Microsoft Layoffs 2023: এবার ছাঁটাই মাইক্রোসফটেও, একধাক্কায় চাকরি খোয়াতে পারেন প্রায় ১১ হাজার কর্মী
Employee Layoff: হিউম্যান রিসোর্স অর্থাৎ এইচ আর ডিপার্টমেন্ট এবং ইঞ্জিনিয়ারিং বিভাগে কর্মী ছাঁটাইয়ের সবচেয়ে বেশি প্রভাব পড়বে বলে অনুমান করা হচ্ছে।
![Microsoft Layoffs 2023: এবার ছাঁটাই মাইক্রোসফটেও, একধাক্কায় চাকরি খোয়াতে পারেন প্রায় ১১ হাজার কর্মী Microsoft Layoffs 2023 Microsoft Reportedly To Cut 11000 Jobs HR, Engineering Divisions To Be Affected Microsoft Layoffs 2023: এবার ছাঁটাই মাইক্রোসফটেও, একধাক্কায় চাকরি খোয়াতে পারেন প্রায় ১১ হাজার কর্মী](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/01/18/e066cedbc6b6b4f521fef1a5627ed7481674021232782485_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
Microsoft Layoffs 2023: ট্যুইটার, মেটা এবং আরও অনেক সংস্থার পর এবার ২০২৩ সালে ব্যাপক কর্মী ছাঁটাই হতে চলেছে মাইক্রোসফটেও (Microsoft)। বলা হচ্ছে, সংস্থার ওয়ার্ক ফোর্সের (Workforce)৫ শতাংশ কমানো হবে। তার জেরে চাকরি খোয়াতে (Layoffs) পারেন প্রায় ১১ হাজার কর্মী। বিভিন্ন সূত্রে খবর, আজই শুরু হতে চলেছে কর্মী ছাঁটাই। হিউম্যান রিসোর্স (HR) অর্থাৎ এইচ আর ডিপার্টমেন্ট এবং ইঞ্জিনিয়ারিং বিভাগে কর্মী ছাঁটাইয়ের সবচেয়ে বেশি প্রভাব পড়বে বলে অনুমান করা হচ্ছে। কয়েক হাজার কর্মী এই দুই বিভাগ থেকে কাজ হারাতে পারেন। জানা গিয়েছে, মাইক্রোসফটে বর্তমানে ফুল টাইমার কর্মী সংখ্যা ছিল ২,২১,০০০। মার্কিন যুক্তরাষ্ট্রে এই সংখ্যা ১,২২,০০০ এবং আন্তর্জাতিক স্তরে আরও ৯৯ হাজার কর্মী। গতবছর ৩০ জুনের প্রেক্ষিতে এই পরিসংখ্যান পাওয়া গিয়েছে।
এটাই প্রথম নয়। গতবছরেও মাইক্রোসফট সংস্থায় কর্মী ছাঁটাই হয়েছে। ২০২২ সালের অক্টোবর মাসে মাইক্রোসফট সংস্থার বিভিন্ন বিভাগ থেকে প্রায় ১০০০ কর্মী চাকরি খুইয়েছিলেন। প্রসঙ্গত উল্লেখ্য, গতবছর অক্টোবর মাসে ট্যুইটারের হাত ধরেই শুরু হয়েছিল ব্যাপক হারে কর্মী ছাঁটাই। অক্টোবর মাসের শেষে জনপ্রিয় মাইক্রোব্লগিং প্ল্যাটফর্মের দায়িত্ব নেন ইলন মাস্ক। তারপর প্রথমেই একধাক্কায় প্রচুর কর্মী ছাঁটাই করেছিলেন তিনি। গত পাঁচমাস ধরে বিভিন্ন মার্কিন টেক জায়ান্ট ব্যাপক হারে কর্মী ছাঁটাই করছে। কারণ হিসেবে রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ, অর্থনীতির ধীর গতি, কোভিডকালে অতিরিক্ত কর্মী নিয়োগের মতো বিষয়কে দায়ী করেছে সংস্থাগুলি।
শুধুমাত্র মার্কিন টেক জায়ান্টই নয়, বেশ কয়েকটি ভারতীয় সংস্থাও কর্মী ছাঁটাইয়ের পথে হেঁটেছে। খরচ নিয়ন্ত্রণই এই সমস্ত সংস্থার মূল উদ্দেশ্য। শেয়ারচ্যাট এবং Dunzo- ভারতের এই দুই সংস্থা থেকেও কর্মী ছাঁটাই করা হবে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম শেয়ারচ্যাট প্রায় ২০ শতাংশ কর্মী ছাঁটাই করবে বলে খবর। এর পাশাপাশি বিভিন্ন কোম্পানি ওয়ার্ক ফ্রম হোমের সুবিধাও বন্ধ করতে চলেছে বলে খবর।
Amazon Employee Layoff: ২০২২ সাল শেষ হওয়ার আগেই অ্যামাজন কর্তৃপক্ষ আভাস দিয়েছিল যে চলতি বছরেও কর্মী ছাঁটাইয়ের প্রক্রিয়া বজায় থাকবে। আর ঠিক সেটাই হয়েছে। এবারের ছাঁটাই প্রক্রিয়ায় ১৮ হাজার কর্মী চাকরি খোয়াবেন বলে আশঙ্কা করা হচ্ছে। ভারতেও প্রায় ১০০০ কর্মীর চাকরি খোয়া যেতে পারে বলে অনুমান করা হচ্ছে। ২০২২ সালের নভেম্বর মাসেও একধাক্কায় অনেক কর্মী ছাঁটাই করেছিল অ্যামাজন সংস্থা। প্রসঙ্গত উল্লেখ্য, গতবছর অর্থাৎ ২০২২ সালে নভেম্বর মাসের শুরুর দিকে প্রথমবার কর্মী ছাঁটাই হয়েছিল অ্যামাজন সংস্থায়। সেই সময় একধাক্কায় চাকরি খুইয়েছিলেন প্রায় ১০ হাজার কর্মী। আন্তর্জাতিক স্তরে অ্যামাজন কোম্পানি কর্মী ছাঁটাই করেছে। তার আঁচ এসেছে ভারতেও। এখানেও শুরু হয়েছে কর্মী ছাঁটাই। আর তার জেরে অফিসে পরিবেশ অসহনীয় হয়ে উঠেছে। যাঁদের চাকরি গিয়েছে তাঁরা তো কান্নাকাটি করছেনই। যাঁদের এখন চাকরি খোয়া যায়নি তাঁরা আতঙ্কে কাঁটা হয়ে রয়েছেন। নষ্ট হয়েছে কাজের পরিবেশ। কর্মীদের মধ্যে কাজ করার তাগিদও কমেছে। চাকরি চলে যাওয়ার আশঙ্কায় প্রতি মুহূর্তে সিঁটিয়ে যাচ্ছেন সকলে। অফিসের মধ্যেই কেঁদে ফেলছেন ভয়ে আতঙ্কে।
আরও পড়ুন- ১৫ হাজার টাকার মধ্যে স্মার্টফোন কিনতে চান? অ্যামাজনের সেলে পাবেন এই মডেলগুলি
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)