OnePlus Nord Buds CE: ভারতে লঞ্চ হল ওয়ানপ্লাসের নতুন ইয়ারবাডস, ২০ ঘণ্টা পর্যন্ত ব্যাটারি লাইফ থাকবে এই ডিভাইসে
Earbuds: ভারতে সম্প্রতি লঞ্চ হয়েছে ওয়ানপ্লাস নর্ড বার্ডস সিই। এই ইয়ারবাডসের দাম ও ফিচারগুলো দেখে নিন।
OnePlus Earbuds: ওয়ানপ্লাসের (OnePlus) নতুন ইয়ারবাডস (Earbuds) লঞ্চ হয়েছে ভারতে। এবার লঞ্চ হয়েছে ওয়ানপ্লাস নর্ড বাডস সিই (OnePlus Nord Buds CE)। আগামী ৪ অগস্ট থেকে এই ইয়ারবাডসের বিক্রি শুরু হবে দেশে। ওয়ানপ্লাস সংস্থার অফিশিয়াল ওয়েবসাইট এবং ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট (Flipkart) থেকে এই ইয়ারবাডস কেনা যাবে। জানা গিয়েছে, ওয়ানপ্লাসের নতুন ইয়ারবাডস ওয়ানপ্লাস নর্ড বাডস সিই একটি ট্রু ওয়্যারলেস স্টিরিও ইয়ারবাডস। চার্জিং কেস সমেত এই ইয়ারবাডসে ২০ ঘণ্টা পর্যন্ত প্লেব্যাক টাইম পাওয়া যাবে। আর চার্জিং কেস ছাড়া ৪.৫ ঘণ্টা পর্যন্ত এই ইয়ারবাডসে প্লেব্যাক টাইম পাওয়া যাবে। এই ইয়ারবাডসে রয়েছে ১৩.৪ মিলিমিটারের ডায়নামিক ড্রাইভার্স। এছাড়াও রয়েছে 94ms ultra-low latency মোড। দুটো রঙে ভারতে লঞ্চ হয়েছে ওয়ানপ্লাস নর্ড বাডস সিই। এই ডিভাইসে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফিচার যুক্ত নয়েজ ক্যানসেলেশন সাপোর্ট রয়েছে।
ওয়ানপ্লাস নর্ড বার্ডস সিই- র দাম
ভারতে এই ইয়ারবাডসের আসল দাম ২৬৯৯ টাকা। অর্থাৎ বাজার দর ২৬৯৯ টাকা। কিন্তু প্রাথমিক ভাবে Introductory Price হিসেবে এই ইয়ারবাডসের দাম ২২৯৯ টাকা। তবে এই কম দাম অর্থাৎ অফার কতদিন বজায় থাকবে তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। Moonlight White এবং Misty Grey এই দুই রঙে ভারতে লঞ্চ হয়েছে ওয়ানপ্লাসের নতুন ইয়ারবাডস।
ওয়ানপ্লাস নর্ড বাডস সিই- র বিভিন্ন ফিচার
- ইয়ারবাডসে ৫০ শতাংশ ভলিউম লেভেল এবং পুরো চার্জ থাকলে ৪.৫ ঘণ্টা পর্যন্ত listening time পাওয়া যায়। আর ৩ ঘণ্টা পর্যন্ত ফোন কল টাইম পাওয়া যায়।
- অন্যদিকে, চার্জিং কেস সমেত পুরো চার্জ থাকলে এবং ৫০ শতাংশ ভলিউমের লেভেল থাকলে ২০ ঘণ্টা পর্যন্ত প্লেটাইম পাওয়া যায়।
- এই ইয়ারবাডসে মাত্র ১০ মিনিট চার্জ দিলে ৮১ মিনিট পর্যন্ত প্লেব্যাক টাইম পাওয়া যায়। তবে এক্ষেত্রে চার্জিং কেস সমেত চার্জ দিতে হবে।
- ওয়ানপ্লাসে এই ইয়ারবাডস একটি IPX4 রেটিং প্রাপ্ত ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস। এখানে Bluetooth version 5.2- এর সাপোর্ট রয়েছে। প্রায় ১০ মিটার পর্যন্ত ওয়্যারলেস রেঞ্জে কানেক্টেড থাকবে এই ইয়ারবাডস।
আরও পড়ুন- কবে থেকে শুরু হচ্ছে অ্যামাজনের গ্রেট ফ্রিডম ফেস্টিভ্যাল সেল?