Itel Vision 3 Turbo: চিনা সংস্থা Itel- এর নতুন ফোন হাজির ভারতে, দাম কত, কী কী ফিচার রয়েছে
Itel Mobile: তিনটি রঙে ভারতে লঞ্চ হয়েছে Itel সংস্থার নতুন ফোন Itel Vision 3 Turbo। এই ফোনে রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি।
Itel Mobile: চিনের সংস্থা Itel- এর নতুন ফোন Itel Vision 3 Turbo হাজির হয়েছে ভারতের স্মার্টফোনের বাজারে। এই ফোনে রয়েছে একটি ৬.৬ ইঞ্চির HD+ IPS ডিসপ্লে। এছাড়াও রয়েচেহ অ্যান্ড্রয়েড ১১- র সাপোর্ট। এই ফোনের ডিসপ্লের উপর রয়েছে ওয়াটার ড্রপ স্টাইলের একটি নচ ডিজাইন যেখানে সেলফি ক্যামেরা সেনসর সেট করা থাকবে। Itel Vision 3 Turbo ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা সেনসর রয়েছে। সেখানে ৮ মেগাপিক্সেলের একটি ক্যামেরা সেনসর রয়েছে। এছাড়াও এই ফোনে স্মার্ট ফেস আনলক, ফিঙ্গারপ্রিন্ট সেনস রয়েছে। Itel Vision 3 Turbo ফোনে একটি ৫০০০ এমএএইচের শক্তিশালী ব্যাটারি এবং ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। তিনটি রঙে ভারতে লঞ্চ হয়েছে Itel Vision 3 Turbo ফোন।
ভারতে Itel Vision 3 Turbo ফোনের দাম
জানা গিয়েছে, ভারতে Itel Vision 3 Turbo ফোনের দাম ৭৬৯৯ টাকা। Deep Ocean Blue, Jewel Blue, Multi Green- এই তিনটি রঙে লঞ্চ হয়েছে Itel সংস্থার নতুন ফোন। জানা গিয়েছে, ফোন কেনার ১০০ দিনের মধ্যে ওয়ান টাইম স্ক্রিন রিপ্লেসমেন্ট অফার পাবেন ক্রেতারা।
Itel Vision 3 Turbo ফোনের বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন
- অ্যান্ড্রয়েড ১১- র সাহায্যে এই ফোন পরিচালিত হবে। এই ফোনে রয়েছে ৬ জিবি র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ। এই স্টোরেজের পরিমাণ ১২৮ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব। এছাড়াও এই ফোনে রয়েছে Turbo র্যাম।
- Itel সংস্থার এই ফোনে একটি ৬.৬ ইঞ্চির HD+ IPS ডিসপ্লে রয়েছে যার উপরে ওয়াটার ড্রপ স্টাইলের নচ ডিজাইন আছে। সেখানে থাকছে ফ্রন্ট ক্যামেরা সেনসর।
- এই ফোনের পিছনের অংশ বা ব্যাক প্যানেলে রয়েছে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে ৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর রয়েছে। ফোনের ডিসপ্লের উপর রয়েছে ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর।
- কানেক্টিভিটি অপশন হিসেবে Itel Vision 3 Turbo ফোনে রয়েছে ব্লুটুথ ভি ৪.২ সাপোর্ট। ফেস আনলক ফিচার ছাড়াও রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেনসর।
- এছাড়াও এই ফোনে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং ফিচারের সাপোর্ট রয়েছে। মাত্র ২০ মিনিটের ফ্ল্যাশ চার্জিংয়ের মাধ্যমে প্রায় ৩ ঘণ্টা পর্যন্ত টক-টাইম পাওয়া যাবে Itel সংস্থার নতুন ফোন Itel Vision 3 Turbo- তে।
আরও পড়ুন- ফ্লিপকার্টের বিগ বিলিয়ন ডে'জ সেলে ২০ হাজারের কমে কোন কোন ফোন পাওয়া যাচ্ছে?