Nothing Phone (1): প্রি-অর্ডার করেও সমস্যা, নাথিং ফোন (১) হাতে পেতে অপেক্ষা করতে হবে গ্রাহকদের
Nothing Phone (1) Special Sale: নাথিং ফোন (১)- এর জন্য স্পেশ্যাল সেল চালু হবে ২৭ জুলাই।
Nothing Phone (1): লঞ্চের আগে থেকেই নাথিং ফোন (১) (Nothing Phone 1) নিয়ে শুরু হয়েছিল হইচই। সেই রেশ এখনও চলছে। কখনও ফোনের ফিচার নিয়ে বিতর্ক চলছে। কখনও বা ফোনের প্রি-অর্ডার (Pre Order) নিয়ে চলছে আলোচনা। শোনা যাচ্ছে, নাথিং ফোন (১) হাতে পাওয়ার জন্য এখনও বেশ কিছুদিন গ্রাহকদের অপেক্ষা করতে হবে। অর্থাৎ স্মার্টফোন (Smartphone) উপলব্ধ হতে এখনও দেরি আছে। যাঁরা এই ফোনের জন্য প্রি-অর্ডার করেছিলেন তাঁদেরই ফোন হাতে পাওয়ার জন্য অপেক্ষা করতে হচ্ছে। অতএব বাকিদের হাতে কবে এসে নাথিং ফোন (১) পৌঁছোবে, তা সময়ের অপেক্ষা। অন্যদিকে নাথিং সংস্থা জানিয়েছে তারা একটি প্রি-অর্ডার সেল (Pre Order Sale) চালু করবে ২৭ জুলাই। ভারতীয় সময় দুপুর ১২টা থেকে এই সেল শুরু হবে। যাঁরা নাথিং ফোন (১)- এর জন্য প্রি-অর্ডার করেছিলেন তাঁদের জন্যই এই সেল চালু হবে। নাথিং ইন্ডিয়ার ভাইস প্রেসিডেন্ট মনু শর্মা একথা জানিয়েছেন। প্রি-অর্ডার পাস হোল্ডাররা এখনও এই ফোন পাননি বলে দুঃখপ্রকাশও করা হয়েছে সংস্থার তরফে।
ভারতে নাথিং ফোন (১)- এর দাম
ভারতে নাথিং ফোন ১- এর ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৩২,৯৯৯ টাকা।এছাড়াও নাথিং ফোন ১- এর ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৩৫,৯৯৯ টাকা।নাথিং ফোন ১- এর টপ ভ্যারিয়েন্টের অর্থাৎ ১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ মডেলের দাম ৩৮,৯৯৯ টাকা।ফ্লিপকার্ট থেকে কেনা যাবে নাথিং ফোন ১। কালো এবং সাদা, এই দুই রঙে ভারতে লঞ্চ হয়েছে নাথিং সংস্থার নতুন ফোন।
নাথিং ফোন (১)- এর বিভিন্ন ফিচার
নাথিং ফোন ১- এই ফোনে একটি Qualcomm Snapdragon 778G+ SoC রয়েছে। এছাড়াও রয়েছে ৬.৫৫ ইঞ্চির OLED ডিসপ্লে।ট্রান্সপারেন্ট ব্যাক প্যানেলে সঙ্গে এই ফোনের অর্যেছে ৫০ মেগাপিক্সেলের ডুয়াল রেয়ার ক্যামেরা সেটিংস।নাথিং ফোন ১- এর ব্যাটারিও বেশ শক্তিশালী। ৪৫০০ এমএএইচ ব্যাটারি এবং ৩৩ ওয়াটের ফাস্ট চার্জিং ফিচার রয়েছে এই ফোনে।৩৩ ওয়াটের ওয়্যারড চার্জিং ফিচার থাকার পাশাপাশি ১৫ ওয়াটের কিউআই ওয়্যারলেস চার্জিং ফিচার এবং ৫ ওয়াটের রিভার্স চার্জিং সাপোর্ট রয়েছে।
আরও পড়ুন- একধাক্কায় দাম কমল ৯০০০ টাকা! আইফোন ১৩ প্রো মডেলে কোথায় এমন ছাড় পাবেন?