iQoo Z7x 5G: ভারতে আসছে আইকিউওও সংস্থার ৫জি মডেল, কোন ফোন লঞ্চ হতে চলেছে?
iQoo Smartphone: ভারতে এই ফোন তিনটি র্যাম ও স্টোরেজ কনফিগারেশনে লঞ্চ হতে পারে। চিনেও এভাবেই লঞ্চ হয়েছিল এই ফোন।
iQoo Z7x 5G: ভিভো সংস্থার সাব-ব্র্যান্ড আইকিউওও (iQoo Smartphone)- এর নতুন ফোন লঞ্চ হতে চলেছে ভারতে। এবার লঞ্চ হবে আইকিউওও জেড৭এক্স ৫জি (iQoo Z7x 5G) মডেল। ইতিমধ্যেই চিনে এই ফোন লঞ্চ হয়েছে। আইকিউওও জেড৭এক্স ৫জি ফোনের সম্ভাব্য দাম এবং ফিচার ও স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে।
আইকিউওও জেড৭এক্স ৫জি ফোনের সম্ভাব্য দাম
ভারতে এই ফোন তিনটি র্যাম ও স্টোরেজ কনফিগারেশনে লঞ্চ হতে পারে। চিনেও এভাবেই লঞ্চ হয়েছিল এই ফোন। ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ, ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ এবং ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ- এই তিনটি ভ্যারিয়েন্টে ভারতে লঞ্চ হতে পারে আইকিউওও জেড৭এক্স ৫জি ফোন। শোনা যাচ্ছে, আগামী মাসে অর্থাৎ এপ্রিলে এই ফোন লঞ্চ হতে পারে। এখনও নির্দিষ্ট দিনক্ষণ জানা যায়নি। এই ফোনের দাম হতে পারে ১৪ হাজার থেকে ১৬ হাজার টাকার মধ্যে। আইকিউওও জেড৭এক্স ৫জি ফোন তিনটি রঙে ভারতে লঞ্চ হতে পারে।
আইকিউওও জেড৭এক্স ৫জি ফোনের সম্ভাব্য ফিচার ও স্পেসিফিকেশন
- এই ফোনে ৬.৬৩ ইঞ্চির ফুল এইচডি প্লাস আইপিএস এলসিডি ডিসপ্লে থাকতে পারে যার রিফ্রেশ রেট হবে ১২০ হার্টজ।
- আইকিউওও সংস্থার আসন্ন ফোনে একটি অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর থাকতে পারে।
- অ্যান্ড্রয়েড ১৩ বেসড FunTouch OS 13- র সাহায্যে এই ফোন পরিচালিত হতে পারে।
- ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ থাকার সম্ভাবনা রয়েছে এই ফোনে। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসরের সঙ্গে ২ মেগাপিক্সেলের ডেপথ সেনসর থাকতে পারে। এছাড়াও ফোনের ডিসপ্লের উপর ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর থাকার সম্ভাবনা রয়েছে।
- আইকিউওও জেড৭এক্স ৫জি ফোনে একটি ৬০০০ এমএএইচ ব্যাটারি থাকতে পারে। ফোনের সাইডের অংশে থাকতে পারে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার।
সম্প্রতি ভারতে আইকিউওও সংস্থার একটি ফোন লঞ্চ হয়েছে। আইকিউওও জেড৭ ৫জি এই ফোন লঞ্চ হয়েছে কিছুদিন আগে। ফোনের ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৮,৯৯৯ টাকা। অন্যদিকে ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৯,৯৯৯ টাকা। Norway Blue এবং Pacific Night- এই দুই রঙে ভারতে লঞ্চ হয়েছে আইকিউওও জেড৭ ৫জি ফোন।
Tecno Smartphone: টেকনো স্পার্ক ১০ প্রো (Tecno Spark 10 Pro) ফোন লঞ্চ হয়েছে ভারতে। এই ফোনের ১৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১২,৪৯৯ টাকা।
আরও পড়ুন- ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, ৫০০০ এমএএইচ ব্যাটারি, ভারতে হাজির টেকনো স্পার্ক ১০ প্রো