Lava Prowatch: ভারতে প্রথম স্মার্টওয়াচ লঞ্চ করতে চলেছে লাভা সংস্থা, ডিভাইসের নাম কী? রইল সম্ভাব্য ফিচার
Smartwatch: স্ক্র্যাচ রেজিসট্যান্ট ডিসপ্লে থাকতে চলেছে লাভা সংস্থা প্রথম স্মার্টওয়াচ, লাভা প্রোওয়াচ মডেলে।
Lava Prowatch: স্মার্টফোনের (Smartphone) পর এবার স্মার্টওয়াচ (Smartwatch)। লাভা সংস্থা ভারতে তাদের প্রথম স্মার্টওয়াচ (Lava Smartwatch) লঞ্চ করতে চলেছে। এই ডিভাইসের নাম হতে চলেছে লাভা প্রোওয়াচ (Lava Prowatch)। এপ্রিল মাসের শেষদিকে এই স্মার্টওয়াচ ভারতে লঞ্চ হতে পারে। বলা হচ্ছে, লাভা প্রোওয়াচের মধ্যে থাকতে চলেছে ফিটনেস ট্র্যাকিং ফিচারের সাপোর্ট। এছাড়াও থাকতে পারে ইন্টারচেঞ্জেবল ওয়াচ স্ট্র্যাপের সুবিধা। লাভা সংস্থা জানাচ্ছে, তাদের প্রথম স্মার্টওয়াচের স্ক্রিন বা ডিসপ্লে হবে যথেষ্ট রেজিসট্যান্ট। তার ফলে সহজে স্ক্র্যাচ পড়বে না। অর্থাৎ স্ক্রাচ রেজিসট্যান্ট ডিসপ্লে থাকবে এই স্মার্টওয়াচে। এছাড়াও লাভা প্রোওয়াচ এই স্মার্টওয়াচে থাকবে একটি ফাস্ট ইউজার ইন্টারফেস।
লাভা সংস্থা তাদের সোশ্যাল মিডিয়া চ্যানেলের মাধ্যমে প্রথম স্মার্টওয়াচ লঞ্চের কথা ঘোষণা করেছে। আগামী ২৩ এপ্রিল বেলা ১১টার সময় এই স্মার্টওয়াচ দেশে লঞ্চ হতে চলেছে। লাভা একটি দেশীয় সংস্থা। ভারতে এই সংস্থার স্মার্টফোন ইতিমধ্যেই জনপ্রিয়তা পেয়েছে। এবার ব্যবসা বাড়ানোর জন্য স্মার্টওয়াচ লঞ্চ করতে চলেছে লাভা সংস্থা। জানা গিয়েছে, লাভা প্রোওয়াচে সম্ভবত থাকতে চলেছে একটি গোলাকার ডিসপ্লে। এই গোলাকার ডিসপ্লে থাকতে পারে একটি এমটাল চেসিসের মধ্যে। এছাড়াও এর পাশে একটি বাটন এবং একটি ক্রাউন থাকতে পারে। এক্স মাধ্যমে লাভা সংস্থা আপাতত তাদের প্রথম স্মার্টওয়াচ 'লাভা প্রোওয়াচ' সম্পর্কে এইসব ফিচারেরই আভাস দিয়েছে।
অন্যদিকে আরও শোনা গিয়েছে, লাভা প্রোওয়াচ মডেলে ফিটনেস ট্র্যাকিং ফিচার যেমন- হার্ট রেট মনিটরিং ফিচারের সাপোর্ট থাকতে পারে। লাভা সংস্থার দাবি, অন্যান্য প্রোডাক্টের তুলনায় তাদের স্মার্টওয়াচের রিডিং বা ডেটা অনেক বেশি নিখুঁত হবে। লাভা সংস্থার প্রথম স্মার্টওয়াচে গুগলের Wear OS- এর সাপোর্ট থাকবে কিনা এবং ইউজাররা এই ওয়ারেবল ডিভাইসে অ্যাপ ইনস্টল করার সুবিধা পাবেন কিনা সে ব্যাপারে স্পষ্টভাবে কিছু জানা যায়নি এখনও। এর আগে ২০২১ সালের জানুয়ারি মাসে লাভা সংস্থা লঞ্চ করেছিল Lava BeFIT- এটি ছিল একটি ফিটনেস ট্র্যাকার। তাই লাভা- র এই প্রোওয়াচ দ্বিতীয় ফিটনেস ট্র্যাকার হতে চলেছে। কিন্তু স্মার্টওয়াচ এটিই প্রথম। লঞ্চের আগে এই স্মার্টওয়াচের আরও ফিচার এবং স্পেসিফিকেশন প্রকাশ্যে আসবে বলে অনুমান করা হচ্ছে।
আরও পড়ুন- ভারতে লঞ্চ হতে পারে স্যামসাং গ্যালাক্সির নতুন দুই ফোন, কী কী ফিচার থাকার সম্ভাবনা রয়েছে?
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।