OnePlus Nord 2T: অ্যামাজনের সেলে অনেকটা সস্তা ওয়ানপ্লাসের এই ফোন, দেখে নিন কী কী অফার রয়েছে
Amazon Great Freedom Festival Sale: অ্যামাজনের এই সেল চলছে ৬ অগস্ট থেকে ১০ অগস্ট পর্যন্ত। দেখে নিন ওয়ানপ্লাস নর্ড ২টি ফোনের দাম।
OnePlus Nord 2T: ওয়ানপ্লাস নর্ড ২টি (OnePlus Nord 2T) ফোন অ্যামাজনের গ্রেট ফ্রিডম ফেস্টিভ্যাল সেলে (Amazon Great Freedon Festival Sale 2022) ২৫ হাজার টাকার কমে পাওয়া যাচ্ছে। একগুচ্ছ ছাড় যুক্ত হয়েছে এই ফোনের দামে। কী কী অফার রয়েছে ওয়ানপ্লাসের এই ফ্ল্যাগশিপ ফোনে (OnePlus Flagship Phone), দেখে নিন। প্রসঙ্গত উল্লেখ্য, ওয়ানপ্লাস নর্ড ২টি ফোনের ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট ২৮,৯৯৮ টাকায় লঞ্চ হয়েছিল ভারতে। কিন্তু অ্যামাজনের সেলে এই ফোনের দামে অনেক ছাড় যুক্ত হয়েছে।
যদি ক্রেতা এসবিআই- এর ক্রেডিট কার্ডে এই ফোন কেনেন তাহলে ২০০০ টাকা ছাড় পাবেন। এর ফলে ফোনের দাম কমে হবে ২৬,৯৯৮ টাকা। এখানেই শেষ নয়। রয়েছে আরও আকর্ষণীয় অফার। যদি ক্রেতা নিজের পুরনো অ্যান্ড্রয়েড ফোনের পরিবর্তে অর্থাৎ এক্সচেঞ্জ অফারে ওয়ানপ্লাস নর্ড ২টি ফোন কেনেন তাহলে অতিরিক্ত ৩০০০ টাকা ছাড় পাওয়া যাবে। এর ফলে আরও কমবে ওয়ানপ্লাসের এই ফোনের দাম।
ওয়ানপ্লাস নর্ড ২টি ফোনের বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন
ডিসপ্লে- এই ফোনে রয়েছে একটি ৬.৪৩ ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে। এই ডিসপ্লের রিফ্রেশ রেট ৯০ হার্টজ। এছাড়াও এই AMOLED ডিসপ্লেতে রয়েছে HDR 10+ সাপোর্ট।
প্রসেসর, র্যাম ও স্টেরেজ- ওয়ানপ্লাসের এই ফোনে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ১৩০০ প্রসেসর রয়েছে। তার সঙ্গে ১২ জিবি পর্যন্ত র্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ যুক্ত রয়েছে।
ব্যাটারি- ওয়ানপ্লাস নর্ড ২টি ফোনে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৮০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে।
ক্যামেরা- এই ফোনে একটি ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর রয়েছে। এছাড়াও রয়েছে একটি ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেনসর এবং একটি ২ মেগাপিক্সেলের টার্সিয়ারি সেনসর। ফোনের ডিসপ্লের উপর রয়েছে ৩২ মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা সেনসর। Sony IMX766 প্রাইমারি সেনসর রয়েছে এই ফোনের রেয়ার প্যানেলের ক্যামেরা মডিউলে। এখানে রয়েছে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন সেনসর। আর ফোনের ফ্রন্ট ক্যামেরা সেনসরে রয়েছে EIS (Electronic Image Stabilisation) ফিচারের সাপোর্ট।
আরও পড়ুন- গেমিং স্ট্রিমিং প্ল্যাটফর্ম লঞ্চ করল জিও, কী কী সুবিধা পাবেন ইউজাররা?