OnePlus 11R 5G Solar Red Variant: ভারতে লঞ্চ হয়েছে ওয়ানপ্লাস ১১আর ৫জি ফোনের 'সোলার রেড এডিশন', স্পেশ্যাল এই ভ্যারিয়েন্টের দাম কত?
OnePlus Smartphone: ওয়ানপ্লাস ১১আর ৫জি সোলার রেড এডিশন ভারতে লঞ্চ হয়েছে ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ নিয়ে।
OnePlus 11R 5G Solar Red Variant: ভারতে লঞ্চ হয়েছে ওয়ানপ্লাস ১১আর ৫জি ফোনের সোলার রেড ভ্যারিয়েন্ট (OnePlus 11R 5G Solar Red Variant)। দেশে এই ফোন লঞ্চ হয়েছে ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ (8 GB RAM And 128 GB Storage) নিয়ে। আগে এই বিশেষ রঙের ফোন কেবলমাত্র ১৮ জিবি র্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ কনফিগারেশনেই সীমাবদ্ধ ছিল। তবে এবার নতুন ভ্যারিয়েন্ট লঞ্চ হয়েছে।
ভারতে ওয়ানপ্লাস ১১আর ৫জি সোলার রেড ভ্যারিয়েন্টের দাম
এই ফোনের ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ যুক্ত ভ্যারিয়েন্টের দাম ৩৫,৯৯৯ টাকা। Galatic Silver এবং Sonic Black- এই দুই রঙে ওয়ানপ্লাস ১১আর ৫জি সোলার রেড ভ্যারিয়েন্ট কেনা যাবে। আপাতত এই ফোনের দামে ৩০০০ টাকা ছাড় রয়েছে। তাই কেনা যাবে ৩২,৯৯৯ টাকায়।
এবার দেখে নেওয়া যাক ওয়ানপ্লাস ১১আর ৫জি ফোনের এই স্পেশ্যাল ভ্যারিয়েন্টে কী কী ফিচার রয়েছে
- এই ফোনে ৬.৭৪ ইঞ্চির ডিসপ্লে রয়েছে। এটি একটি কার্ভড AMOLED ডিসপ্লে। এখানে ফুল এইচডি প্লাস রেজোলিউশন পাওয়া যাবে। এই ডিসপ্লের রিফ্রেশ রেট ১২০ হার্টজ।
- ওয়ানপ্লাসের এই ফোনে রয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন১ প্রসেসর।
- ট্রিপল রেয়রা ক্যামেরা ইউনিট রয়েছে এই ফোনে। সেখানে ৫০ মেগাপিক্সেলের সোনি IMX890 প্রাইমারি সেওন্সর রয়েছে। এর সঙ্গে ৮ মেগাপিক্সেলের সেনসর রয়েছে যা আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যুক্ত। এছাড়াও রয়েছে ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা। ফোনের ডিসপ্লের উপর রয়েছে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর।
- ওয়ানপ্লাসের এই ফোনে রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি। তার সঙ্গে ১০০ ওয়াটের SuperVOOC ফ্ল্যাশ ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। এছাড়াও ইউজারদের বায়োমেট্রিক অথেনটিফিকেশনের জন্যে রয়েছে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেনসর।
গতবছর অর্থাৎ ২০২৩ সালে ফেব্রুয়ারি মাসে ওয়ানপ্লাস ১১ ৫জি ফোনের সঙ্গে ভারতে লঞ্চ হয়েছিল ওয়ানপ্লাস ১১আর ৫জি ফোন। সেই সময় ভারতে ওয়ানপ্লাস ১১আর ফোনের ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৩৯,৯৯৯ টাকা। অন্যদিকে এই ফোনের ১৬ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ মডেলের দাম ৪৪,৯৯৯ টাকা।
আরও পড়ুন- ভারতে দ্রুত লঞ্চ হতে পারে আইটেল এস২৪, দাম কত হতে পারে ফোনের?
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।