Nokia 6310: ২০ বছর পর ফের আসছে Nokia-র সেই পাওয়ার-প্যাকড ফোন
Nokia 6310: নোকিয়া জানিয়েছে, চলতি বছর ফোনের ২০ তম বর্ষপূর্তি উপলক্ষে ফের চালু করা হচ্ছে এই ফিচার ফোন। নতুন মডেলে মূল মডেলের 1.8 ইঞ্চি স্ক্রিনের পরিবর্তে 2.8 ইঞ্চি ডিসপ্লে দেওয়া হয়েছে।
নয়াদিল্লি: ২ দশক আগে বাজারে এসেছিল এই ফোন। এখনও গ্রাহকের স্মৃতিতে রয়ে গিয়েছে Nokia 6310। এবার ২০ বছর আগের সেই ফোন আনতে চলেছে নোকিয়া। সলিড বিল্ড ও শক্তিশালী ব্যাটারির জন্য পরিচিত এই ফিচার ফোনটি লঞ্চ হয়েছিল ২০০১ সালের ১ মার্চ। জেনে নিন নতুন নোকিয়া 6310 এর দাম ও স্পেসিফিকেশন।
Nokia 6310-এর স্পেসিফিকেশন
নোকিয়া জানিয়েছে, চলতি বছর ফোনের ২০ তম বর্ষপূর্তি উপলক্ষে ফের চালু করা হচ্ছে এই ফিচার ফোন। নতুন মডেলে মূল মডেলের 1.8 ইঞ্চি স্ক্রিনের পরিবর্তে 2.8 ইঞ্চি ডিসপ্লে দেওয়া হয়েছে। ফোনে রয়েছে UNISOC 6531F প্রসেসর। ফোনে 8MB RAM ও 16MB স্টোরেজ রয়েছে। এই সিরিজটি 30+ (S30+) অপারেটিং সিস্টেমে চলে। কোম্পানি জানিয়েছে, নতুন ফোনে আইকনগুলি আরও বড় করা হয়েছে। যার ফলে ইউজার ইন্টারফেস আগের থেকে অনেক ভাল হয়েছে।
Nokia 6310-এর ক্যামেরা
0.3MP-র একটাই ক্যামেরা দেওয়া হয়েছে ফোনে। সঙ্গে রয়েছে ফ্ল্যাশের সুবিধা। নতুন মডেলে ৩২ জিবি পর্যন্ত মাইক্রো এসডি কার্ড স্লট লাগানোর সুবিধা দিয়েছে কোম্পানি। এর ফলে ১৬ থেকে স্টোরেজ বাড়াতে পারবেন গ্রাহক। এতে ব্লুটুথ 5.0, ওয়াইফাই, ডুয়াল সিম পরিষেবার ব্যবস্থা দিয়েছে নোকিয়া। ফোন রয়েছে এফএম রেডিওর সুবিধা।
Nokia 6310-র ব্যাটারি
আগের থেকে সামান্য বাড়ানো হয়েছে ব্যাটারির পাওয়ার।এবার ১১৫০ এমএএইচের বড় ব্যাটারি দিয়েছে কোম্পানি। সাত ঘণ্টার টক টাইম দিতে পারে এই ব্যাটারি। স্ট্যান্ড বাই মোডে এক সপ্তাহ চলতে পারে এই ফোন।Nokia 6310-র অ্যানিভারসারি এডিশন ব্রিটেনে বিক্রি হবে। সেখানে এই ফোনের দাম হবে ৫৯.৯৯ পাউন্ড(ভারতীয় মুদ্রায় যার দাম দাঁড়ায় ৬,১৮৭ টাকা)।
আরওপড়ুন ; Amazon Festival Sale: iPhone 12-এ সরাসরি ২০ শতাংশ ছাড়, মেগা সেল দিচ্ছে অ্যামাজন
আরও পড়ুন ; Amazon Backpack Offers: আর পাবেন না এই অফার, অ্যামাজনে ব্যাকপ্যাকে ৮০% ছাড়