(Source: ECI/ABP News/ABP Majha)
Neckband: ভারতে ১৫০০ টাকার মধ্যে কোন কোন ব্লুটুথ নেকব্যান্ড কেনা যাবে? রইল তালিকা
Bluetooth Neckband: ভারতে ১৫০০ টাকার মধ্যে বেশ কয়েকটি নেকব্যান্ড কিনতে পারবেন আপনি। এই তালিকায় কোন কোন ব্লুটুথ নেকব্যান্ড রয়েছে, চলুন দেখে নেওয়া যাক।
Neckband: গান শোনার শখ থাকলে ইয়ারফোন (Earphone) নিঃসন্দেহে আপনার সবসময়ের সঙ্গী হয়। আজকাল বিভিন্ন ধরনের হেডফোন, ইয়ারবাডস, ইয়ারফোন পাওয়া যায়। এর মধ্যে বেশ জনপ্রিয় নেকব্যান্ড স্টাইলের ব্লুটুথ ইয়ারফোন (Bluetooth Neckband)। এই সমস্ত হেডসেট গলায় ঝুলিয়ে রাখলেই হবে। তারপর প্রয়োজন মতো ব্লুটুথের মাধ্যমে ফোনের সঙ্গে সংযুক্ত করে নিলেই চালু হয়ে যাবে এই হেডফোন। ভারতে ১৫০০ টাকার মধ্যে বেশ কয়েকটি নেকব্যান্ড কিনতে পারবেন আপনি। এই তালিকায় কোন কোন ব্লুটুথ নেকব্যান্ড রয়েছে, চলুন দেখে নেওয়া যাক।
Realme Buds Wireless 2 Neo
এই নেকব্যান্ড কেনা যাবে ১২৯৯ টাকায়। কালো, নীল, সাদা, সবুজ এবং হলুদ রয়েছে লঞ্চ হয়েছে রিয়েলমি বাডস ওয়্যারলেস ২ নিও ব্লুটুথ নেকব্যান্ড। ১১.২ মিলিমিটারের ডায়নামিক ড্রাইভার্স রয়েছে এই ইয়ারফোনে। ইউএসবি টাইপ-সি পোর্ট দিয়ে চার্জ দেওয়া সম্ভব। রিয়েলমি সংস্থার দাবি মাত্র ১০ মিনিট চার্জ দিলে ১২০ মিনিট অর্থাৎ ২ ঘণ্টার প্লেব্যাক টাইম পাওয়া যাবে। মাল্টি ডিভাইস সুইচিং ফিচার রয়েছে এই ইয়ারফোনে। এছাড়াও রয়েছে ম্যাগনেটিক টিপ, যা অটোমেটিক ভাবে অন/অফ ফাংশন সাপোর্ট করে।
boAt Rockerz 255 Neo
এই নেকব্যান্ড কেনা যাবে ৯৯৯ টাকায়। মোট ১৪টি রঙে কেনা যাবে। এই ইয়ারফোনে রয়েছে ব্লুটুথ ৫.২ কানেক্টিভিটি। একবার পুরো চার্জ দিলে প্রায় ২৫ ঘণ্টা পর্যন্ত প্লেব্যাক টাইম পাওয়া যাবে। মাত্র ১০ মিনিটের চার্জে প্রায় ১০ ঘণ্টার প্লেব্যাক টাইম পাওয়া যাবে।
BoAt Rockerz 255 Pro+
বোটের এই ব্লুটুথ ইয়ারফোন কেনা যাবে ১১৬৯ টাকায়। এই ইয়ারফোনও ১৪টি রঙে কেনা যাবে। ব্লুটুথ ৫.২ কানেক্টিভিটি রয়েছে এই ইয়ারফোনে। একবার পুরো চার্জ দিলে প্রায় ৬০ ঘণ্টার প্লেব্যাক টাইম পাওয়া যাবে। আর মাত্র ১০ মিনিটের চার্জে প্রায় ১০ ঘণ্টা পর্যন্ত প্লেব্যাক টাইম পাওয়া যাবে। ডুয়াল পেয়ারিং ফিচারের সাপোর্ট রয়েছে বোট রকার্জ ২৫৫ প্রো প্লাস ইয়ারফোনে। এছাড়াও এখানে রয়েছে গুগল অ্যাসিসট্যান্ট এবং সিরি- র সাপোর্ট।
Sony WI-C100 Wireless Headphones
এই নেকব্যান্ড কেনা যাবে ১৪৯৯ টাকায়। নীল, সাদা, কালো এবং Taupe- এই চার রঙে কেনা যাবে। একবার পুরো চার্জ দিলে প্রায় ২৫ ঘণ্টার ব্যাট্রাই লাইফ পাওয়া যাবে। এছাড়াও ১০ মিনিটের চার্জে প্রায় ৬০ মিনিট অর্থাৎ ১ ঘণ্টার প্লেব্যাক টাইম পাওয়া যাবে। অ্যান্ড্রয়েড এবং আইওএস, দু'ক্ষেত্রেই কানেক্ট করা যাবে এই ইয়ারফোন। এটি একটি ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস।
Boult Audio FXCharge
এই ইয়ারফোন কেনা যাবে ৮৯৯ টাকায়। পাঁচটি রঙে এই ব্লুটুথ নেকব্যান্ড কেনা যাবে। একবার পুরো চার্জ দিলে প্রায় ৩২ ঘণ্টার ব্যাটারি লাইফ পাওয়া যাবে। আর মাত্র ৫ মিনিটের চার্জে প্রায় ৭ ঘণ্টার প্লেব্যাক টাইম পাওয়া যাবে। এখানে এনভায়রনমেন্ট নয়েজ ক্যানসেলেশন ফিচারের সাপোর্ট রয়েছে।
আরও পড়ুন- হোয়াটসঅ্যাপ ওয়েবেও আসছে 'চ্যাট লক' ফিচার, কীভাবে কাজ করবে এই ফিচার?