Lenovo Tab P11 Plus: ১১ ইঞ্চির ডিসপ্লে, ৭৭০০ এমএএইচ ব্যাটারি নিয়ে ভারতে হাজির লেনোভো ট্যাব পি১১ প্লাস, দাম কত?
Lenovo Tab: ভারতে লঞ্চ হয়েছে লেনোভোর নতুন ট্যাব লেনোভো ট্যাব পি১১ প্লাস। দেখে নিন এই ট্যাবের দাম ও বিভিন্ন ফিচার।
Lenovo Tab P11 Plus: লেনোভোর (Lenovo) নতুন ট্যাব (Tablet) লঞ্চ হয়েছে ভারতে। আন্তর্জাতিক বাজারে আগেই লঞ্চ হয়েছিল লেনোভো ট্যাব পি১১ প্লাস (Lenovo Tab P11 Plus)। এবার ভারতে লঞ্চ হল লেনোভো সংস্থার এই ট্যাব। এখানে রয়েছে একটি অক্টা-কোর মিডিয়াটেক হেলিও জি৯০টি প্রসেসর। তার সঙ্গে যুক্ত রয়েছে ৬ জিবি র্যাম। বর্তমানে অ্যামাজনে পাওয়া যাচ্ছে এই ট্যাব। কেনা যাবে মাত্র একটিই রঙে। লেনোভো ট্যাব পি১১ এস মডেলে রয়েছে ১৩ মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা সেনসর। এই ক্যামেরায় ফ্ল্যাশ এবং ওটো ফোকাস ফিচারও রয়েছে। ট্যাবের সামনে ডিসপ্লের উপর রয়েছে ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর। এছাড়াও এই ট্যাবে রয়েছে কোয়াড স্পিকার। সেখানে আবার ডলবি অ্যাটমোস এবং একটি ডুয়াল মাইক্রোফোন সিস্টেম রয়েছে। আর রয়েছে স্মার্ট ভয়েস ডিএসপি। লেনোভোর এই ট্যাবে একটি ৭০০০ এমএএইচ ব্যাটারিও রয়েছে।
ভারতে লেনোভো ট্যাব পি১১- র দাম এবং উপলব্ধতা
গত বছর জুন মাসে লেনোভোর এই ট্যাব আন্তর্জাতিক বাজারে লঞ্চ হয়েছিল। এবার লেনোভো ট্যাব পি১১ প্লাস ট্যাব লঞ্চ হয়েছে ভারতে। জানা গিয়েছে, দেশে এই ট্যাবের দাম ২৫,৯৯৯ টাকা। বর্তমানে স্লেট গ্রে রঙে অ্যামাজন থেকে কেনা যাচ্ছে এই ট্যাব।
লেনোভো ট্যাব পি১১ প্লাস- এর বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন
১। ১১ ইঞ্চির ডিসপ্লে রয়েছে এই ট্যাবে। এই IPS LCD ডিসপ্লেতে রয়েছে ২কে রেজোলিউশন, রিফ্রেশ রেট ৬০ হার্টজ।
২। অ্যান্ড্রয়েড ১১ আউট অফ দ্য বক্স সাপোর্ট রয়েছে এই ট্যাবে। এছাড়াও রয়েছে একটি অক্টা-কোর মিডিয়াটেক হেলিও জি৯০টি প্রসেসর। এর সঙ্গে যুক্ত রয়েছে ৬ জিবি র্যাম।
৩। এই ট্যাবে ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ রয়েছে, যা মাইক্রো এসডি কার্ডের সাহায্যে ২৫৬ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব।
৪। লেনোভো ট্যাব পি১১ প্লাস মডেলে ১৩ মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা সেনসর রয়েছে। এছাড়াও রয়েছে ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর। ফেস আনলক টেকনোলজিও রয়েছে এই ট্যাবে।
৫। কোয়াড স্পিকার রয়েছে লেনোভোর এই ট্যাবে। সেই স্পিকারে রয়েছে ডলবি অ্যাটমোস সাপোর্ট। ডুয়াল মাইক্রোফোনও রয়েছে এই ট্যাবে। স্মার্ট ভয়েস DSP রয়েছে এই মাইক্রোফোনে। এছাড়াও রয়েছে ৭৭০০ এমএএইচ ব্যাটারি।
আরও পড়ুন- অ্যামাজনে স্মার্টওয়াচে ৬০ শতাংশ ছাড়, ৩০০০ টাকার মধ্যে কোন কোন ডিভাইস পাবেন? দেখে নিন