OnePlus 11 Price Drop: ভারতে দাম কমেছে ওয়ানপ্লাস ১১ ফোনের, কোথা থেকে কত দামে কিনতে পারবেন?
OnePlus 11 Offers: ২০২৩ সাল অর্থাৎ গতবছর ফেব্রুয়ারি মাসে ভারতে লঞ্চ হয়েছিল ওয়ানপ্লাস ১১ ফোন। এই ফোনে কী কী ফিচার রয়েছে দেখে নিন।
OnePlus 11 Price Drop: ওয়ানপ্লাস ১১ ফোনের (OnePlus 11) দামে রয়েছে বড়সড় ছাড়। ই-কমার্স সংস্থা অ্যামাজনে (Amazon India) এই ছাড় পাবেন ক্রেতারা। ওয়ানপ্লাস ১১ ভারতে লঞ্চ হয়েছিল ৫৬,৯৯৯ টাকায়। তবে এখন অ্যামাজনে এই ফোনের দাম ৫৪,৯৯৯ টাকা। অর্থাৎ ২০০০ টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট পাবেন ক্রেতারা। এখানেই শেষ নয়। অফার রয়েছে আরও অনেক। ওয়ানপ্লাসের এই ফ্ল্যাগশিপ ফোন (OnePlus Flagship Phone) কেনার ক্ষেত্রে ৪০০০ টাকা কুপন ডিসকাউন্ট পাবেন ক্রেতারা। তার ফলে ওয়ানপ্লাস ১১ ফোনের দাম কমে হবে ৫০,৯৯৯ টাকা।
কোথায়, কীভাবে পাবেন এই কুপন ডিসকাউন্ট
অ্যামাজনের ওয়েবসাইটে যখন আপনি ওয়ানপ্লাস ১১ ফোন কেনার জন্য কার্ট সেকশনে গিয়ে পেমেন্ট পেজে যাবেন, সেখানে এই কুপন দিসকাউন্ট দেখা যাবে। এছাড়াও থাকছে এক্সচেঞ্জ অফার। সেক্ষেত্রে পুরনো ফোনের পরিবর্তে ওয়ানপ্লাস ১১ কিনতে গেলে ২৭,৬০০ টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন ইউজাররা। তবে যে ফোনটির পরিবর্তে নতুন ফোন কিনবেন, সেই ফোন কী অবস্থায় রয়েছে তার উপরে এক্সচেঞ্জ অফারের পরিমাণ নির্ভর করবে।
ওয়ানপ্লাস ১১ ফোনের বিভিন্ন ফিচার এবং স্পেসিফিকেশন
ডিসপ্লে, প্রসেসর, ব্যাটারি এবং চার্জিং সাপোর্ট- এই ফোন পরিচালিত হয় অ্যান্ড্রয়েড ১৩ OxygenOS 13 আউট অফ দ্য বক্সের সাহায্যে। এছাড়াও এই ফোনে রয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ জেন ২ চিপসেট রয়েছে। তার সঙ্গে যুক্ত রয়েছে ১৬ জিবি র্যাম এবং ২৫৬ জিবি অনবোর্ড স্টোরেজ। ওয়ানপ্লাস ১১ ৫জি ফোনে রয়েছে একটি ৬.৭ ইঞ্চির OxygenOS 13 স্ক্রিন, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। ওয়ানপ্লাসের এই ফোনে রয়েছে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ১০০ ওয়াটের SuperVOOC ফাস্ট চার্জিং সাপোর্ট।
ক্যামেরা ফিচার- এই ফোনে রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসরের সঙ্গে রয়েছে ৪৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেনসর এবং ৩২ মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা। এছাড়াও ফোনের ডিসপ্লের উপরে রয়েছে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর।
কানেক্টিভিটি সাপোর্ট এবং সিকিউরিটি ফিচার- ওয়ানপ্লাস ১১ ৫জি ফোনে রয়েছে ডলবি অ্যাটমোস সাপোর্ট যুক্ত স্পিকার। এছাড়াও রয়েছে ৫জি, ৪জি, ওয়াই-ফাই ৬, ব্লুটুথ ৫.৩, জিপিএস- এর সাপোর্ট। ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেনসর, ফেস রেকগনিশন সাপোর্ট রয়েছে ইউজারের বায়োমেট্রিক অথেনটিফিকেশনের জন্য। টাইপ-সি পোর্টের সাহায্যে এই ফোনে চার্জ দেওয়া সম্ভব।