iQoo Smartphones: কেমন দেখতে হবে ভারতে লঞ্চ হতে চলা আইকিউওও জেড৯ ৫জি ফোন, কী কী ফিচার থাকতে পারে?
iQoo Z9 5G: ম্যাট গ্রিন শেডে এই ফোন লঞ্চ হতে পারে। ব্যাক প্যানেলে থাকতে পারে একটি প্যাটার্নের ফিনিশ। এছাড়াও ফোনের রেয়ার প্যানেলে সামান্য উঁচু, আয়তাকার, কালো ক্যামেরা মডিউল থাকার সম্ভাবনা রয়েছে।
iQoo Smartphones: ভারতে খুব তাড়াতাড়ি লঞ্চ হতে চলেছে আইকিউওও জেড৯ ৫জি (iQoo Z9 5G) ফোন। এই ফোনের ডিজাইন কেমন হবে অর্থাৎ ফোনটি কেমন দেখতে হবে, অনলাইনে তা ফাঁস হয়েছে। এছাড়াও একাধিক সার্টিফিকেশন এবং বেঞ্চমার্কিং সাইটে আইকিউওও জেড৯ ৫জি ফোনের নাম দেখা গিয়েছে ইতিমধ্যেই। বলা হচ্ছে, আইকিউওও জেড৮ (iQoo Z8 5G) ফোনের সাকসেসর হিসেবে এই নতুন ফোন লঞ্চ হতে চলেছে। এই আইকিউওও জেড৮ ফোন চিনে লঞ্চ হয়েছিল ২০২৩ সালে অর্থাৎ গতবছর অগস্ট মাসে। আইকিউওও জেড৯ ৫জি ফোনের সম্ভাব্য কিছু স্পেসিফিকেশনও প্রকাশ্যে এসেছে। কী কী রঙে এই ফোন লঞ্চ হতে পারে তার আভাসও পাওয়া গিয়েছে। আইকিউওও জে৯ ৫জি ফোন যে ভারতে লঞ্চ হবে তা অফিশিয়াল মাইক্রোসাইটের মাধ্যমে ঘোষণা করা হয়েছে সংস্থার তরফে। ভারতে লঞ্চের পর এই ফোন ই-কমার্স সংস্থা অ্যামাজন থেকে কেনা যাবে, কারণ আইকিউওও জেড৯ ৫জি ফোনের জন্য অ্যামাজনে একটি মাইক্রোসাইট লাইভ হয়েছে।
আইকিউওও ইন্ডিয়া এবং অ্যামাজনের সাইট থেকে আইকিউওও জেড৯ ৫জি ফোন সম্পর্কে কী কী জানা গিয়েছে, একনজরে দেখে নেওয়া যাক
- ম্যাট গ্রিন শেডে এই ফোন লঞ্চ হতে পারে। ব্যাক প্যানেলে থাকতে পারে একটি প্যাটার্নের ফিনিশ। এছাড়াও ফোনের রেয়ার প্যানেলে সামান্য উঁচু, আয়তাকার, কালো ক্যামেরা মডিউল থাকার সম্ভাবনা রয়েছে।
- আইকিউওও জেড৯ ৫জি ফোনের রেয়ার ক্যামেরা মডিউলে দুটো সেনসর থাকতে পারে। লম্বালম্বি দুটো গোল কাট আউট থাকতে পারে। সেখানে সেট করা থাকতে পারে ক্যামেরা সেনসর। এর সঙ্গে একটি লম্বাটে গোলাকার ধরনের এলইডি ফ্ল্যাশ ইউনিট আড়াআড়ি ভাবে সাজানো থাকতে পারে।
- এই ফোনের রেয়ার ক্যামেরা মডিউলে ৫০ মেগাপিক্সেলের Sony IMX882 প্রাইমারি সেনসর থাকতে পারে। এর সঙ্গে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন ফিচারের সাপোর্ট থাকার কথা রয়েছে। এই ফোনের রেয়ার ক্যামেরা সেটআপে একটি aspherical প্রিমিয়াম লেন্স থাকতে পারে।
- আইকিউওও জেড৯ ৫জি ফোনে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৭২০০ প্রসেসর থাকতে পারে। এর সঙ্গে ৮ জিবি র্যাম যুক্ত থাকতে পারে। এছাড়াও থাকতে পারে অ্যান্ড্রয়েড ১৪ বেসড অপারেটিং সফটওয়্যারের সাপোর্ট।
- এই ফোনে একটি 1.5K OLED ডিসপ্লে, ৬০০০ এমএএইচ ব্যাটারি থাকতে পারে। এছাড়াও এই ফোনে ব্লুটুথ ৫.৩ কানেক্টিভিটি থাকার কথা শোনা গিয়েছে। আর ফোনের দাম হতে পারে ২৫ হাজার টাকার কম। অর্থাৎ বেস মডেলের দাম ২৫ হাজার টাকার কম হওয়ার সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন- আপনার ফোনে নজর রয়েছে প্রতারকদের? কোন কোন লক্ষণ দেখে বুঝবেন?