এক্সপ্লোর
Advertisement
Mahindra XUV300 review: দারুণ মাইলেজ, অত্যাধুনিক স্বয়ংক্রিয় প্রযুক্তি, দাম ১০ লক্ষ টাকারও কম
ম্যানুয়াল মডেলের তুলনায় XUV300 পেট্রোল অটো শিফট মডেলের দাম মাত্র ৫০ হাজার টাকা বেশি। গাড়িটির প্রারম্ভিক মূল্য ১০ লক্ষ টাকারও কম।
নয়াদিল্লি: সেফটি প্লাস স্পেস ও ১.২লি টার্বো পেট্রোল ইঞ্জিন-বিশিষ্ট মাহিন্দ্রার XUV300 এতদিন পর্যন্ত কেবল ম্যানুয়াল মডেলে উপলব্ধ ছিল। যাঁরা ম্যানুয়াল গিয়ারবক্স পছন্দ করেন, তাঁরা সন্তুষ্ট ছিলেন। তবে গ্রাহকের পছন্দ ক্রমশ পাল্টাচ্ছে আর বাড়ছে স্বয়ংক্রিয় পেট্রোল এসইউভি-র চাহিদা। যে কারণে মাহিন্দ্রা নিয়ে এল XUV300-এর স্বয়ংক্রিয় সংস্করণ। মাহিন্দ্রা সংস্থার পক্ষ থেকে বলা হচ্ছে "অটো শিফট"। এই গাড়িতে চালকের বাঁ পা ব্যবহার করার প্রয়োজন নেই। শহরে চালানোর জন্য একটি যথাযথ স্বয়ংক্রিয় গাড়ি। এএমটি প্রযুক্তি থাকায় জ্বালানির ক্ষেত্রে সাশ্রয়ী। ম্যানুয়াল মডেলের তুলনায় XUV300 পেট্রোল অটো শিফট মডেলের দাম মাত্র ৫০ হাজার টাকা বেশি। গাড়িটির প্রারম্ভিক মূল্য ১০ লক্ষ টাকারও কম।
গিয়ারবক্সে রয়েছে মারেলি প্রযুক্তি। রয়েছে ট্যাপ টু সুইচ গিয়ার শিফটার। প্রথাগত স্বয়ংক্রিয় গিয়ার লিভারের চেয়ে এটি চালানো অনেকটাই সহজ। রিভার্স, ডি বা এন মোডে চালানো বেশ সহজ। রিভার্স থেকে আচমকা ডি মোডে চলে গেলে গাড়ি দাঁড়িয়ে যায়। তবে গাড়ির গতি ঘণ্টায় ৫ কিলোমিটারের কম থাকলে এই পদ্ধতি কাজ করে না।
গাড়ির গতি কম থাকলে খুব মসৃণভাবে চলে মাহিন্দ্রার এক্সইউভি ৩০০। বাম্পার টু বাম্পার ট্রাফিক সামলানো যায় সহজেই। হাইওয়েতেও গিয়ারবক্স দুর্দান্ত। গাড়িটি প্রত্যেক লিটার পেট্রোলে ১২-১৪ কিলোমিটার যায়। স্বয়ংক্রিয় পেট্রোল এসইউভি-র ক্ষেত্রে যা খুব ভাল মাইলেজ। খুব জোরে না চালানো হলে অটো শিফটও ভালভাবে কাজ করে।
গাড়িটিতে রয়েছে ৪০ বৈশিষ্ট্যযুক্ত টেক অ্যাপ। যে কোনও অ্যাপ ডাউনলোড করে নিলেই একাধিক ফাংশন নিয়ন্ত্রণ করা যায়। গাড়িটি আপনাকে নোটিফিকেশনও পাঠাবে। লাইভ ট্র্যাকিং, জিও ফেন্সিং, টার্ন বাই টার্ন নেভিগেশন অ্যাপগুলি ব্যবহার করা সম্ভব। পাশাপাশি অ্যাপের মাধ্যমেই টায়ারের এয়ার প্রেসার, সুরক্ষাব্যবস্থা খতিয়ে দেখা যায়। গাড়িটির পিছনের সিটে পর্যাপ্ত জায়গা রয়েছে। যা এই ধরনের গাড়ির মধ্যে সেরা। রয়েছে সানরুফ, ৭টি এয়ারব্যাগ। এএমটি হওয়ায় কিছু সমস্যা রয়েছে। তবে যাঁরা কম দামে স্বয়ংক্রিয় প্রযুক্তি সম্পন্ন গাড়ির খোঁজ করছেন, তাঁদের জন্য আদর্শ হতে পারে মাহিন্দ্রা এক্সইউভি ৩০০।
প্রযুক্তি (Technology) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
জেলার
Advertisement