Itel Smartphones: ১৫ হাজার টাকার কমে ভারতে নতুন স্মার্টফোন আনছে আইটেল সংস্থা, দুর্দান্ত ডিসপ্লের সঙ্গে আর কী কী ফিচার থাকতে চলেছে?
Itel Smartphones Launch: গ্লোবাল মার্কেটে কিছু দেশে এই ফোন ইতিমধ্যেই লঞ্চ হয়েছে। এবার আসছে ভারতে। গ্লোবাল ভ্যারিয়েন্টের সঙ্গে ভারতীয় ভ্যারিয়েন্টের মিল থাকবে বলেই অনুমান করা হচ্ছে।
Smartphones: আইটেল (Itel) সংস্থার নতুন ফোন আইটেল এস২৩ প্লাস (Itel S23 +) ভারতে লঞ্চ হতে চলেছে খুব তাড়াতাড়ি। যদিও এখনও নির্দিষ্ট দিনক্ষণ জানা যায়নি। শোনা যাচ্ছে, ভারতে আইটেল এস২৩ প্লাস ফোনের দাম ১৫ হাজার টাকার আশপাশে হতে পারে। এই ফোনে একটি AMOLED 3D কার্ভড ডিসপ্লে থাকার সম্ভাবনা রয়েছে। সম্প্রতি কয়েকটি দেশে (গ্লোবাল মার্কেট) লঞ্চ হয়েছে এই ফোন। জানা গিয়েছে, আইটেল এস২৩ প্লাস ফোন পরিচালিত হচ্ছে Unisoc T616 4G SoC - এই প্রসেসরের সাহায্যে। এর সঙ্গে যুক্ত রয়েছে ৮ জিবি র্যাম। ফোনের ব্যবহার না হওয়া স্টোরেজের সাহায্যে এই র্যামের পরিমাণ বাড়ানো সম্ভব। আইটেল এস২৩ প্লাস ফোনে রয়েছে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ১৮ ওয়াটের ওয়্যারড চার্জিং সাপোর্ট। এই ফোনে ৬.৭৮ ইঞ্চির একটি ফুল এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত ডিসপ্লে থাকতে পারে।
গ্লোবাল মার্কেটে কিছু দেশে এই ফোন ইতিমধ্যেই লঞ্চ হয়েছে। এবার আসছে ভারতে। গ্লোবাল ভ্যারিয়েন্টের সঙ্গে ভারতীয় ভ্যারিয়েন্টের মিল থাকবে বলেই অনুমান করা হচ্ছে। তাই আইটেল এস২৩ প্লাস ফোনের গ্লোবাল ভ্যারিয়েন্টের বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন একনজরে দেখে নেওয়া যাক।
- এই ফোনের গ্লোবাল ভ্যারিয়েন্টে অ্যান্ড্রয়েড ১৩ বেসড Itel OS 13- এর সাপোর্ট।
- সুরক্ষার জন্য ডিসপ্লের উপরে রয়েছে Corning Gorilla Glass 5 প্রোটেকশন।
- এই ফোনের অনবোর্ড স্টোরেজের পরিমাণ ২৫৬ জিবি। তবে বাড়ানো যাবে র্যামের পরিমাণ।
- ভার্চুয়াল র্যাম টেকনোলজির সাহায্যে ৮ জিবি পরিমাণ বাড়িয়ে দ্বিগুণ অর্থাৎ ১৬ জিবি পর্যন্ত করা যাবে।
- আইটেল এস২৩ প্লাস ফোনের গ্লোবাল ভ্যারিয়েন্টের মতো ভারতীয় মডেলেও ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। সেখানে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসর থাকার সম্ভাবনা রয়েছে।
- ফোনের ডিসপ্লের উপর থাকতে পারে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর। এমনটাই রয়েছে গ্লোবাল ভ্যারিয়েন্টে।
পোকো এম৬ প্রো ৫জি ফোনের নতুন ভ্যারিয়েন্ট হাজির ভারতে
ভারতে নতুন র্যাম ও স্টোরেজ নিয়ে লঞ্চ হয়েছে পোকো এম৬ প্রো ৫জি ফোন। চলতি বছর অগস্টে এই ফোন লঞ্চ হয়েছিল ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি স্টোরেজ এবং ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ নিয়ে। নতুন পোকো এম৬ প্রো ৫জি ফোনে রয়েছে ৪ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ। এই ভ্যারিয়েন্টের দাম ১১,৯৯৯ টাকা। নতুন ভ্যারিয়েন্টে পোকো এম৬ প্রো ৫জি ফোন কেনা যাবে ফ্লিপকার্ট থেকে। পাওয়ার ব্ল্যাক এবং ফরেস্ট গ্রিন- এই দুই রঙে পাওয়া যাবে পোকো এম৬ প্রো ৫জি ফোনের নতুন ভ্যারিয়েন্ট।
আরও পড়ুন- শীঘ্রই আসছে নতুন টয়োটা ফরচুনার মাইল্ড হাইব্রিড, আরও ভাল মাইলেজ পাবেন!