Motorola Phone: ভারতে আসছে মোটো জি৬৭ পাওয়ার ৫জি, কী কী ফিচার থাকতে পারে এই ফোনে?
Moto G67 Power 5G: মোটো জি৬৭ পাওয়ার ৫জি ফোন ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ এবং ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ - এই দুই ভ্যারিয়েন্টে লঞ্চ করতে পারে।

Motorola Phone: আজই ভারতে লঞ্চ হতে চলেছে মোটোরোলার নতুন ফোন। মোটোরোলা 'জি' সিরিজের একটি ফোন আসছে দেশের বাজারে। এবার আসছে মোটো জি৬৭ পাওয়ার ৫জি ফোন। লঞ্চের পর অনলাইনে কেনা যাবে মোটোরোলার ওয়েবসাইট এবং ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট থেকে। তিনটি রঙে মোটো জি৬৭ পাওয়ার ৫জি ফোন লঞ্চ হতে চলেছে ভারতে। এই ফোনে একটি অক্টা-কোর ৪ এনএম কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭এস জেন ২ চিপসেট থাকতে চলেছে। এর সঙ্গে ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ (সর্বোচ্চ) যুক্ত থাকবে। মোটোরোলার এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিট থাকবে বলে জানা গিয়েছে। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর থাকার কথা রয়েছে।
মোটো জি৬৭ পাওয়ার ৫জি ফোন ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ এবং ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ - এই দুই ভ্যারিয়েন্টে লঞ্চ করতে পারে। আজ অর্থাৎ ৫ নভেম্বর, দুপুর ১২টায় লঞ্চ হতে পারে এই ফোনটি। এই ফোনে ৭০০০ এমএএইচের শক্তিশালী ব্যাটারি থাকার সম্ভাবনা রয়েছে। ভারতে মোটো জি৬৭ পাওয়ার ৫জি ফোনের দাম কত হতে পারে তা এখনও স্পষ্ট নয়।
মোটো জি৬৭ পাওয়ার ৫জি ফোনে কী কী ফিচার থাকতে পারে, দেখে নিন লঞ্চের আগে
- এই ফোনে ডুয়াল সিমের সাপোর্ট থাকতে পারে। এই ফোনে অ্যান্ড্রয়েড ১৫- র সাপোর্ট পেতে পারেন ইউজাররা। এছাড়াও এই ফোনে ৬.৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস এলসিডি স্ক্রিন থাকতে পারে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ হতে পারে। এই ফোন একটি ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস। অর্থাৎ ধুলো এবং জলে সহজে নষ্ট হবে না ফোনটি। প্লাস্টিকের ফ্রেম থাকবে এই ফোনে। সেই সঙ্গে পাবেন ভেগান লেদার ফিনিশ ফোন বডি।
- মোটো জি৬৭ পাওয়ার ৫জি ফোনের ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিটে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসরের সঙ্গে ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা এবং একই টু ইন ওয়ান ফ্লিকার ক্যামেরা থাকতে পারে। এই ফোনে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং ফেস আনলক সিকিউরিটি ফিচার থাকার কথা শোনা গিয়েছে।
- মোটোরোলার আসন্ন ফোনে ৭০০০ এমএএইচ সিলিকন-কার্বন ব্যাটারির সঙ্গে ৩০ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে। একবার পুরো চার্জ দিলে এই ফোনে প্রায় ৫৮ ঘণ্টার ব্যাটারি লাইফ থাকবে বলে শোনা গিয়েছে।






















