iQoo Earbuds: প্রথমবার ভারতে ইয়ারবাডস আনল আইকিউওও সংস্থা, মাত্র ১০ মিনিট চার্জ দিলে চলবে প্রায় ৩ ঘণ্টা
iQoo TWS 1e: ভারতে লঞ্চ হওয়া আইকিউওও সংস্থার প্রথম ইয়ারবাডসের দাম ১৮৯৯ টাকা। এই ইয়ারবাডস কেনা যাবে আইকিউওও ইন্ডিয়া ওয়েবসাইট থেকে এবং ই-কমার্স সংস্থা অ্যামাজন থেকে।
iQoo Earbuds: ভিভো (Vivo) সংস্থার সাব-ব্র্যান্ড আইকিউওও (iQoo) কোম্পানি। সম্প্রতি ভারতে আইকিউওও সংস্থা লঞ্চ করেছে জেড৯এস সিরিজ (iQoo Z9s Series)। এর সঙ্গেই দেশে লঞ্চ হয়েছে আইকিউওও ট্রু ওয়্যারলেস স্টিরিও ১ই ইয়ারবাডস (iQoo TWS 1e)। এই প্রথম ভারতে আইকিউওও সংস্থা অডিও ডিভাইস লঞ্চ করেছে। এখানে রয়েছে ইন-ইয়ার ডিজাইন। আইকিউওও ট্রু ওয়্যারলেস স্টিরিও ১ই ইয়ারবাডসে রয়েছে অ্যাক্টিভ নয়েজ ক্যানসেলেশন ফিচারের সাপোর্ট। একবার পুরো চার্জ দিলে চার্জিং কেস সমেত এই ইয়ারবাডসে চার্জ থাকবে প্রায় ৪২ ঘণ্টা। বলা হচ্ছে, ভিভো ট্রু ওয়্যারলেস স্টিরিও ৩ই ইয়ারবাডসের Rebadged ভার্সান হিসেবে আইকিউওও ট্রু ওয়্যারলেস স্টিরিও ১ই ইয়ারবাডস লঞ্চ হয়েছে।
ভারতে আইকিউওও ট্রু ওয়্যারলেস স্টিরিও ১ই ইয়ারবাডস ভারতে কত দামে কেনা যাবে
ভারতে লঞ্চ হওয়া আইকিউওও সংস্থার প্রথম ইয়ারবাডসের দাম ১৮৯৯ টাকা। এই ইয়ারবাডস কেনা যাবে আইকিউওও ইন্ডিয়া ওয়েবসাইট থেকে এবং ই-কমার্স সংস্থা অ্যামাজন থেকে। একটিই রঙে, হলুদ-কালো শেডে লঞ্চ হয়েছে এই ইয়ারবাডস। প্রসঙ্গত উল্লেখ্য, ভিভো ট্রু ওয়্যারলেস স্টিরিও ৩ই ইয়ারবাডসও ভারতে লঞ্চ হয়েছিল ১৮৯৯ টাকায়।
আইকিউওও ট্রু ওয়্যারলেস স্টিরিও ১ই ইয়ারবাডসে কী কী ফিচার রয়েছে দেখে নিন একনজরে
- এই ইয়ারবাডসে রয়েছে ইন-ইয়ার ডিজাইন। এখানে পাবেন ১১ মিলিমিটারের ড্রাইভার্স রয়েছে। ট্রান্সপারেন্সি মোড রয়েছে এই ইয়ারবাডসে।
- এআই যুক্ত অ্যাক্টিভ নয়েজ ক্যানসেলেশন ফিচারের সাপোর্ট রয়েছে এই ইয়ারবাডসে। ৩০ ডেসিবেল পর্যন্ত এই ফিচার কাজ করবে।
- গেম খেলার জন্য আইকিউওও সংস্থার এই ইয়ারবাডস ভাল কাজ করবে। এটি একটি ডাস্ট অ্যান্ড স্প্ল্যাশ রেজিসট্যান্ট ডিভাইস।
- ডুয়াল ডিভাইস কানেক্টিভিটি সাপোর্ট রয়েছে এই ইয়ারবাডসে। একসঙ্গে দুটো ডিভাইসে এই ইয়ারবাডস কানেক্ট করা যাবে।
- কান থেকে ইয়ারবাডস খোলা হলে গান বন্ধ হবে আপনাআপনিই। আবার কানে পরলে চালু হয়ে যাবে নিজে থেকে।
- যদি এই ইয়ারবাডসে নয়েজ ক্যানসেলেশন ফিচার বন্ধ থাকে তাহলে একবার পুরো চার্জ দিলে চার্জিং কেস সমেত এই ইয়ারবাডসে চার্জ বজায় থাকবে প্রায় ৪২ ঘণ্টা।
- মাত্র ১০ মিনিটের চার্জে প্রায় ৩ ঘণ্টা পর্যন্ত চালু থাকবে এই ইয়ারবাডস।
আরও পড়ুন- ৮০০০ টাকার কম দামে নতুন ভিভো ফোন হাজির ভারতে, কী কী ফিচার পাবেন এই মডেলে?
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।