Moto G24: ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা, ৫০০০ এমএএইচ ব্যাটারি, আর কী কী ফিচার থাকতে পারে মোটো জি২৪ ফোনে?
Motorola Smartphones: মোটো জি২৩ ফোনের সাকসেসর হিসেবে লঞ্চ হতে চলেছে মোটো জি২৪ ফোন। তবে এই ফোন কবে, কোথায় লঞ্চ হবে সেই প্রসঙ্গে কিছু জানা যায়নি এখনও।
![Moto G24: ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা, ৫০০০ এমএএইচ ব্যাটারি, আর কী কী ফিচার থাকতে পারে মোটো জি২৪ ফোনে? Motorola G24 Smartphone See the Expected Specifications and Price Moto G24: ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা, ৫০০০ এমএএইচ ব্যাটারি, আর কী কী ফিচার থাকতে পারে মোটো জি২৪ ফোনে?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/22/ca0d391ba7adabe015a96a007da604991705910690037485_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
Moto G24: মোটোরোলা 'জি' সিরিজের (Motorola G Series) নতুন ফোন মোটো জি২৪ খুব তাড়াতাড়ি লঞ্চ হতে পারে বলে শোনা যাচ্ছে। আনুষ্ঠানিক লঞ্চের দিনক্ষণ এখনও প্রকাশ্যে আসেনি। তবে মোটো জি২৪ (Moto G24) ফোনের বেশ কিছু সম্ভাব্য স্পেসিফিকেশন, দাম, ডিজাইন- এসব ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। লেনোভো (Lenovo) অধিকৃত সংস্থা মোটোরোলার (Motorola Smartphones) আসন্ন ফোন মোটো জি২৪ মিডিয়াটেক হেলিও জি৮৫ প্রসেসর নিয়ে লঞ্চ হতে চলেছে বলে শোনা গিয়েছে। এই ফোনে একটি ৯০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে থাকতে পারে। আর ডিসপ্লের উপর ফ্রন্ট ক্যামেরা সেট করার জন্য থাকতে চলেছে একটি হোল পাঞ্চ কাট আউট। মোটো জি২৪ ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ, ৫০ মেগাপিক্সেলের মেন সেনসর, ৫০০০ এমএএইচ ব্যাটারি, ২০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকার সম্ভাবনা রয়েছে। মোটো জি২৩ ফোনের সাকসেসর হিসেবে লঞ্চ হতে চলেছে মোটো জি২৪।
টিপস্টার সুধাংশু আম্ভোরে এই ফোনের দাম, স্পেসিফিকেশন সম্পর্কে আভাস দিয়েছেন। কালো, সবুজ, গোলাপি- এই তিনটি রঙে মোটো জি২৪ ফোন লঞ্চ হতে পারে। ডিসপ্লের উপরের দিকের বর্ডার বরাবর মাঝখানে সেট করা থাকবে সেলফি ক্যামেরা সেনসর। মোটো জি২৪ ফোনের ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপের সঙ্গে একটি এলইডি ফ্ল্যাশ থাকতে পারে। এছাড়াও ফোনের ডানদিকের অংশে থাকবে পাওয়ার বাটন এবং ভলিউম বাটন। সম্ভবত ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকবে পাওয়ার বাটনের মধ্যেই। এখনও পর্যন্ত যা রিপোর্ট প্রকাশ্যে এসেছে তা অনুসারে মোটো জি২৪ ফোনে লঞ্চ হতে পারে ৪ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে। এর দাম ভারতে হতে পারে ১৫ হাজার টাকার আশপাশে।
মোটো জি২৪ ফোনে কী কী ফিচার এবং স্পেসিফিকেশন থাকার সম্ভাবনা রয়েছে, দেখে নেওয়া যাক
- ডুয়াল সিমের (ন্যানো) সাপোর্ট থাকতে পারে এই ফোনে। মোটো জি২৪ ফোন পরিচালিত হতে পারে অ্যান্ড্রয়েড ১৪-র সাহায্যে।
- এই ফোনে একটি ৬.৫৬ ইঞ্চির IPS LCD ডিসপ্লে থাকতে পারে যেখানে এইচডি পালস রেজোলিউশন পাওয়া যাবে। এই ডিসপ্লের রিফ্রেশ রেট হতে পারে ৯০ হার্টজ।
- মিডিয়াটেক হেলিও জি৮৫ প্রসেসর থাকতে পারে এই ফোনে। তার সঙ্গে ৪ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ যুক্ত থাকতে পারে।
- এই ফোনের ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপে থাকতে পারে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা। ফোনের ডিসপ্লের উপর ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর থাকতে পারে।
- এই ফোনে কানেক্টিভিটি অপশন হিসেবে ৩.৫ মিলিমিটারের হেডফোন জ্যাক, ওয়াই-ফাই ৫, ব্লুটুথ ৫.০ থাকার কথা শোনা গিয়েছে। এছাড়াও ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ২০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে। ফোনের ওজন হতে পারে প্রায় ১৮০ গ্রাম।
আরও পড়ুন- গেম খেলতে ভীষণ পছন্দ করেন? কম দামে কিনে নিন অত্যাধুনিক গেমিং কিবোর্ড, কোথায় পাবেন?
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)