(Source: ECI/ABP News/ABP Majha)
Jio Prepaid Recharge: Jio গ্রাহকদের জন্য সুখবর! এবার পাবেন এই সুবিধা
Jio Recharge Plan: দেশের সবচেয়ে বড় টেলিকম কোম্পানি Jio (Reliance Jio) তার গ্রাহকদের জন্য আরেকটি বিশেষ প্ল্যান নিয়ে এসেছে। Jio-র এই প্ল্যানে গ্রাহকরা 30 বা 31 দিন অর্থাৎ এক মাসের মেয়াদ পাবেন।
Jio Recharge Plan: দেশের সবচেয়ে বড় টেলিকম কোম্পানি Jio (Reliance Jio) তার গ্রাহকদের জন্য আরেকটি বিশেষ প্ল্যান নিয়ে এসেছে। Jio-র এই প্ল্যানে গ্রাহকরা 28 দিন নয়, পুরো 30 বা 31 দিন অর্থাৎ এক মাসের মেয়াদ পাবেন। জেনে নিন Jio-র এই নতুন প্ল্যানের বিশেষত্ব।
Jio Prepaid Recharge: খরচ করতে হবে মাত্র 259 টাকা
Reliance Jio-এর এই প্রিপেড প্ল্যানে ব্যবহারকারীদের 259 টাকা খরচ করতে হবে। এটি এমন একটি রিচার্জ প্ল্যান, যার মেয়াদকাল রাখা হয়েছে এক মাস।
Jio Prepaid Recharge: প্রতিদিন 1.5 জিবি ডেটা পাওয়া যাবে
Jio হল প্রথম টেলিকম কোম্পানি, যারা এক মাসের মেয়াদের সঙ্গে প্রিপেইড প্ল্যান নিয়ে এসেছে। Jio-র ওয়েবসাইটে পাওয়া তথ্য বলছে, 259 টাকার এই রিচার্জ প্ল্যানে প্রতিদিন 1.5 জিবি ডেটা ও আনলিমিটেড কলিংয়ের সুবিধা পাওয়া যাবে। এটির বৈধতা সম্পূর্ণ ক্যালেন্ডার মাস অনুসারে হবে। সেই ক্ষেত্রে মাসের দিন সংখ্যা অনুযায়ী 30 বা 31 দিনের মেয়াদ থাকবে এই প্ল্যানের।
Jio Recharge Plan: বছরে ১২টি রিচার্জ পাওয়া যাবে
কোম্পানি জানিয়েছে, এই প্ল্যানে গ্রাহকদের বছরে 12টি রিচার্জ করতে হবে। এছাড়াও, প্ল্যানটি প্রতি মাসে একই তারিখে ফের শুরু করতে হবে। যে তারিখে প্রথম রিচার্জ করা হয়েছিল, সেই তারিখেই ফের করতে হবে প্ল্যান। চলতি বছরের শুরুতেই, টেলিকম সংস্থাগুলিকে 30 দিনের বৈধতার সাথে প্রিপেইড মোবাইল রিচার্জ প্ল্যান অফার করতে বলেছিল টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া (TRAI)
BSNL Plan: বেসরকারি ক্ষেত্রে রিলায়েন্স জিওকে সবচেয়ে সস্তা প্রিপেইড প্ল্যান কোম্পানি বলা হয়। কিন্তু রাষ্ট্রায়ত্ত টেলিকম কোম্পানি BSNL-এর এমন অনেক প্ল্যান রয়েছে যা জিওকে সরাসরি চ্যালে়্জ জানাতে পারে। BSNL-এর এরকম একটি রিচার্জ প্ল্যান হল 247। এর সরাসরি প্রতিদ্ব্ন্দ্বী রিলায়েন্স জিওর 300 টাকার প্ল্যান। এই প্ল্যানে জিওর দ্বিগুণ ডেটা অফার করে BSNL।
BSNL এর 247 টাকার প্ল্যান
BSNL-এর 247 টাকার প্ল্যানটি এক মাসের বৈধতার সঙ্গে পাবেন। এতে গ্রাহকদের 30 দিনের জন্য মোট 50 জিবি ডেটা দেওয়া হয়। প্ল্যানে সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কলিং ও প্রতিদিন 100টি মেসেজ দেওয়া হয়। গ্রাহকরা এখন বিএসএনএল টিউনস ও ইআরওএস-এর মতো পরিষেবাগুলিতে এই প্ল্যানের মাধ্যমে অ্যাক্সেস পাবেন ।