এক্সপ্লোর
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Moto G32: মোটোরোলা 'জি' সিরিজের নতুন বাজেট ফোন মোটো জি৩২ আসছে ভারতে, কবে লঞ্চ?
Motorola Smartphone: মোটোরোলা ‘জি’ সিরিজের ষষ্ঠ ফোন হিসেবে ভারতে আসতে চলেছে মোটো জি৩২।
![Moto G32: মোটোরোলা 'জি' সিরিজের নতুন বাজেট ফোন মোটো জি৩২ আসছে ভারতে, কবে লঞ্চ? Moto G32 to be launched in India on August 9 Check out expected specifications Moto G32: মোটোরোলা 'জি' সিরিজের নতুন বাজেট ফোন মোটো জি৩২ আসছে ভারতে, কবে লঞ্চ?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/08/03/11d89ee5c61969c51d5247edc5f4a0881659507008_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মোটোরোলা স্মার্টফোন
Moto G32: মোটোরোলা (Motorola) সংস্থা আরতে তাদের নতুন বাজেট স্মার্টফোন (Budget Smartphone) লঞ্চ করতে চলেছে। লেনোভো অধিকৃত সংস্থা মোটোরোলার ‘জি’ সিরিজের নতুন ফোন লঞ্চ হবে ভারতে। জানা গিয়েছে, এবার মোটো জি৩২ (Moto G32) ফোন লঞ্চ করবে মোটোরোলা সংস্থা। আগামী ৯ অগস্ট এই ফোন লঞ্চ হবে ভারতে। এর আগে মোটোরোলা ‘জি’ সিরিজের আরও ৫টি ফোন ভারতে লঞ্চ হয়েছে। মোটো জি৮২ ৫জি, জি৭১ ৫জি, জি৫২, জি৪২ এবং জি২২- এই পাঁচটি ফোন লঞ্চ হয়েছে। এবার মোটোরোলা ‘জি’ সিরিজের ষষ্ঠ ফোন হিসেবে ভারতে আসতে চলেছে মোটো জি৩২।
মোটো জি৩২ ফোনের সম্ভাব্য ফিচার ও স্পেসিফিকেশনগুলো দেখে নিন
- এই ফোনে একটি ৬.৫ ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে থাকতে পারে। শোনা যাচ্ছে এই ফোনে সম্ভবত এলসিডি ডিসপ্লে থাকবে। আর তার রিফ্রেশ রেট হতে পারে ৯০ হার্টজ। ডিসপ্লের উপর একটি পাঞ্চ হোল ডিজাইন থাকতে পারে। সেখানে সম্ভবত ফ্রন্ট ক্যামেরা সেনসর থাকবে।
- মোটো জি৩২ ফোনে একটি মিড-রেঞ্জ প্রসেসর Unisoc T606 চিপসেট থাকতে পারে। তার সঙ্গে যুক্ত থাকতে পারে ৪ জিবি পর্যন্ত র্যাম।
- এই ফোনে একটি ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। সেখানে ১৬ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর এবং দুটো ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ও ডেপথ সেনসর থাকতে পারে। এছাড়াও ফোনের ডিসপ্লের উপর থাকতে পারে ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর।
- মোটো জি৩২ ফোনের ইন্টারনাল স্টোরেজের পরিমাণ মাইক্রো এসডি কার্ডের সাহায্যে ১ টিবি পর্যন্ত বাড়ানো সম্ভব।
- এই ফোনে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে। যদিও ফোনের বাক্সে (রিটেল বক্স) ১০ ওয়াটের চার্জার থাকবে বলে শোনা গিয়েছে।
- মোটো জি৩২ ফোনে 4G LTE, Wi-Fi 802.11 a/b/g/n, Bluetooth v5- এইসব কানেক্টিভিটি ফিচার থাকতে পারে। এই ফোনে একটি ৩.৫ মিলিমিটারের হেডফোন জ্যাকও থাকতে পারে। ইউএসবি টাইপ- সি চার্জার দিয়ে এই ফোনে চার্জ দেওয়া সম্ভব।
প্রযুক্তি (Technology) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)