OnePlus Ace 2 Variant: অত্যন্ত শক্তিশালী প্রসেসর, দুর্দান্ত ফ্ল্যাট ডিসপ্লে নিয়ে দ্রুত আসছে ওয়ানপ্লাসের নতুন ফোন
Smartphone: প্রসেসর এবং ডিসপ্লে ছাড়া OnePlus Ace 2 variant ফোনে আর কোনও অতিরিক্ত ফিচার বা স্পেসিফিকেশন থাকবে না বলেই মনে করা হচ্ছে।
OnePlus Ace 2 Variant: নতুন ফোন লঞ্চ করতে চলেছে ওয়ানপ্লাস (OnePlus Smartphone) সংস্থা। চলতি মাসের শুরুর দিকে চিনে লঞ্চ হয়েছিল OnePlus Ace 2। ভারতেও লঞ্চ হয়েছে এই ফোন। তবে রিব্র্যান্ডেড হয়ে ওয়ানপ্লাস ১১ ৫জি হিসেবে। ওয়ানপ্লাস কোম্পানির এই দুই ফোনেই রয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮+ জেন ১ প্রসেসর। শোনা যাচ্ছে, ওয়ানপ্লাস সংস্থা তাদের ফোন OnePlus Ace 2- এর নতুন ভ্যারিয়েন্ট লঞ্চ করতে চলেছে। এই ফোনের অন্যতম আকর্ষণ হতে চলেছে শক্তিশালী প্রসেসর। শোনা গিয়েছে, OnePlus Ace 2 ফোনের নয়া ভ্যারিয়েন্টে মিডিয়াটেক ডিমেনসিটি ৯০০০ প্রসেসর থাকতে পারে। এর সঙ্গে 1.5K ফ্ল্যাট ডিসপ্লে থাকার সম্ভাবনাও রয়েছে। এর আগে OnePlus Ace 2 ফোনে ছিল curved AMOLED ডিসপ্লে। অনুমান করা হচ্ছে, OnePlus Ace 2 variant ফোনের দাম OnePlus Ace 2 এবং OnePlus 11R 5G- এই দুই ফোনের তুলনায় কিছুটা কম হবে। প্রসেসর এবং ডিসপ্লে ছাড়া OnePlus Ace 2 variant ফোনে আর কোনও অতিরিক্ত ফিচার বা স্পেসিফিকেশন থাকবে না বলেই মনে করা হচ্ছে। নতুন এই ফোন কবে লঞ্চ হবে তা এখনও জানা যায়নি।
Xiaomi 13 Series: শাওমি ১৩ সিরিজ গ্লোবাল মার্কেটে লঞ্চ হতে চলেছে আগামী ২৬ ফেব্রুয়ারি মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০২৩-এ। ওই একই দিনে শাওমি ১৩ প্রো ফোন ভারতে লঞ্চ হবে বলে জানা গিয়েছে। শাওমি ১৩ সিরিজের ফোনে থাকতে চলেছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর। শাওমি ১৩ সিরিজে থাকতে চলেছে ভ্যানিলা মডেল শাওমি ১৩ ৫জি (Xiaomi 13 5G) এবং শাওমি ১৩ লাইট ৫জি- (Xiamo 13 Lite 5G) এই দুই ফোন। গ্লোবাল মার্কেটে এই দুই ফোন লঞ্চ হবে বলে শোনা গিয়েছে।
Redmi 12C: শোনা যাচ্ছে, রেডমি ১২সি ফোন ২৬ ফেব্রুয়ারি লঞ্চ হতে পারে ভারত এবং গ্লোবাল মার্কেটে। তবে নিশ্চিত ভাবে কোনও তথ্যই এখনও প্রকাশ্যে আসেনি। শোনা যাচ্ছে, এই ফোন লঞ্চ হতে পারে তিনটি রঙে। চিনে অবশ্য চারটি রঙে লঞ্চ হয়েছিল রেডমি ১২সি ফোন। তবে গ্লোবাল মার্কেট এবং ভারতে এই ফোন লঞ্চ হতে পারে গ্রাফাইট গ্রে, মিন্ট গ্রিন এবং ওশান ব্লু- এই তিনটি রঙের শেডে। এছাড়াও শোনা যাচ্ছে, রেডমি ১২সি ফোনের গ্লোবাল ভ্যারিয়েন্ট দুটো কনফিগারেশনে লঞ্চ হতে পারে। তার মধ্যে একটি হল ৩ জিবি র্যাম এবং ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ। অন্যটি হল ৪ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ।
আরও পড়ুন- শাওমি ১৩ সিরিজ লঞ্চ হবে গ্লোবাল মার্কেটে? ভারতে আসছে কোন ফোন? দাম কত হতে পারে