Motorola Edge 40: অবশেষে ভারতে আসছে মোটোরোলা এজ ৪০ ফোন, কবে লঞ্চ? রইল সম্ভাব্য ফিচার-স্পেসিফিকেশন
Motorola Smartphone: জানা গিয়েছে, মোটোরোলা এজ ৪০ ফোনে থাকতে চলেছে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৮০২০ প্রসেসর। Nebula Green, Eclipse Black, Lunar Blue- এই তিনটি রঙে মোটোরোলার নতুন ফোন লঞ্চ হতে পারে।
Motorola Edge 40: ভারতে লঞ্চ হবে মোটোরোলা এজ ৪০ (Motorola Edge 40) ফোন। আগামী ২৩ মে মোটোরোলার এই ফোন দেশে আসছে। জনপ্রিয় ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট (Flipkart) থেকে এই ফোন কেনা যাবে। জানা গিয়েছে, মোটোরোলা এজ ৪০ ফোনে থাকতে চলেছে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৮০২০ প্রসেসর। Nebula Green, Eclipse Black, Lunar Blue- এই তিনটি রঙে মোটোরোলার নতুন ফোন লঞ্চ হতে পারে। এই ফোনে একটি মেটাল ফ্রেম এবং একটি ভেগান লেদার ব্যাক প্যানেল থাকবে। এছাড়াও এই ফোনে থাকতে চলেছে IP68 রেটিং। মোটোরোলার দাবি তাদের এজ ৪০ মডেল হল স্লিমেস্ট ৫জি ফোন যেখানে এই IP68 রেটিং রয়েছে। মোটোরোলা এজ ৪০ ফোনে IP68 রেটিং রয়েছে অর্থাৎ এটি একটি ওয়াটারপ্রুফ ডিভাইস। মোটোরোলা এজ সিরিজের এই ফোনে প্রথমবারের জন্য থাকতে চলেছে ১৪৪ হার্টজ রিফ্রেশ রেটের কার্ভড ডিসপ্লে।
মোটোরোলা এজ ৪০ ফোনের সম্ভাব্য ফিচার ও স্পেসিফিকেশন
- এই ফোনে থাকতে পারে একটি ৬.৫৫ ইঞ্চির pOLED ডিসপ্লে যার রিফ্রেশ রেট ১৪৪ হার্টজ হতে পারে। ফুল এইচডি প্লাস রেজোলিউশন থাকতে পারে মোটোরোলা এজ ৪০ ফোনে।
- এই ফোনে ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ থাকতে পারে। এর সঙ্গে একটি অক্টা-কোর মিডিয়াটেক ডিমেনসিটি ৮০২০ প্রসেসর থাকার সম্ভাবনা রয়েছে।
- মোটোরোলা এজ ৪০ ফোনে ৪৪০০ এমএএইচ ব্যাটারি এবং ৬৪ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে। এছাড়াও ১৫ ওয়াটের ওয়্যারলেস চার্জিং সাপোর্ট থাকার সম্ভাবনা রয়েছে।
- মোটোরোলার আসন্ন ফোনে ডুয়াল স্পিকার সেটআপে ডলবি অ্যাটমোস সাউন্ড সাপোর্ট থাকতে পারে। এই ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেনসর এবং অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন ফিচার থাকার সম্ভাবনা রয়েছে। এর সঙ্গে ১৩ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা থাকতে পারে। ফোনের ডিসপ্লের উপর ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর থাকার সম্ভাবনা রয়েছে।
Oppo Smartphone: ওপ্পো এফ২৩ ৫জি (Oppo F23 5G) ফোন ভারতে লঞ্চ হয়েছে। ওপ্পো 'এফ' সিরিজের (Oppo F Series) এই ফোনে রয়েছে একটি কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসর। তার সঙ্গে ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ যুক্ত রয়েছে। এই ফোনের ইনবিল্ট র্যামের পরিমাণ ১৬ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব। ওপ্পো এফ২৩ ৫জি ফোনে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে রয়েছে। এছাড়াও রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর রয়েছে। ওপ্পো এফ২৩ ৫জি ফোনে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৬৭ ওয়াটের SuperVOOC ফস্ট চার্জিং সাপোর্ট রয়েছে।
আরও পড়ুন- গরমের মরসুমে রাতের ঘুমে সমস্যা? সমাধানে মেনে চলতে পারেন সহজ কয়েকটি নিয়ম