Motorola Smartphone: ফ্লিপকার্টের সেলে মোটোরোলা 'জি' সিরিজের অসংখ্য ফোনে দুরন্ত ছাড়, রইল তালিকা
Flipkart Sale: ফ্লিপকার্টের বিগ সেভিং ডে'জ সেলে মোটোরোলা 'জি' সিরিজের একাধিক ফোনে রয়েছে দুর্দান্ত অফার। দেখে নিন কোন কোন ফোনে ছাড় রয়েছে।
![Motorola Smartphone: ফ্লিপকার্টের সেলে মোটোরোলা 'জি' সিরিজের অসংখ্য ফোনে দুরন্ত ছাড়, রইল তালিকা Motorola G Series Smartphones get big price cuts on flipkart sale Motorola Smartphone: ফ্লিপকার্টের সেলে মোটোরোলা 'জি' সিরিজের অসংখ্য ফোনে দুরন্ত ছাড়, রইল তালিকা](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/07/22/03dd61464a19578fec530d6c9a6aeaba1658486537_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
Motorola Smartphone: ফ্লিপকার্টের বিগ সেভিং ডে’জ সেলে মোটোরোলার বেশ কিছু ফোনে রয়েছে দুর্দান্ত অফার। এর মধ্যে মোটো জি সিরিজের বেশ কয়েকটি ফোন রয়েছে। ফ্লিপকার্টের বিগ সেভিং ডে’জ সেল শুরু হচ্ছে ২৩ জুলাই এবং সেল চলবে ২৭ জুলাই পর্যন্ত। এবার দেখে নেওয়া যাক কোন কোন ফোনে ছাড় রয়েছে।
মোটো জি৭১- এই ফোনে রয়েছে ৬.৪ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে এবং কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর রয়েছে। মোটো জি৭১ ফোনের দামে ৪০০০ টাকা ছাড় রয়েছে। এই ফোন পাওয়া যাবে ১৪,৯৯৯ টাকায়।
মোটো জি৫১- এই ফোনে রয়েছে ১২ ৫জি ব্যান্ডের সাপোর্ট। এছাড়াও রয়েছে ৬.৮ ইঞ্চির ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। তার সঙ্গে রয়েছে স্ন্যাপড্রাগন অক্টা-কোর প্রসেসর। ফ্লিপকার্ট থেকে এই ফোন কেনা যাবে ১১,৯৯৯ টাকায়।
মোটো জি৩১- এই ফোনে রয়েছে একটি অ্যামোলেড ডিসপ্লে। এছাড়াও রয়েছে একটি অক্টা-কোর মিডিয়াটেক হেলিও জি৮৫ প্রসেসর। তাছাড়াও রয়েছে ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা ফিচার। দুটো স্টোরেজ ভ্যারিয়েন্টে এই ফোন রয়েছে। একটি ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট, যার দাম ৯৪৯৯ টাকা। অন্যটি ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ মডেল, যার দাম ১১,৪৯৯ টাকা।
মোটো জি৬০- এই ফোনের রয়েছে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৮ ইঞ্চির HDR10 ডিসপ্লে। এছাড়াও রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৩২জি প্রসেসর। এই ফোনে ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেনসর রয়েছে। ছাড় দিয়ে এই ফোনের দাম ১৩,৯৯৯ টাকা।
মোটো জি৪০ ফিউশন- স্ন্যাপড্রাগন ৭৩২জি প্রসেসর সম্পন্ন এই ফোনের দাম ফ্লিপকার্টে ১২,৯৯৯ টাকা।
মোটো জি২২- এই ফোনে রয়েছে ৯০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৫ ইঞ্চির IPS LCD ডিসপ্লে। এছাড়াও রয়েছে অ্যান্ড্রয়েড ১২ সাপোর্ট। ফোনের দাম ৮৯৯৯ টাকা।
মোটো জি৮২ স্পোর্টস- এই ফোনে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সম্পন্ন pOLED ডিসপ্লে, ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেনসর, অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন ফিচারের সাপোর্ট এবং স্টিরিও স্পিকার রয়েছে। বেস ভ্যারিয়েন্টের দাম ১৮,৯৯৯ টাকা। আর ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২০,৪৯৯ টাকা।
আরও পড়ুন- ওয়ানপ্লাস ১০টি ৫জি ফোন ভারতে কবে থেকে প্রি-বুক করা যাবে? কেনাই বা যাবে কোথা থেকে, জেনে নিন
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)