Nothing Phones: নাথিং সংস্থার নতুন ফোন আসছে ভারতে, এবার কোন মডেল?
Nothing Phone 3a Lite: অনুমান করা হচ্ছে যে ভারতে নাথিং ফোন ৩এ লাইট লঞ্চ হতে খুব বেশি দেরি নেই সম্ভবত। নাথিং সংস্থার ৩এ সিরিজের সবচেয়ে সস্তা মডেল এই নাথিং ফোন ৩এ।

Nothing Phones: ভারতে লঞ্চ হতে চলেছে নাথিং সংস্থার নতুন ফোন। এবার দেশের বাজারে আসতে চলেছে নাথিং ফোন ৩এ লাইট মডেল। ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস- এর ওয়েবসাইটে এই ফোনের নাম দেখা গিয়েছে। আর তা থেকেই অনুমান করা হচ্ছে যে ভারতে নাথিং ফোন ৩এ লাইট লঞ্চ হতে খুব বেশি দেরি নেই সম্ভবত। নাথিং সংস্থার ৩এ সিরিজের সবচেয়ে সস্তা মডেল এই নাথিং ফোন ৩এ। শোনা যাচ্ছে, সিএমএফ ফোন ২ প্রো মডেলের অনেক ফিচারের মতো ফিচার, স্পেসিফিকেশন থাকতে পারে নাথিং ফোন ৩এ লাইট মডেলে। প্রসঙ্গত, সিএমএফ ফোন ২ প্রো ভারতে লঞ্চ হয়েছিল গত বছর। এই ফোনে রয়েছে মিডিয়াটেক ডিমেনসিটি ৭৩০০ প্রো প্রসেসর, ৬.৭৭ ইঞ্চির AMOLED ডিসপ্লে এবং ৫০০০ এমএএইচ ব্যাটারির সাপোর্ট।
নাথিং ফোন ৩এ লাইট সম্পর্কে কী কী জানা গিয়েছে (সম্ভাব্য তথ্য)
এই ফোন ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে লঞ্চ হতে পারে দেশে। কালো এবং সাদা রঙে এই ফোন লঞ্চ হতে পারে ভারতে। নাথিং ফোন ৩এ মডেলের থেকে নাথিং ফোন ৩এ লাইট ফোনের দাম কম হবে। নাথিং ফোন ৩এ ফোন মার্চ মাসে ভারতে লঞ্চ হয়েছিল। এই ফোনের ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২২,৯৯৯ টাকা ছিল। এর থেকে নাথিং ফোন ৩এ লাইট মডেলের দাম কম হবে।
জুলাই মাসে নাথিং ফোন ৩ লঞ্চ হয়েছিল ভারতে
এই ফোনে রয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮এস জেন ৪ চিপসেট। এর সঙ্গে ১৬ জিবি পর্যন্ত র্যাম এবং সর্বোচ্চ ৫১২ জিবি স্টোরেজ যুক্ত রয়েছে। নাথিং ফোন ৩- তে ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিট রয়েছে। সেখানে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসর রয়েছে। ফোনের রেয়ার প্যানেলে একটি নতুন Glyph Matrix ইন্টারফেস রয়েছে। নাথিং ফোন ৩ মডেলে রয়েছে ৬.৬৭ ইঞ্চির ডিসপ্লে যেখানে ইউজাররা 1.5K রেজোলিউশন পাবেন। এই ফোনে ৫৫০০ এমএএইচ ব্যাটারি রয়েছে। এর সঙ্গে রয়েছে ৬৫ ওয়াটের ওয়্যারড চার্জিং সাপোর্ট। নাথিং সংস্থার দাবি, ১ শতাংশ থেকে ১০০ শতাংশ চার্জ হবে ৫৪ মিনিটে। এই ফোনে ১৫ ওয়াটের ওয়্যারলেস চার্জিং এবং ৭.৫ ওয়াটের রিভার্স ওয়্যারড চার্জিং ও ৫ ওয়াটের রিভার্স ওয়্যারলেস চার্জিং সাপোর্ট রয়েছে নাথিং ফোন ৩ মডেলে। ফোনের ডিসপ্লের উপর রয়েছে ৫০ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর। নাথিং ফোন ৩ মডেলের ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিটে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসরের সঙ্গে ৫০ মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা এবং ৫০ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড শুটার রয়েছে।























