WhatsApp Features: হোয়াটসঅ্যাপ ওয়েবেও আসছে 'চ্যাট লক' ফিচার, কীভাবে কাজ করবে এই ফিচার?
Whatsapp: হোয়াটসঅ্যাপে খুব তাড়াতাড়ি আসতে চলেছে ইউজারনেম ফিচার। এই ফিচার চালু হলে ইউজারদের নাম অনুসারে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুঁজে পাওয়া যাবে।
WhatsApp Features: মোবাইল ভার্সানে হোয়াটসঅ্যাপের লকড চ্যাট (Locked Chat) ফিচারের সুবিধা আগেই চালু হয়েছে। এবার ওয়েব ভার্সানেও (Web Version) আসছে হোয়াটসঅ্যাপের (Whatsapp) এই লকড চ্যাট ফিচার। হোয়াটসঅ্যাপ ট্র্যাকার WABetaInfo এই তথ্য প্রকাশ্যে এনেছে। হোয়াটসঅ্যাপ সংস্থা একটি নতুন ফিচার নিয়ে কাজ করছে আগেই শোনা গিয়েছে। মূলত হোয়াটসঅ্যাপ ওয়েবের ইউজারদের জন্যই এই ফিচার চালু হবে বলেও শোনা গিয়েছিল। আপাতত চলছে কাজকর্ম। এরপর হবে পরীক্ষা নিরীক্ষা। তাই খুব তাড়াতাড়ি না হলেও হোয়াটসঅ্যাপের ওয়েব ভার্সানে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই চালু হবে লকড চ্যাট ফিচার। ফলে মোবাইলের মতো ওয়েব মাধ্যমেও নির্দিষ্ট চ্যাট পাসওয়ার্ডের মাধ্যমে লক করে রাখতে পারবেন।
মোবাইল অ্যাপের মতোই ওয়েব হোয়াটসঅ্যাপের চ্যাট লক করে রাখা যাবে। পাসকোড অথবা ফেস আইডির মাধ্যমে আলাদা আলাদা চ্যাট লক করে রাখা যাবে। ইউজার একটি চ্যাটকে একবার লক করলে সেটি চলে যাবে 'লকড চ্যাট' সেকশন। সমস্ত লকড চ্যাট এই সেকশনে বা বিভাগেই পাওয়া যাবে। হোয়াটসঅ্যাপের ওয়েব ভার্সানের ক্ষেত্রে বাঁদিকের সাইডের অংশে থাকবে এই লকড চ্যাট সেকশন। মোবাইলের ক্ষেত্রে হোয়াটসঅ্যাপের লকড চ্যাট ফিচার যেভাবে কাজ করবে, ওয়েব মাধ্যমেও প্রায় একই ভাবে কাজ করবে। হোয়াটসঅ্যাপ ওয়েবে এবার আরও সুরক্ষিত হল ইউজারদের চ্যাট।
হোয়াটসঅ্যাপে খুব তাড়াতাড়ি আসতে চলেছে ইউজারনেম ফিচার। এই ফিচার চালু হলে ইউজারদের নাম অনুসারে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুঁজে পাওয়া যাবে। এর ফলে ইউজারদের ফোন নম্বর শেয়ার করার দরকার পড়বে না। তার ফলে ইউজারদের ফোন নম্বর সুরক্ষিত থাকবে।
২০২৩ সালের ডিসেম্বর মাসে কত সংখ্যক হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নিষিদ্ধ হয়েছে
আইটি রুল ২০২১ অনুসারে গত বছর ডিসেম্বর মাসে ৬৯ লক্ষেরও বেশি অ্যাকাউন্ট নিষিদ্ধ করা হয়েছে। ১ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে এই বিপুল সংখ্যক হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নিষিদ্ধ করেছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। মোট ৬৯,৩৪,০০০ অ্যাকাউন্ট নিষিদ্ধ করা হয়েছে। এর মধ্যে ১৬,৫৮,০০০ অ্যাকাউন্ট সক্রিয় ভাবে নিষিদ্ধ করা হয়েছে। এইসব অ্যাকাউন্টের বিরুদ্ধে কোনও রিপোর্ট জমা পড়েনি। তার আগেই হোয়াটসঅ্যাপের তরফে এইসব অ্যাকাউন্ট সক্রিয় ভাবে নিষিদ্ধ করা হয়েছে। ডিসেম্বর মাসে ১৬,৩৬৬টি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের বিরুদ্ধে রিপোর্ট জমা পড়েছিল। প্রতি মাসেই হোয়াটসঅ্যাপ সংস্থা বিপুল সংখ্যক অ্যাকাউন্ট নিষিদ্ধ করে। ইউজারদের নিরাপত্তার খাতিরেই এইসব অ্যাকাউন্ট নিষিদ্ধ করা হয়।