেশন করা যাবে।
আরও পড়ুন- চিনের পর গ্লোবাল মার্কেটে আসছে ভিভো এক্স১০০ সিরিজ, ভারতে কবে লঞ্চ হতে পারে?