Motorola Smartphones: মোটোরোলা এজ ৫০ আলট্রা ফোন কেন কিনবেন? দেখে নিন বিভিন্ন ফিচার এবং অফার
Motorola Edge 50 Ultra: মোটোরোলা সংস্থার অফিশিয়াল ওয়েবসাইটের, ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট ইন্ডিয়ার ওয়েবসাইট থেকে এই ফোন কেনা যাবে। Darkest Spruce, Peach Fuzz, Sheer Bliss- এই তিনটি রঙে লঞ্চ হয়েছে।
Motorola Smartphones: ভারতে লঞ্চ হয়েছে মোটোরোলা এজ ৫০ আলট্রা ফোন (Motorola Edge 50 Ultra)। মোটোরোলার এই ফোনে রয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮এস জেন ৩ চিপসেট। এছাড়াও রয়েছে ৬.৭ ইঞ্চির pOLED স্ক্রিন যার রিফ্রেশ রেট ১৪৪ হার্টজ। মোটোরোলা এজ ৫০ আলট্রা ফোনে রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে ৬৪ মেগাপিক্সেলের টেলিফটো সেনসর রয়েছে যা আবার থ্রি এক্স অপটিকাল জুম যুক্ত। মোটোরোলার এই ফোনে ৪৫০০ এমএএইচ ব্যাটারি এবং ১২৫ ওয়াটের ওয়্যারড ও ৫০ ওয়াটের ওয়্যারলেস চার্জিং ফিচারের সাপোর্ট রয়েছে।
ভারতে মোটোরোলা এজ ৫০ আলট্রা ফোনের দাম কত, কী কী রঙে লঞ্চ হয়েছে, কোথা থেকে কেনা যাবে, কী কী অফার পাবেন, দেখে নিন
মোটোরোলার এই ফোন ভারতে লঞ্চ হয়েছে ১২ জিবি র্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ কনফিগারেশনে। এই মডেলের দাম ৫৯,৯৯৯ টাকা। মোটোরোলা সংস্থার অফিশিয়াল ওয়েবসাইটের পাশাপাশি ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট ইন্ডিয়ার ওয়েবসাইট থেকেও এই ফোন কেনা যাবে। Darkest Spruce, Peach Fuzz, Sheer Bliss- এই তিনটি রঙে লঞ্চ হয়েছে মোটোরোলা এজ ৫০ আলট্রা ফোন। এই ফোন ৪৯,৯৯৯ টাকাতেও কেনা যাবে। অর্থাৎ ১০ হাজার টাকা ছাড় রয়েছে। এর মধ্যে যুক্ত রয়েছে ৫০০০ টাকা ইনস্ট্যান্ট ব্যাঙ্ক ডিসকাউন্ট। এইচডিএফসি এবং আইসিআইসিআই ব্যাঙ্কের কার্ডে ফোন কিনলে এই ছাড় পাবেন ক্রেতারা। একবার চার্জ দিলে প্রায় ৪০ ঘণ্টা চালু থাকবে মোটোরোলা এজ ৫০ আলট্রা ফোন।
মোটোরোলা এজ ৫০ আলট্রা ফোনে কী কী ফিচার রয়েছে একঝলকে দেখে নিন
- এই ফোনের ডুয়াল সিমের (ন্যানো) সাপোর্ট রয়েছে। অ্যান্ড্রয়েড ১৪- র সাহায্যে পরিচালিত হবে ফোন। এছাড়াও থাকছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮এস জেন ৩ প্রসেসর। তার সঙ্গে ১ ২জিবি র্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ যুক্ত রয়েছে।
- ৬.৭ ইঞ্চির LTPS pOLED স্ক্রিন রয়েছে এই ফোনে যার রিফ্রেশ রেট ১৪৪ হার্টজ। এখানে পাওয়া যাবে 1.5K রেজোলিউশন। এই স্ক্রিনের উপর গোরিলা গ্লাস ভিক্টাস প্রোটেকশন রয়েছে।
- এই ফোনের ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর রয়েছে। এছাড়াও রয়েছে ৫০ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা। এছাড়াও ৬৪ মেগাপিক্সেলের টেলিফটো সেনসর রয়েছে। এই ফোনে ডিসপ্লের উপর ৫০ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসরও রয়েছে।
আরও পড়ুন- ভারতে কবে লঞ্চ হতে চলেছে ভিভো-র নতুন ৫জি ফোন? কী কী ফিচার থাকতে পারে?
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।