![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Nokia T21: নোকিয়ার নতুন ট্যাব লঞ্চ হয়েছে ভারতে, রয়েছে ১০.৩৬ ইঞ্চির ডিসপ্লে, দাম কত?
Tablet: নোকিয়া টি২১ ট্যাব ট্যাব ওয়াই-ফাই এবং ওয়াই-ফাই+এলটিই, এই দুই ভ্যারিয়েন্টে পাওয়া যাবে ভারতে।
![Nokia T21: নোকিয়ার নতুন ট্যাব লঞ্চ হয়েছে ভারতে, রয়েছে ১০.৩৬ ইঞ্চির ডিসপ্লে, দাম কত? Nokia T21 Tablet With 8200mAh Battery Launched in India Know the features and price Nokia T21: নোকিয়ার নতুন ট্যাব লঞ্চ হয়েছে ভারতে, রয়েছে ১০.৩৬ ইঞ্চির ডিসপ্লে, দাম কত?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/01/18/a320857c4680c3c3ad44a41336a9878c1674025083046485_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
Nokia T21: নোকিয়া টি২১ ট্যাব (Nokia T21 tab) সম্প্রতি লঞ্চ হয়েছে ভারতে। নোকিয়া টি২০ ট্যাব 9Nokia T20 Tab) লঞ্চ হয়েছিল গতবছর। তারই সাকসেসর হিসেবে লঞ্চ হয়েছে নতুন এই ট্যাব। নোকিয়া টি২১ ট্যাবে রয়েছে ১০.৩৬ ইঞ্চির একটি ডিসপ্লে যেখানে 2K রেজোলিউশন রয়েছে। এছাড়াও এই ট্যাবের ডিসপ্লেতে রয়েছে SGS লো ব্লু লাইট সার্টিফিকেশন। এছাড়াও নোকিয়ার এই নতুন ট্যাবে রয়েছে ৮২০০ এমএএইচ ব্যাটারি এবং ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং ফিচারের সাপোর্ট। এই ট্যাব পরিচালিত হবে অ্যান্ড্রয়েড ১২ আউট অফ দ্য বক্সের সাহায্যে। আগামী ২২ জানুয়ারি থেকে ভারতে নোকিয়া টি২১ ট্যাবের বিক্রি শুরু হবে।
নোকিয়া টি২১ ট্যাবের দাম
এই ট্যাব ওয়াই-ফাই এবং ওয়াই-ফাই+এলটিই, এই দুই ভ্যারিয়েন্টে পাওয়া যাবে ভারতে। জানা গিয়েছে, নোকিয়া টি২১ ট্যাবের ওয়াই-ফাই ভ্যারিয়েন্টের দাম ১৭,৯৯৯ টাকা। অন্যদিকে, এই ট্যাবের এলটিই ভ্যারিয়েন্টের দাম ১৮,৯৯৯ টাকা। চারকোল গ্রে রঙে লঞ্চ হয়েছে নোকিয়া টি২১ ট্যাব। এই ট্যাবে রয়েছে ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ। nokia.com এবং অন্যান্য পার্টনার রিটেল স্টোর থেকে এই ট্যাব কেনা যাবে। নোকিয়ার অফিশিয়াল ওয়েবসাইটে শুরু হয়েছে প্রি-বুকিং। যদি এই ট্যাবের জন্য প্রি-বুকিং করা হয় তাহলে ক্রেতারা ১০০০ টাকা ছাড় পাবেন। এছাড়াও ১৯৯৯ টাকার একটি ফ্লিপ কভার পাবেন একদম বিনামূল্যে।
নোকিয়া টি২১ ট্যাবের ফিচার ও স্পেসিফিকেশন
- নোকিয়া টি২০ ট্যাবের সাকসেসর হিসেবে নতুন ট্যাব নোকিয়া টি২১ ভারতে লঞ্চ হয়েছে। এখানে রয়েছে ১০.৩৬ ইঞ্চির 2K LCD ডিসপ্লে। এই ট্যাবে রয়েছে নেটফ্লিক্সের এইচডি সাপোর্ট।
- নোকিয়ার নতুন ট্যাবে রয়েছে stylus সাপোর্ট। এই ট্যাবে রয়েছে একটি Unisoc T612 প্রসেসর। তার সঙ্গে যুক্ত রয়েছে ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ। মাইক্রো এসডি কার্ডের সাহায্যে এই স্টোরেজের পরিমাণ ৫১২ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব।
- নোকিয়া টি২১ ট্যাবে রয়েছে ৮ মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা সেনসর। এর সঙ্গে রয়েছে অটোফোকাস ফিচারের সাপোর্ট এবং এলইডি ফ্ল্যাশ। এই ট্যাবের ডিসপ্লের উপর রয়েছে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর। এছাড়াও এই ট্যাবে রয়েছে ডুয়াল স্টিরিও স্পিকার।
- নোকিয়ার নতুন ট্যাবে রয়েছে ৮২০০ এমএএইচ ব্যাটারি। সংস্থার দাবি, একবার চার্জ দিলে প্রায় ৩ দিন পর্যন্ত চালু থাকবে এই ট্যাব। এখানে রয়েছে ১৮ ওয়াটের চার্জার। ওয়াই-ফাইয়ের সঙ্গে রয়েছে ব্লুটূথ ভি ৫.০ সাপোর্ট। তাইপ-সি ইউএসবি পোর্ট দিয়েই এই ট্যাবে চার্জ দেওয়া সম্ভব।
Microsoft Layoffs 2023: ট্যুইটার, মেটা এবং আরও অনেক সংস্থার পর এবার ২০২৩ সালে ব্যাপক কর্মী ছাঁটাই হতে চলেছে মাইক্রোসফটেও (Microsoft)। বলা হচ্ছে, সংস্থার ওয়ার্ক ফোর্সের (Workforce)৫ শতাংশ কমানো হবে। তার জেরে চাকরি খোয়াতে (Layoffs) পারেন প্রায় ১১ হাজার কর্মী। বিভিন্ন সূত্রে খবর, আজই শুরু হতে চলেছে কর্মী ছাঁটাই। হিউম্যান রিসোর্স (HR) অর্থাৎ এইচ আর ডিপার্টমেন্ট এবং ইঞ্জিনিয়ারিং বিভাগে কর্মী ছাঁটাইয়ের সবচেয়ে বেশি প্রভাব পড়বে বলে অনুমান করা হচ্ছে। কয়েক হাজার কর্মী এই দুই বিভাগ থেকে কাজ হারাতে পারেন।
আরও পড়ুন- এবার ছাঁটাই মাইক্রোসফটেও, একধাক্কায় চাকরি খোয়াতে পারেন প্রায় ১১ হাজার কর্মী
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)