6G Device: ১ সেকেন্ডে ডাউনলোড হবে ৫টা সিনেমা, এসে গেল বিশ্বের প্রথম ৬জি ডিভাইস- ভারতে কবে ?
Japan First 6G Device: প্রযুক্তি বিশেষজ্ঞরা জানাচ্ছেন যে, ৬জি পরিষেবার সাহায্যে যে কোনও গ্রাহক মাত্র ১ সেকেন্ডের মধ্যেই ৫টি ছবি ডাউনলোড করতে পারবেন। তবে এই প্রযুক্তির আরও অনেক পরিশীলন দরকার আছে।
Japan 6G Device: প্রযুক্তির দিক থেকে জাপান অনেকাংশেই এগিয়ে আছে। ভারতে এখন ৫জি পরিষেবা চলে এলেও বিশ্বের বেশ কিছু দেশে এখনও ৫জি পরিষেবা উপলব্ধ হয়নি সেভাবে। আর এই পরিসরেই সম্প্রতি জাপান বিশ্বের প্রথম ৬জি ডিভাইস (Japan 6G Device) নিয়ে এল। বলা হচ্ছে যে এই ডিভাইসের সাহায্যে এক সেকেন্ডে ১০০ জিবি ডেটা স্থানান্তর করা যাবে। ৩৩০ মিটার দূর থেকে এই ডেটা স্থানান্তর করা সম্ভব হবে। এখনকার ৫জি প্রসেসরের থেকে যা কিনা ২০ গুণ বেশি শক্তিশালী।
জানা গিয়েছে যে, ডোকোমো, এনটিটি কর্পোরেশন, এনইসি কর্পোরেশন, ফুজিৎসু-র মত সংস্থাগুলির সহায়তায় তৈরি হয়েছে এই ৬জি ডিভাইস (Japan 6G Device)। একটিমাত্র ডিভাইসে এই ৬জি পরিষেবা যাচাই করা হয়ে গিয়েছে ইতিমধ্যেই। বাণিজ্যিক পরীক্ষা এখনও হয়নি। তবে গ্রাহকরা এবার আরও দ্রুত ইন্টারনেট পরিষেবা পেতে চলেছেন।
৬জি এলে কী হবে
প্রযুক্তি বিশেষজ্ঞরা জানাচ্ছেন যে, ৬জি পরিষেবার (Japan 6G Device) সাহায্যে যে কোনও গ্রাহক মাত্র ১ সেকেন্ডের মধ্যেই ৫টি ছবি ডাউনলোড করতে পারবেন। তবে এই প্রযুক্তির আরও অনেক পরিশীলন দরকার আছে। এখন যদিও সারা বিশ্বেই ৫জি পরিষেবা বিপুলভাবে জনপ্রিয়। এই পরিষেবায় সর্বোচ্চ ১০ জিবি প্রতি সেকেন্ডে স্পিড পাওয়া যায়। তবে বিভিন্ন দেশে এই ৫জির গতি একেকরকম।
আমেরিকা, চিন, জাপান, ভারতে ইতিমধ্যেই ৬জি (Japan 6G Device) নিয়ে কার্যক্রম শুরু হয়ে গিয়েছে। এর ফলে গ্রাহকরা ভার্চুয়াল এবং রিয়েল বিশ্বের মধ্যে এক অদ্ভুত মেলবন্ধন খুঁজে পাবেন।
৫জির থেকে কত ভাল হবে এই পরিষেবা
৫জির থেকে অনেক উচ্চমাত্রার কম্পাঙ্ক ব্যবহৃত হয় ৬জি পরিষেবায়। ৬জি পরিষেবায় দ্রুত ডাউনলোডের জন্য যে ফ্রিকোয়েন্সি দরকার পড়বে তা পাওয়া কঠিন হতে পারে। ৬জি (Japan 6G Device) নিয়ে পরীক্ষা হয়েছিল ৩৩০ ফুটেরও বেশি দূরত্বে। এই পরিষেবার জন্য অনুমান করা হচ্ছে মোবাইল টাওয়ারগুলি পুরোপুরি বদলে ফেলতে হবে। ৬জি ইনবিল্ট অ্যান্টেনা সহ নতুন একটি স্মার্টফোন বাজারে লঞ্চ করতে হবে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Cyber Fraud: ২৮ হাজার মোবাইল ব্লক করার নির্দেশ! কী এমন হল? আপনারটা কি তালিকায় ?