(Source: ECI/ABP News/ABP Majha)
Nothing Phone 2a Plus: ফোনে পুরো চার্জ হবে এক ঘণ্টারও কম সময়ে, নাথিং ফোন ২এ প্লাস মডেলের আর কী কী ফিচার নজর কেড়ে নেবে?
Nothing Phone 2a Plus: এই ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৫০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট এবং ৫ ওয়াটের রিভার্স ওয়্যারড সাপোর্ট রয়েছে। শূন্য থেকে ১০০ শতাংশ চার্জ হতে ৫৬ মিনিট সময় লাগবে।
Nothing Phone 2a Plus: নাথিং ফোন ২এ প্লাস (Nothing Phone 2a Plus) লঞ্চ হয়েছে ভারতে। এটি নাথিং ফোন ২এ (Nothing Phone 2a) মডেলের সাকসেসর ভ্যারিয়েন্ট। নাথিং ফোন ২এ প্লাস মডেলে রয়েছে মিডিয়াটেক ডিমেনসিটি ৭৩৫০ প্রো প্রসেসর। ফোনের রেয়ার ক্যামেরা মডিউলে রয়েছে দুটো ৫০ মেগাপিক্সেলের সেনসর। আর ফোনের ডিসপ্লের উপর রয়েছে ৫০ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর। একটি AMOLED ডিসপ্লে রয়েছে নাথিং ফোন ২এ প্লাস ফোনে যার অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এই ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে। নাথিং সংস্থা Glyph Interface মডিফাই ভার্সানে রয়েছে এই ফোনে।
নাথিং ফোন ২এ প্লাস মডেলের দাম ভারতে কত, কী কী রঙে লঞ্চ হয়েছে, কবে থেকে বিক্রি শুরু হতে চলেছে, কোথা থেকে কেনা যাবে
নাথিং ফোন ২এ প্লাস মডেলের ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৭,৯৯৯ টাকা। আর ১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ মডেলের দাম ২৯,৯৯৯ টাকা। কালো এবং ধূসর রঙে নাথিং ফোন ২এ প্লাস মডেল ভারতে লঞ্চ হয়েছে। আগামী ৭ অগস্ট থেকে এই ফোনের বিক্রি শুরু হতে চলেছে এবং কেনা যাবে ফ্লিপকার্ট থেকে।
নাথিং ফোন ২এ প্লাস মডেলে কী কী ফিচার রয়েছে দেখে নিন একনজরে
- ডুয়াল সিমের (ন্যানো) সাপোর্ট রয়েছে এই ফোনে। অ্যান্ড্রয়েড ১৪ বেসড Nothing OS 2.6- এর সাপোর্টে পরিচালিত হবে ফোনে।
- এই ফোনে ৬.৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস AMOLED ডিসপ্লে রয়েছে যার রিফ্রেশ রেট সর্বোচ্চ ১২০ হার্টজ।
- তিন বছরের অ্যান্ড্রয়েড আপডেট এবং চার বছরের সিকিউরিটি আপডেট পাওয়া যাবে নাথিং ফোন ২এ প্লাস মডেলে।
- এই ফোনের ডিসপ্লের উপর রয়েছে কর্নিং গোরিলা গ্লাস ৫ প্রোটেকশন লেয়ার।
- একটি ৪এনএম অক্টা-কোর মিডিয়াটেক ডিমেনসিটি ৭৩৫০ প্রো ৫জি প্রসেসর রয়েছে নাথিং ফোন ২এ প্লাস মডেলে।
- ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট রয়েছে এই ফোনে। সেখানে দুটো ৫০ মেগাপিক্সেলের সেনসর রয়েছে।
- ফোনের ডিসপ্লের উপর ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর রয়েছে।
- এই ফোন একটি ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস। ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেনসর রয়েছে এই ফোনে। এছাড়াও রয়েছে উন্নত মানের মাইক্রোফোন এবং ডুয়াল স্টিরিও স্পিকার।
- নাথিং ফোন ২এ প্লাস মডেলে ৫জি, ৪জি এলটিই, ওয়াই-ফাই ৬, ওয়াই-ফাই ৬ ডিরেক্ট, ব্লুটুথ ৫.৩, এনএফসি, জিপিএস, GLONASS, GALILEO, QZSS, ইউএসবি টাইপ-সি পোর্টের কানেক্টিভিটি সাপোর্ট রয়েছে।
- এই ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৫০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট এবং ৫ ওয়াটের রিভার্স ওয়্যারড সাপোর্ট রয়েছে। শূন্য থেকে ১০০ শতাংশ চার্জ হতে ৫৬ মিনিট সময় লাগবে।
আরও পড়ুন- টানা গেম খেললেও ঠান্ডা থাকবে ফোন, ভারতে হাজির রিয়েলমির নয়া মডেল, দাম কত?
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।