OnePlus 10T: ওয়ানপ্লাস ১০টি ৫জি ফোন ভারতে কবে থেকে প্রি-বুক করা যাবে? কেনাই বা যাবে কোথা থেকে, জেনে নিন
OnePlus Smartphone: ওয়ানপ্লাস ১০টি ৫জি ফোনের দাম ভারতে কত হতে পারে? জেনে নিন।
OnePlus 10T 5G: ওয়ানপ্লাস ১০টি ৫জি (OnePlus 10T 5G) ফোন যে ভারতে লঞ্চ হতে চলেছে সেকথা আগেই জানা গিয়েছে। এবার শোনা গিয়েছে যে এই ফোন আগামী ৩ অগস্ট থেকে দেশে প্রি-বুকিং (Phone Pre-Booking) করা যাবে। ওই দিনই সন্ধে ৭টা ৩০ মিনিটে ওয়ানপ্লাস ‘টি’ সিরিজের (OnePlus T Series 5G Phone) এই ৫জি ফোন লঞ্চ হবে ভারতে। শোনা গিয়েছে, কালো ও সবুজ রঙে এই ফোন লঞ্চ হতে পারে। একটি textured back panel থাকতে পারে ওয়ানপ্লাসের (OnePlus Smartphone) আসন্ন এই ফোনে। এছাড়াও এই ফোনে থাকতে চলেছে কোয়ালকমের একদম লেটেস্ট প্রসেসর স্ন্যাপড্রাগন ৮+ জেন ১। এছাড়াও এই ফোনে একটি ৩৬০ ডিগ্রি অ্যান্টেনা সিস্টেম থাকারও সম্ভাবনা রয়েছে। অ্যামাজনে ওয়ানপ্লাস ১০টি ৫জি ফোনের যাবতীয় আপডেট পাওয়া যাচ্ছে। অতএব দেশে লঞ্চের পর এই ই-কমার্স সংস্থা থেকে যে ফোনটি কেনা যাবে তা স্পষ্ট। OxygenOS 13- এর লেটেস্ট ভার্সানের সাপোর্ট থাকতে চলেছে এই ফোনে। সম্ভবত ওয়ানপ্লাসের প্রিমিয়াম ফোন হতে চলেছে এটি, তাই বেস ভ্যারিয়েন্টের দাম হতে পারে ৪৯,৯৯৯ টাকা।
সম্ভাব্য কী কী ফিচার নিয়ে ওয়ানপ্লাস ১০টি ৫জি ফোন লঞ্চ হতে পারে, দেখে নিন
- এই ফোনে থাকবে Hasselblad-tuned ক্যামেরা সেটআপ।
- ওয়ানপ্লাসের আসন্ন ফোনে ১৫০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে।
- ৬.৭ ইঞ্চির একটি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে থাকতে পারে এই ফোনে, যার রিফ্রেশ রেট হতে পারে ১২০ হার্টজ।
- ডিসপ্লের উপরের দিকের বর্ডারের মাঝ-বরাবর থাকতে পারে একটি হোল-পাঞ্চ কাটআউট। সেখানে একটি সেলফি ক্যামেরা সেনসর থাকতে পারে।
- বলা হচ্ছে, সম্ভবত ওয়ানপ্লাস ১০টি- ই সংস্থার প্রথম ফোন হতে চলেছে যেখানে ১৬ জিবি র্যাম থাকবে। সেই সঙ্গে থাকতে পারে ৫১২ জিবি ইন্টারনাল স্টোরেজ।
- ওয়ানপ্লাস ১০টি ৫জি, আসন্ন এই ফোনে একটি ৪৮০০ এমএএইচ ব্যাটারি থাকতে পারে। তার সঙ্গে ১৫০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে।
- এই ফোনের রেয়ার ক্যামেরায় ৫০ মেগাপিক্সেলের সোনি IMX766 প্রাইমারি সেনসর এবং অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন ফিচার, ৮ মেগাপিক্সেলের সেকেন্ডারি সেনসর এবং ২ মেগাপিক্সেলের শুটার ও ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর থাকতে পারে।
- এই ফোনে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮+ জেন ১ প্রসেসর থাকতে পারে।
- অ্যামাজনের মাধ্যমে এই ফোন কেনা যেতে পারে। Jade Green এবং MoonStone Black- এই দুই রঙে ভারতে লঞ্চ হতে পারে ওয়ানপ্লাস ১০টি ফোন।