(Source: Poll of Polls)
Lamborghini Urus S: অপেক্ষার দিন শেষ ! ভারতে আসছে ল্যাম্বরগিনি উরুস এস, ১৩ এপ্রিল লঞ্চ
Auto News: ল্যাম্বরগিনি উরুস এনে আগেই বাজারে শোরগোল ফেলে দিয়েছিল কোম্পানি। এবার আসছে ল্যাম্বরগিনি উরুসের নতুন সংস্করণ Lamborghini Urus S।
Auto News: ল্যাম্বরগিনি উরুস এনে আগেই বাজারে শোরগোল ফেলে দিয়েছিল কোম্পানি। এবার আসছে ল্যাম্বরগিনি উরুসের নতুন সংস্করণ Lamborghini Urus S। ১৩ এপ্রিল ভারতে আত্মপ্রকাশ ঘটবে এই এসইউভির।
কোম্পানির তরফে জানানো হয়েছে, ভারতে উরুস এসইউভি এর পারফরম্যান্টে মডেলের নিচের বিভাগে আনা হবে। যার অর্থ, আগের মতো কার্যকারিতা নাও দেখা যেতে পারে এই গাড়িতে। সবথেকে অবাক করা বিষয়, উরুস এস-এ আগের ইঞ্জিন ও আউটপুট একই থাকছে।
Lamborghini Urus S: ইঞ্জিনের বৈশিষ্ট্য
Lamborghini Urus S আগের টার্বোচার্জড 4.0-লিটার V8 ইঞ্জিন নিয়ে বাজারে আসছে। যা 17bhp বেশি, 657bhp ও 850Nm টর্ক উৎপন্ন করবে। এই V8 ইঞ্জিন উরুস ছাড়াও Audi, Bentley ও Porsche-এর গাড়িতে পাওয়া যায়।
এই সব মডেলেই প্রায় একটি বিষয়ে মিল রয়েছে। V8 ইঞ্জিনের সঙ্গে এই কোম্পানির গাড়িগুলিতে একটি আট-স্পিড স্বয়ংক্রিয় গিয়ারবক্স যুক্ত থাকে। ল্যাম্বরগিনি দাবি, পারফরম্যান্স অনুসারে rus S মাত্র 3.5 সেকেন্ডে 0-100 কিমি/ঘণ্টা ও 12.5 সেকেন্ডে 200 কিমি/ঘণ্টা বেগে ছুটতে পারে। Urus S ঘণ্টায় সর্বোচ্চ 305 কিলোমিটার গতি তুলতে সক্ষম।
Lamborghini Urus S: পারফরম্যান্স-ভিত্তিক বৈশিষ্ট্য
Lamborghini Urus S এর সঙ্গে ছয়টি ড্রাইভ মোড পাওয়া যাবে। যার মধ্যে তিনটি অন-রোড পারফরম্যান্সের জন্য ও তিনটি অফ-রোড পারফরম্যান্সের জন্য দেওয়া হয়েছে৷ অনরোডের ক্ষেত্রে পাবেন Strada, Sport, Corsa । অফরোডের বিভাগে রয়েছে Sabbia, Neve ও Terra মোড।
এই মোডগুলি স্টিয়ারিং, সাসপেনশন, রেয়ার ডিফারেনশিয়াল, গিয়ারবক্স, অ্যান্টি-রোল বার সিস্টেম ও ইঞ্জিন রেসপন্সের মধ্যে সামঞ্জস্য বজায় রাখে। অল-হুইল ড্রাইভ স্ট্যান্ডার্ড হিসাবে পাওয়া যায় গাড়ি। এছাড়াও, Urus S একটি অ্যাক্টিভ সেন্টার ও পিছনে ডিফারেনশিয়াল পায় যা একে পিছনের অক্ষে মেকানিক্যাল টর্ক দিতে সাহায্য করে।
Lamborghini Urus S: গাড়ির দাম কত হতে পারে ?
Urus Performante এর প্রিমিয়াম মূল্য 4.22 কোটি টাকা। Urus S পারফরম্যান্টের নিচের বিভাগে আনা হবে। সেই ক্ষেত্রে Urus S-এর দাম 40-50 লক্ষ টাকা কম হবে বলে আশা করা হচ্ছে।
Auto News: এখানেই শেষ নয়, ভারতে আসতে চলেছে মার্সিডিজ এএমজি সিরিজের সবথেকে শক্তিশালী গাড়ি Mercedes-AMG GT 63 SE। এই পারফরম্যান্স কার নিয়ে বরাবরই আগ্রহ ছিল অটো ব্লগারদের মধ্যে। ১১ এপ্রিল দেশে আসবে এই সুপার সেডান। এই প্রথম Mercedes-Benz-এর পারফরম্যান্স সাবসিডিয়ারি থেকে এই হাইব্রিড মডেল বাজারে নামবে৷