(Source: ECI/ABP News/ABP Majha)
Moto G13: ভারতে আসছে মোটোরোলা 'জি' সিরিজের নতুন ফোন, কী কী ফিচার থাকতে পারে?
Motorola Smartphone: ম্যাট চারকোল এবং ল্যাভেন্ডার ব্লু- এই দুই রঙে মোটো জি১৩ ফোন ভারতে লঞ্চ হতে পারে। এক্সক্লুসিভ ভাবে ফ্লিপকার্ট থেকেই কেনা যাবে এই ফোন।
Moto G13: ভারতে লঞ্চ হতে চলেছে মোটো জি১৩ (Moto G13) ফোন। আগামী ২৯ মার্চ মোটোরোলা 'জি' সিরিজের (Motorola G Series Phone) এই ফোন দেশে লঞ্চ হবে বলে জানা গিয়েছে। ভারতে ক্রমশ জনপ্রিয় হচ্ছে মোটোরোলা সংস্থার 'জি' সিরিজের স্মার্টফোন। ই-কমার্স সংস্থা ফ্লিপকার্টের মাধ্যমে এই ফোনের কিছু স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে। আর তা থেকেই অনুমান করা হচ্ছে যে লঞ্চের পর এই ফোন ফ্লিপকার্ট থেকে কেনা যাবে। শোনা যাচ্ছে, মোটো জি১৩ ফোনে থাকতে পারে একটি মিডিয়াটেক হেলিও জি৮৫ প্রসেসর। জানুয়ারি মাসে এই ফোন গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়েছিল। সেখানেও একই প্রসেসর ছিল।
মোটো জি১৩ ফোনের ভারতীয় ভ্যারিয়েন্টের সম্ভাব্য দাম
শোনা যাচ্ছে, এই ফোনের দাম ১০ থেকে ১১ হাজার টাকা হতে চলেছে। ম্যাট চারকোল এবং ল্যাভেন্ডার ব্লু- এই দুই রঙে মোটো জি১৩ ফোন ভারতে লঞ্চ হতে পারে। এক্সক্লুসিভ ভাবে ফ্লিপকার্ট থেকেই কেনা যাবে এই ফোন।
মোটো জি১৩ ফোনের সম্ভাব্য ফিচার ও স্পেসিফিকেশন
- এই ফোনে ৬.৫ ইঞ্চির এলসিডি ডিসপ্লে থাকতে পারে যার রিফ্রেশ রেট হবে ৯০ হার্টজ। এর পাশাপাশি ফোনের ডিসপ্লের উপর ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর থাকতে পারে।
- মোটো জি১৩ ফোনে একটি অক্টা-কোর মিডিয়াটেক হেলিও জি৮৫ প্রসেসর থাকতে পারে। এর সঙ্গে যুক্ত থাকতে পারে ৪ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ। Android 13 out-of-the-box এর সাহায্যে পরিচালিত হবে মোটোরোলার আসন্ন ফোন।
- এই ফোনে একটি ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর থাকার সম্ভাবনা রয়েছে। এর সঙ্গে থাকবে একটি ডেপথ সেনসর এবং একটি ম্যাক্রো সেনসর।
- মোটো জি১৩ ফোনে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি থাকতে পারে। তার সঙ্গে ১০ ওয়াটের ওয়্যারড চার্জিং ফিচারের সাপোর্ট থাকার সম্ভাবনা রয়েছে। টাইপ-সি ইউএসবি পোর্ট দিয়ে চার্জ দেওয়া সম্ভব। ফোনের সাইডের অংশে থাকতে পারে ফিঙ্গারপ্রিন্ট সেনসর।
- মোটোরোলার আসন্ন ফোনের স্টিরিও স্পিকারে ডলবি অ্যাটমোস সাপোর্ট রয়েছে। এই ফোন একটি IP52 রেটিং প্রাপ্ত ডাস্ট অ্যান্ড স্প্ল্যাশ রেজিসট্যান্ট ডিভাইস।