OnePlus Smartphone: ভারতে আসছে ওয়ানপ্লাস ১২আর, কোথা থেকে কেনা যাবে? রইল সম্ভাব্য স্পেসিফিকেশন
OnePlus 12R: বলা হচ্ছে ভারতে ওয়ানপ্লাস ১২আর ফোন লঞ্চ হবে ওয়ানপ্লাস ১২ ফোনের সঙ্গে।
OnePlus Smartphone: ওয়ানপ্লাস ১২আর (OnePlus 12R) ভারতে লঞ্চ হতে চলেছে আগামী ২৩ জানুয়ারি। ওয়ানপ্লাস (OnePlus Smartphones) সংস্থা আসন্ন স্মার্টফোন কেনা যাবে ই-কমার্স সংস্থা অ্যামাজন (Amazo India) থেকে। ভারতের পাশাপাশি গ্লোবাল মার্কেটেও এই ফোন লঞ্চ হবে। সেখানে OnePlus Ace 3 ফোনের রিব্র্যান্ডেড ভার্সা হিসেবে লঞ্চ হবে এই ফোন। প্রসঙ্গত উল্লেখ্য, এই OnePlus Ace 3 ফোন চিনে ইতিমধ্যেই লঞ্চ হয়েছে। সেখানে রয়েছে কোয়ালকমের লেটেস্ট স্ন্যাপড্রাগন ৮ জেন ২ চিপসেট, ৬.৭৮ ইঞ্চির AMOLED স্ক্রিন, ৫৫০০ এমএএইচ ব্যাটারি এবং ১০০ ওয়াটের SuperVOOC চার্জিং সাপোর্ট রয়েছে। এর সাহায্যে ফোনে পুরো চার্জ হতে মাত্র ২৭ মিনিট সময় লাগে।
জানা গিয়েছে, ভারতে ওয়ানপ্লাস ১২আর ফোন লঞ্চ হতে চলেছে সংস্থার আর একটি ফ্ল্যাগশিপ ফোন ওয়ানপ্লাস ১২ মডেলের সঙ্গে। অ্যামাজনের ওয়েবসাইটের ল্যান্ডিং পেজ থেকে সেটাই জানা গিয়েছে। ওয়ানপ্লাস ১২আর ফোন কালো এবং নীল রঙে লঞ্চ হবে বলে শোনা গিয়েছে। অন্যদিকে ওয়ানপ্লাস ১২ ফোন সম্পর্কে বিশদে বিশেষ কিছু জানা যায়নি।
ওয়ানপ্লাস ১২আর ফোনের সম্ভাব্য কিছু স্পেসিফিকেশন
চিনে লঞ্চ হয়েছে OnePlus Ace 3, যেহেতু ওয়ানপ্লাস ১২আর ফোন এই মডেলের রিব্র্যান্ডেড ভার্সান হতে চলেছে, তাই এই দুই ফোনের মধ্যে অনেক মিল থাকবে বলে অনুমান। ওয়ানপ্লাস ১২আর ফোনে একটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২ চিপসেট থাকতে পারে। এর সঙ্গে ১৬ জিবি পর্যন্ত র্যাম এবং LPDDR5x র্যাম থাকতে পারে। এছাড়াও এই ফোনে একটি ৬.৭৮ ইঞ্চির LTPO AMOLED স্ক্রিন থাকার সম্ভাবনা রয়েছে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ হতে পারে (অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট)।
ক্যামেরা স্পেসিফিকেশন (সম্ভাব্য)
ওয়ানপ্লাস ১২আর ফোনে থাকতে পারে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেনসর। এখানে থাকতে পারে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন ফিচারের সাপোর্ট। এর সঙ্গে ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেনসর এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা সেনসর থাকতে পারে। ফোনের ডিসপ্লের উপর ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর থাকার সম্ভবনা রয়েছে। এছাড়াও ওয়ানপ্লাস ১২আর ফোনে ৫৫০০ এমএএইচ ব্যাটারি এবং ১০০ ওয়াটের SuperVOOC চার্জিং সাপোর্ট থাকতে পারে।
আরও পড়ুন- ভারতে নতুন ফোন লঞ্চ করতে চলেছে লাভা, থাকবে কার্ভড ডিসপ্লে, ৫জি কানেক্টিভিটি
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।